পচে যাওয়া সময়ের কালো বিছুটির সাথে
অন্ধ যে বালক, পেতেছিল কাল
বিবর্ণ বাসর; কেউ তারে
বলে যায়নি এসে- নগ্ন রাত আমাদের
উলঙ্গ করে আরো।
অন্ধকার মানে নষ্ট অতীতের ঘোর লাগা সঙ্গম!
নিয়তিবন্দী বালক
এখন একাকী ভীষণ, নিজে পোড়ে আর
সুখফড়িঙের পাখনা পোড়ায়!
পচে যাওয়া সময়ের কালো বিছুটির সাথে
অন্ধ যে বালক, পেতেছিল কাল
বিবর্ণ বাসর; কেউ তারে
বলে যায়নি এসে- নগ্ন রাত আমাদের
উলঙ্গ করে আরো।
অন্ধকার মানে নষ্ট অতীতের ঘোর লাগা সঙ্গম!
নিয়তিবন্দী বালক
এখন একাকী ভীষণ, নিজে পোড়ে আর
সুখফড়িঙের পাখনা পোড়ায়!
হুম!
ধন্যবাদ সামিরা। আজ বহুদিন পরে ঢুকতে পারলাম
আঁধারবেলার নষ্ট সময় মানুষকে তাড়া করে ফেরে।
ধন্যবাদ