টিউটোরিয়াল

ছবি কীভাবে যোগ করব?

যেখানে ছবি যোগ করতে চান সেখানে সিলেক্ট করে Upload/Insert অপশনের পাশে Add Image বাটনে ক্লিক করুন। যে বক্সটি আসবে সেখানে আপনার পছন্দমত ছবি যোগ করুন আর প্রয়োজন হলে ক্যাপশন দিতে পারেন, ছবির সাইজ, অ্যালাইনমেন্ট – এসবও ঠিক করতে পারবেন। সব কাজ শেষ হলে Insert into Postএ ক্লিক করে আপনার ছবিটি সেইভ করুন।

ইউটিউবের ভিডিও কীভাবে যোগ করব?

যেখানে ভিডিওটি দেখাতে চান সেখানে ইউটিউব ভিডিওটির লিংক দিন! ব্যস! স্বয়ংক্রিয়ভাবে দেখানো হবে।

ফুটনোট কীভাবে যোগ করব?

একটি লেখার যেখানে ফুটনোট যোগ করতে চান তার পাশে স্পেস দিয়ে (স্পেস একবার দিতে হবে) প্রথম বন্ধনী দুবার দিতে হবে। “((” এর পর আপনার লিঙ্কটি বসাবেন। তারপর আবার প্রথম বন্ধনী দুবার “))”।

আপনাকে আর কিছুই করতে হবে না! যতজায়গায় লিঙ্ক/ইউআরএল বসানোর দরকার বসাবেন। স্বয়ংক্রিয়ভাবে নাম্বারিং হয়ে যাবে।

ক্যাটাগোরি/ ট্যাগ কীভাবে দিব?

ডান পাশে নিচে দেখুন ক্যাটাগরি এবং ট্যাগ এর বক্স রয়েছে। সেই বক্স দুটিকে ড্র্যাগ এন্ড ড্রপ এর মত করে আপনি টেনে অন্য জায়গায় ও আনতে পারবেন।

কালার করব কীভাবে? লাল নীল

নিচের ছবির মত করে show hide kitchen sink এ ক্লিক করুন।

তারপর নতুন ট্যাব খুলে গেলে “A” লেখা বাটনে ক্লিক করুন। এবার পছন্দ মত কালার/রঙ নিয়ে সরব হোন!

লেখার আকার ছোট বড় করব কীভাবে?

show hide kitchen sink এ ক্লিক করলে Paragraph লেখা একটি অপশন খুঁজে পাবেন। সেখানে স্ক্রল করলে নানা সাইজের লেখা লেখার সুযোগ পাবেন।