সবাইকে স্বাগতম। :welcome:
আজ বলব আমার কাহিনী। আমার নাম স্মাইলি। 🙄 থাকি সকল ব্লগে, ফেসবুকে, টুইটারে, চ্যাটতে। আমাকে ছাড়া কারও একদিনও কি চলে?? 😐
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। :angel_not: আর ভাবি সারাদিন সবার কাজ দেখে হাসিয়া পার করব। 😀 🙂 😆 কত রকমের যে আমার হাসি। মুচকি হাসি 🙂 , অট্টহাসি 😀 , দাত নাই তাও দাত বের করা হাসি 😆 । আবার মাঝে মাঝে কারও কারও কাণ্ড দেখে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দিই। =))
সব সময় যে হাসতে পারি তাও না। কেউ কেউ এত দুঃখের কথা বলে যে, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। 🙁 আমার চোখের পানিতে তখন চারিদিক জলময় হয়ে উঠে। মনে হয় সবার মনের দুঃখকে যদি :ninja: এভাবে দূর করতে পারতাম।
কারও লেখা পড়তে এতই ভালো লাগে যে, আনন্দে :clappinghands: দিই। আবার, কারো সাসপেন্সে ভরা লেখা পড়তে পড়তে কখন যে আঙ্গুলের সব নখ দাত না থাকলেও কেটে ফেলেছি খেয়াল থাকে না। :voypaisi:
আবার, কারো লেখা পড়ে সম্মানের সাথে মাথা নত করি। :huzur: বলি, “এত কোথাই ছিলে ওস্তাদ, কোথাই ছিলে“।
আবার, কারো কারো লেখা পড়িয়া মাথা চাপড়াইতে ইচ্ছা হয়। :wallbash:
আর, কারও লেখা এতই নোংরা হয় যে তাকে ব্যান করে দেই। :pagol: অবশ্য ব্যান করা ব্লগারের দোষ কি ছিল এটা নিয়ে আরও নানা ব্লগ লেখা হয় আর মডুদের মন্ডুপাত করে সবাই। আর আমি হাসি মন খুলে। :rollinglaugh:
এবার বলি, সেই কথা।
প্রেম একবারই এসেছিল জীবনে। 😳 (একটু লজ্জা পাচ্ছি) টানা টানা চোখ, দু দিকে বেনি, মিষ্টি হাসি। :virgo: নাম তার …… না বলব না। আফটার অল আমার একটা তারকা সম্মান আছে। দেখেছিলাম নানা সাইটে ঘুরতে ঘুরতেই। প্রথম দেখাতেই কিছু একটা হয়েছিল মনে। কেমনে বলিব আমি বাচিনা তারে ছাড়া। :guiter: কেমনে কি করব সারাদিন বসে বসে ভাবি। :wallbash: ❓ মাঝে মাঝে তব দেখা দেখা পাই, চিরদিন কেন পাই না। 😐 চারিদিকে তার খোজ করতে লাগলাম। বন্ধুদের বললাম। :multitalk:
অতঃপর, আমার এক বন্ধুর কাছ থেকে পাইলাম তার ঠিকানা। তার পরদিন আবার তার জন্মদিন। সোনাই সোহাগা। বন্ধু বলল, “সময় বুঝে কোপ মার। বলে ফেল তোর মনের কথা।” আমিও উক্ত দিন মাঞ্জা মারিয়া গেলাম। 8) হাতে নিয়ে কেক আর গিফট। :happybirthday:
আমাকে দেখিয়া সে মিষ্টি করে হাসল।
ভাবিলাম, আহা কি মিষ্টি। আজ পাশা খেলব রে শ্যাম।
চাইলাম তার ফোন নম্বর। :callme:
কিছুক্ষণ সে ভাবল।
তারপর, সে মিষ্টি করে বলল, “thank you, ভাইয়া, আপনার কেক আর গিফটের জন্য।” ভাবলাম, ভুল করে বোধহয় ভাইয়া বলে ফেলছে।
এরপর বলল, “ভাইয়া, যার কাছ থেকে আপনি ঠিকানা পাইছেন, সে আমার বাগদত্তা।” আমি ভুল শুনলাম নাকি?? ❓
সে বলতেই লাগল, “আপনার বন্ধুটি আমাকে আপনার কথা বলছে। আপনার সাথে এই শয়তানি করার বুদ্ধিটা ওর। আমি দুঃখিত।” আমার সব শুনিয়া উহাকে :haturi: করার কথা মাথায় আসল। মাথায় আগুন জ্বলল। :pureevil: :morich: উহাকে গুলি করতে ইচ্ছা হচ্ছিল। :dhisya: :fire: :nishana: নিজেকে বান্দর বান্দর লাগছিল। :babymonkey:
আমার ভালবাসার কাহিনী ওখানেই সমাপ্ত হল। :brokenheart:
এই কাহিনীর পর ভাবিয়াছি আর করিব না প্রেম। :nono: (অবশ্য, এটা পড়ে কোন রমনীর মন আমার দিকে গড়ালে ডিসিশন চেঞ্জ 😀 ) :transforming:
অনেক কথা বললাম। আমি আছি, ছিলাম, থাকব। মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ এই আমি থাকব সবার সাথে মিলে। :balancin:
সবাইকে শুভ ব্লগিং। আর আমার প্যাচাল শোনার জন্য ধন্যবাদ। :beerdrink:
এখন তবে আসি। :bigyawn:
কি সুন্দর ব্যবহার ইমোটিকনগুলোর!!!
মুগ্ধ!!! 🙄
কিন্তু সবগুলো ইমো আসল না কেন বুঝলাম না। 🙁 🙁
হাহা!! মজা পাইলাম! :penguindance:
বুঝতে হবে তো আমার নামই যে স্মাইলি…… হাসবেনই তো। 😆 😆
ক্রিয়েটিভ পোস্ট! :clappinghands:
মজা পেয়েছি
ধন্যবাদ সকল স্মাইলির পক্ষ থেকে। 😀
মজার! 😀
আইডিয়াটা ভাল্লাগছে পোস্টের। 🙂
ধন্যবাদ, আপু, আমার প্যাচাল পড়ার জন্য। 😀 😀
জটিল!! এতদিন কোথায় ছিলে হে, কোথায় ছিলে? :yahooo:
একটু ঘুমায় ছিলাম।
বোঝেনই তো প্রথম প্রেমেই ধরা। :brokenheart:
😀
আহা হা হা। থাক আসল প্রেমে টিকে যাবেন ঠিক ঠিক। দোয়া করি। 😛
মডারেটর ভাই, আমার লেখাতে সবগুলো ইমো আসলো না কেন??? একটু নজর দিয়েন। 🙂
পুরা :dhisya: :dhisya:
😀 😀
আরিব্বাবা পুরা ধামাক…এইভাবে কখনো তো ভাবি নাই!!!!! :clappinghands:
আমি স্মাইলি। ছোট মানুষ। তাই কেউ আমাদের নিয়ে ভাবে না। এখন থেকে ভাববেন। 😀
ধন্যবাদ। 😀
মজা পাইলাম! ইমোটিকনগুলোর সুন্দর ব্যবহার এর আইডিয়াটা ভাল্লাগছে…. :dhisya: :dhisya:
🙂
মজারু!
স্মাইলি’র ফ্যান আমি, বিশেষত সরব’এ ব্যবহৃত স্মাইলির :yahooo: