তুলনা

দেশের অবস্থা কত খারাপ সেটা নিয়ে কথা বলায় একবার একজন বললো, “আফ্রিকার অনেক দেশের তুলনায় আমাদের দেশ ভালো আছে!”

নিজের আক্কেল জ্ঞান দিয়ে যে জিনিসটা আমি প্রথম বুঝতে পেরেছি, সেটা হলো, “কার সাথে কার, কী কী তুলনা (comparison ) করতে হবে এই জ্ঞানটা আমাদের জীবনে সবচেয়ে বড় পার্থক্য করে দেয়”।

একজন খারাপ লোকের সাথে নিজের তুলনা করে সন্তুষ্ট থাকবে, না কি একজন ভালো মানুষের সাথে তুলনা করে নিজের উন্নতি করবে?

টাকা, সম্মান, খ্যাতি……… জীবনে মানুষ যা চায় তার সীমানা নির্ধারণ করে কে? সে নিজেই! এই সীমানা নির্ধারণ করতে গিয়ে সে প্রতিনিয়ত তুলনা করে যায়।

বিল গেটসের মত টাকা?
মাদার তেরেসার মত সম্মান?
নাকি মাইকেল জ্যাকসনের খ্যাতি?

আমরা কখন বলি খারাপ আছি?
যখন সেটা কোন ভালো সময়ের *তুলনায়* খারাপ যায়?

ভালো থাকি কখন?
খারাপ সময়ের* তুলনায়* যখন ভালো থাকি?

কখন ভালোর সাথে তুলনা করবো? আর কখন খারাপের সাথে তুলনা?

দেশের অবস্থা কি কঙ্গোর সাথে তুলনা করবো? বাকি নরওয়ের সাথে?
জুতা না থাকলে কি পঙ্গু কারো সাথে নিজের তুলনা করে, নিজেকে সৌভাগ্যবান মনে করবো?

একেকজন মানুষের কাছে এই প্রশ্নগুলোর উত্তর একেক রকম।
কারণ কেউ ভালোর সাথে তুলনা করে, কেউ খারাপের সাথে তুলনা করে নিজের পথ নির্ধারণ করে।

কেন যেন মনে হুয়, খারাপের সাথে তুলনা আমাদেরকে একই জায়গায় আটকে রাখে।

আর ভালোর সাথে তুলনা নিয়ে চলে অনেক সামনে।

ইয়াদ সম্পর্কে

সারাদিন আগডুম বাগডুম ভাবি! মন খারাপ থাকলে নিজেই নিজেকে কাতুকাতু দেই! মন ভালো থাকলে উলিয়া উলিয়া করি!
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to তুলনা

  1. সামিরা বলেছেনঃ

    একমত একমত! 🙂

  2. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    🙂

  3. জ্ঞানচোর বলেছেনঃ

    “ভালো থাকি কখন?
    খারাপ সময়ের* তুলনায়* যখন ভালো থাকি?”

    পত্রিকা গুলো খুললে কেবল খারাপ খবর আর খারাপ খবর। কে কার বাড়া ভাতে লবণ দিলো, কোন গাড়ি রাস্তা ভুলে খালে নেমে পড়ল, ইত্যাদি, ইত্যাদি।
    পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা নিজেরাই তো খারাপ নিয়েই যত স্ট্যাটাস দিই।

    আমি অভিযোগ করবো, ইয়াদ এখানে আমাদের জাতিকে খারাপ বলার জন্য লিখছে। দেশদ্রোহী। 😀 :dhisya:

  4. মুবিন বলেছেনঃ

    খারাপের সাথে তুলনা আমাদেরকে একই জায়গায় আটকে রাখে।

    আর ভালোর সাথে তুলনা নিয়ে চলে অনেক সামনে।
    লেখা পড়ে আমারো তাই মনে হচ্ছে।

  5. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    খুবই চমৎকার আর বাস্তব কথা।
    যার তার সাথে তুলনা করলে কি আর চলে? একই জায়গায় থেমে থাকতে হয়, উন্নতি হয়না

  6. বৈরাগী বলেছেনঃ

    অনেক চিন্তা, ধারণা, হতাশা- মনে হয় পাল্টে গেলো লেখাটা পড়ে……
    খুব বেশি ভালো লেগেছে

  7. ফিনিক্স বলেছেনঃ

    ভালোর সাথে তুলনা নিয়ে চলে অনেক সামনে।>> :beshikhushi:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।