নীতিমালা

খসড়া  নীতিমালা:
১।
সরব- এর লেখা ও মন্তব্য’র মাধ্যম হতে হবে বাংলা ভাষা। এ ছাড়া, লেখা মননশীল হওয়া বাঞ্ছনীয়।
২।
সরব বাংলাদেশ সহ সকল জাতি-রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিসংগ্রাম ও ইতিহাসের প্রতি পূর্ণমাত্রায় শ্রদ্ধাশীল। এ সব বিষয় নিয়ে কোন প্রকার কটাক্ষ এবং আক্রমণমূলক মন্তব্য বা লেখা – কোনটিই গ্রহণযোগ্য নয়।
৩।
বাক ও ব্যক্তিস্বাধীনতার প্রতি সরব শ্রদ্ধাশীল এবং এই মূল্যবোধের চর্চায় সরব বিশ্বাস করে। তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, বরং দায়িত্বশীলতা – এই বোধ সরব লালন করবে।
৪।
কোন ‘সরব’(এই ব্লগের লেখক এবং পাঠক) এর প্রতি একক বা দলবদ্ধ আক্রমণ, অশিষ্ট মন্তব্য-এসব থেকে বিরত থাকতে হবে। এ ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে সরব কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।
৫।
অশালীন পোস্ট এবং অশ্লীল মন্তব্য সরব-এ নিষিদ্ধ। এ ব্যাপারে সীমারেখা নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করবে সরব কর্তৃপক্ষ।
৬।
কপিরাইট লঙ্ঘন করে এমন কোন কিছুই সরব- এ প্রকাশ করা যাবে না। এ ব্যাপারে কোন অভিযোগ প্রমাণিত হলে সরব কর্তৃপক্ষ তা সরিয়ে দেবেন।
৭।
একাধিক ছদ্মনাম এবং একাউন্ট তৈরি করে সরব এর পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে সবগুলো একাউন্ট বন্ধ করে দেয়া হবে।
৮।
সরব কোন প্রকার বাণিজ্যিক কিংবা রাজনৈতিক বিজ্ঞাপনের স্থান নয়। অবশ্য, মানবসেবা কিংবা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, অনুষ্ঠান কিংবা কর্মকাণ্ডের ক্ষেত্রে এ নিয়ম শিথিলযোগ্য।
৯।
প্রথম পাতায় একই সাথে ২ টির বেশি পোস্ট রাখা যাবে না।