পরীক্ষা

পরীক্ষা এলেই ভাবি আমি,
পড়বো এবার বেশ,
পরীক্ষার কঠিন পড়া
ছোবে না মোর কেশ।
সপ্তা কয়েক থাকলে ভাবি,
সময় অনেক বাকী,
কী আর হবে এই ক’দিনে,
দিই বা যদি ফাঁকি।
হঠাৎ করে আঁতকে উঠি,
কেমনে কী হলো!
কাল সকালে প্রশ্ন হাতে
জীবন বুঝি গেলো।
পড়তে বসে উলটে দেখি
নতুন বইয়ের পৃষ্ঠা,
শব্দগুলো এমন কেন
বুঝতে করি চেষ্টা।
পড়ার ফাঁকে একটু আবার
খুলি ফেসবুক,
সব যে লাগে ভালো সে দিন,
যা-ই দেখি সুখ!
পাশ হবে না ফেল-ই সহায়
ভেবেই দেখি ভোর,
সূর্য মামা ঠকঠকিয়ে
যাচ্ছে আমার দোর।
দরদরিয়ে ঘামছি যখন
প্রশ্ন আসে হাতে,
ফেল বাবাজী বুঝি এবার
যাচ্ছে আমার সাথে।
প্রতিবারই ভাবি আমি,
পরীক্ষা শেষ হলে,
সামনে আসুক আবার ফিরে,
হবো লক্ষ্মী ছেলে।
কোন রকম সেবার আমি
যাই বা যদি বেঁচে,
আনন্দতে ক’দিন ঘুরে
খুব যে নেই নেচে।
হঠাৎ করে আবার দেখি,
নেই যে এবার রক্ষা,
রাত পেরুলেই কাল সকালে
আবার পরীক্ষা।

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে ছড়া, রম্য-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

14 Responses to পরীক্ষা

  1. অক্ষর বলেছেনঃ

    কোন রকম সেবার আমি
    যাই বা যদি বেঁচে,
    আনন্দতে ক’দিন ঘুরে
    খুব যে নেই নেচে।
    হঠাৎ করে আবার দেখি,
    নেই যে এবার রক্ষা,
    রাত পেরুলেই কাল সকালে
    আবার পরীক্ষা।

    :love:

  2. শারমিন বলেছেনঃ

    দারুণ ভাইয়া :happy:

  3. ফিনিক্স বলেছেনঃ

    হে হে, দারুণ মজা পাইলাম দোস্ত! 😛
    বড়ই সইত্য কথা! 😛

  4. অনাবিল বলেছেনঃ

    ইইইইইইইইইইইইইইইইইইই, এক্কি অবস্থা হয় আমারো………… 😛

    আসল কথা লিখেছো!! :clappinghands: :clappinghands:

  5. সামিরা বলেছেনঃ

    আমরা তো দেখি একই পথের পথিক! :babymonkey:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।