জীবন –
যেনো ব্যস্ত কোনো রাস্তার মোড়ে-
কোলাহলে ভরপুর ফুটওভারব্রিজের ওপরে
থমকে থাকা কোনো নির্বাক পথশিশুর শুন্য দৃষ্টি ।
যেনো কনক্রিটের শান বাঁধানো কোনো নিষ্প্রাণ আঙিনায়-
ভিক্ষার ঝুলি হাতে হেঁটে আসা কোনো বৃদ্ধার নিরুপায়
নগ্ন পায়ের ধুলিতে ঘটে যাওয়া অকিঞ্চিত অনাসৃষ্টি ।
যেনো কোটি টাকা দামি গাড়ির কাঁচ ঠেলে বেরিয়ে আসা
ফর্সা হাতে লাখ টাকা দরের জড়ুয়া গহনা ঠাসা
ধনিক দুহিতার একখানা দশটাকা দানে অর্জিত নির্মম মনতুষ্টি ।
ফর্সা হাতে লাখ টাকা দরের জড়ুয়া গহনা ঠাসা
ধনিক দুহিতার একখানা দশটাকা দানে অর্জিত নির্মম মনতুষ্টি ।
কে বলল ভাই শ্রোতা নাই আপনার? এই তো আমরা আছি!
নির্মম সত্য তুলে এনেছেন কবিতায়, তবে আরেকটু লম্বা হলে মনে হয় ভালো হত আরও। আরও কবিতা চাই এমন। 🙂
ধন্যবাদ । চেষ্টা করবো । 🙂
ভাল লাগলো সুহৃদ!
:welcome:
ধন্যবাদ , সামিরা !! 😀
অসাধারণ! সত্যিই অসাধারণ!!
🙂
দারুণ সুহৃদ।
একেবারে অন্যরকম লাগল পড়তে।
😀