পরীক্ষা এলেই ভাবি আমি,
পড়বো এবার বেশ,
পরীক্ষার কঠিন পড়া
ছোবে না মোর কেশ।
সপ্তা কয়েক থাকলে ভাবি,
সময় অনেক বাকী,
কী আর হবে এই ক’দিনে,
দিই বা যদি ফাঁকি।
হঠাৎ করে আঁতকে উঠি,
কেমনে কী হলো!
কাল সকালে প্রশ্ন হাতে
জীবন বুঝি গেলো।
পড়তে বসে উলটে দেখি
নতুন বইয়ের পৃষ্ঠা,
শব্দগুলো এমন কেন
বুঝতে করি চেষ্টা।
পড়ার ফাঁকে একটু আবার
খুলি ফেসবুক,
সব যে লাগে ভালো সে দিন,
যা-ই দেখি সুখ!
পাশ হবে না ফেল-ই সহায়
ভেবেই দেখি ভোর,
সূর্য মামা ঠকঠকিয়ে
যাচ্ছে আমার দোর।
দরদরিয়ে ঘামছি যখন
প্রশ্ন আসে হাতে,
ফেল বাবাজী বুঝি এবার
যাচ্ছে আমার সাথে।
প্রতিবারই ভাবি আমি,
পরীক্ষা শেষ হলে,
সামনে আসুক আবার ফিরে,
হবো লক্ষ্মী ছেলে।
কোন রকম সেবার আমি
যাই বা যদি বেঁচে,
আনন্দতে ক’দিন ঘুরে
খুব যে নেই নেচে।
হঠাৎ করে আবার দেখি,
নেই যে এবার রক্ষা,
রাত পেরুলেই কাল সকালে
আবার পরীক্ষা।
-
আর্কাইভ
- জুন 2023
- মে 2023
- এপ্রিল 2018
- নভেম্বর 2017
- অক্টোবর 2017
- সেপ্টেম্বর 2017
- মার্চ 2017
- ফেব্রুয়ারী 2017
- জানুয়ারী 2017
- নভেম্বর 2016
- অক্টোবর 2016
- সেপ্টেম্বর 2016
- আগস্ট 2016
- জুলাই 2016
- জুন 2016
- মে 2016
- এপ্রিল 2016
- মার্চ 2016
- ফেব্রুয়ারী 2016
- জানুয়ারী 2016
- ডিসেম্বর 2015
- নভেম্বর 2015
- অক্টোবর 2015
- সেপ্টেম্বর 2015
- আগস্ট 2015
- জুলাই 2015
- জুন 2015
- মে 2015
- এপ্রিল 2015
- মার্চ 2015
- ফেব্রুয়ারী 2015
- জানুয়ারী 2015
- ডিসেম্বর 2014
- নভেম্বর 2014
- অক্টোবর 2014
- সেপ্টেম্বর 2014
- আগস্ট 2014
- জুলাই 2014
- জুন 2014
- মে 2014
- এপ্রিল 2014
- মার্চ 2014
- ফেব্রুয়ারী 2014
- জানুয়ারী 2014
- ডিসেম্বর 2013
- নভেম্বর 2013
- অক্টোবর 2013
- সেপ্টেম্বর 2013
- আগস্ট 2013
- জুলাই 2013
- জুন 2013
- মে 2013
- এপ্রিল 2013
- মার্চ 2013
- ফেব্রুয়ারী 2013
- জানুয়ারী 2013
- ডিসেম্বর 2012
- নভেম্বর 2012
- অক্টোবর 2012
- সেপ্টেম্বর 2012
- আগস্ট 2012
- জুলাই 2012
- জুন 2012
- মে 2012
- এপ্রিল 2012
- মার্চ 2012
- ফেব্রুয়ারী 2012
- জানুয়ারী 2012
- ডিসেম্বর 2011
- নভেম্বর 2011
- অক্টোবর 2011
- সেপ্টেম্বর 2011
- আগস্ট 2011
- জুলাই 2011
-
সদর দরজা
কোন রকম সেবার আমি
যাই বা যদি বেঁচে,
আনন্দতে ক’দিন ঘুরে
খুব যে নেই নেচে।
হঠাৎ করে আবার দেখি,
নেই যে এবার রক্ষা,
রাত পেরুলেই কাল সকালে
আবার পরীক্ষা।
:love:
গুলাব ফুল দিয়ে ছেলেটা কী বোঝাতে চায়? :thinking:
ছেলেটা বোঝাতে চায় যে কবিতাটা মারাত্মক ! তাছাড়া ছেলেটারও কালকে পরীক্ষা !! :happy:
:penguindance:
দারুণ ভাইয়া :happy:
ধন্যবাদ :happy:
হে হে, দারুণ মজা পাইলাম দোস্ত! 😛
বড়ই সইত্য কথা! 😛
😀 :penguindance:
অতীব সত্য কথন !!!!!!!
ঠেলায় পড়ে শিখেছি……
ইইইইইইইইইইইইইইইইইইই, এক্কি অবস্থা হয় আমারো………… 😛
আসল কথা লিখেছো!! :clappinghands: :clappinghands:
ধন্যবাদ :happy:
আমরা তো দেখি একই পথের পথিক! :babymonkey:
বড়ই পুরনো পরীক্ষিত পথ! 😛