নিজ শিশু সন্তানের সাথে এমন নিষ্ঠুর আচরণ! (ভিডিও)

এমনিতেই চারপাশে নানা প্রকারের শিশু নির্যাতন হয়ে থাকে। তার উপর যদি আমরা মা-বাবারা ঘরে শিশু নির্যাতন চালিয়ে যাই শিশুরা যাবে কোথায়?

[youtube=http://www.youtube.com/watch?v=qCyX1OTPiVk&fs=1&hl=en_US&rel=0]

As youtube is blocked by Bangladesh govt, you can visit facebook page to see this clip.

প্যারেন্টিং নিয়ে আরো আলোচনা করতে যোগ দিতে পারেন:
https://www.facebook.com/groups/shishu.lalon.palon

এই লেখাটি পোস্ট করা হয়েছে চলচ্চিত্র, সচেতনতা-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to নিজ শিশু সন্তানের সাথে এমন নিষ্ঠুর আচরণ! (ভিডিও)

  1. মাধবীলতা বলেছেনঃ

    অসাধারণ অসাধারণ আরেকটি ইস্যু তুলে এনেছেন ভাইয়া!! খুব কাছ থেকে এই ব্যাপারগুলো আমার দেখা, কিছু কিছু বাবা মা বুঝতেই চান না/পারেন না যে এইভাবে বাচ্চাদের সাথে রুড বিহেইভ করলেই কিংবা শাসানো সলিউশন না। অনেকদিন পর জুমানাকে দেখে খুব খুব ভালো লাগল। রামীছা মনে হয় বরাবরের মত ক্যামেরার পেছনে নাকি? 😀

    দুটো মেসেজ বেশ মনে ধরল, safety first and not only share but also care! প্যারেন্টিং এর মত গুরুত্বপূর্ণ কিন্তু চরমভাবে অবহেলিত একটা বিষয়কে এভাবে চর্চা করার উদ্যোগ নেয়ার জন্য অনেক শুভকামনা থাকল। ভিডিওগুলো আমার ফ্যামিলি, নেটওয়ার্কে যেন কাজে দেয় সে ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। :clappinghands:

    • শিবলী বলেছেনঃ

      ঠিক তাই, খুব অবহেলিত প্যারেন্টিং। সমাজের গুরুত্বপূর্ন বিষয়গুলি শুধু শেয়ার করলে হবে না কেয়ারও করতে হবে। নইলে আমার কাছে মনে হয়, শেয়ার করার মতো সচেতন আমরা সবাই কিন্তু কেয়ার করার মতো মানুষ যেন খুব কম।

  2. ফিনিক্স বলেছেনঃ

    শুধু শেয়ার নয়, কেয়ারও করতে হবে- এই বিষয়টাই অসাধারণ লাগল ভাইয়া।
    সম্প্রতি এইরকম পরিস্থিতির মুখোমুখি আমিও হয়েছি যেখানে অনেক মানুষ শুধু শেয়ার করেই ক্ষান্ত দিয়েছেন, দায়িত্ব পালন শেষ বলে মনে করেছেন কিন্তু এতে লাভের লাভ কিছুই হয় নি।
    এর চেয়ে যদি একতা মানুষও অন্তত কেয়ার করতেন, একজনের ভেতরেও একটু ইতিবাচক পরিবর্তন আসত, তাহলেই লাভের খাতায় অন্তত একটা অঙ্ক যোগ হতে পারত।

    বাংলাদেশে আপনার করা এই প্যারেন্টিং ভিডিওগুলো এক নতুন ইতিবাচক মাত্রা নিয়ে আসুক, আমি সবসময় প্রার্থনা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।