ত্রিকাল দর্শী –
তুমি লিখে রাখো ,
সুদিন আসবেই ।
সেদিন আর বাবার পকেট থেকে হাত খরচের টাকাটা নিতে হবেনা,
মার ব্যাগ হাতড়ে বোনটাকে আর স্কুলের খরচ দিতে হবেনা,
ক’টা টাকা বাঁচাবার জন্যে-
আর হিসেবের টালি গুনতে হবেনা মাকে !
ওসব তখন আমিই দেখবো …
সপ্তাহের বাজারের টাকাটাও আমিই দেবো তখন,
বাড়িভাড়া , বাকি দোকানের খরচা, পেপারের দাম
কিম্বা ক্যাবল অপারেটরের বিলটা –
তখন আর বাবার কপালে চিন্তার ভাঁজ ফেলবে না !
এসবও নাহয় আমিই বুঝবো …
ললাটে মধ্যবিত্তের তিলক এঁটে,
বোনাসের গোনা টাকা সম্বল করে,
চোখের ভালো লাগা চেখে দেখতে না পারার অপূর্ণতা নিয়ে-
আমার মা-বোন আর ঈদের শপিং থেকে ফিরবেনা !
লাখের লিমিটে একটা কার্ড ওদের আমি তখন দিতেই পারবো …
লাফিয়ে লাফিয়ে সদাইয়ের দাম বাড়ার ধকল,
খরচ বাঁচাতে কাজের লোক ছাটাইয়ের চেষ্টা,
বছর শেষে ফ্ল্যাট ভাড়া বাড়ার চিন্তা-
কিম্বা এই ভাড়াটে যাযাবর জীবন আর বইতে হবে না !
মার নামে একটা বাড়ি আমি করেই ফেলবো তখন …
ত্রিকাল দর্শী –
বললাম , তুমি দেখো
সুদিন আসবেই …।
ত্রিকাল দর্শী –
তুমি লিখে রাখো,
সুদিন আসবেই।।
অনিশ্চিতের স্রস্ত উপত্যকায়-
ঘুরে ফিরে মরি আমি এক জাত বেদুঈন ,
নি:স্ব, রিক্ত, ক্ষয়ে যাওয়ার পরেও জেনে রেখো,
ফিরে আসবো – শোধাবো এই জনপদের ঋণ ।
– সুদিনের শপথ ।
অসাধারণ! মনে হচ্ছিল বিখ্যাত কোন কবির লেখা পড়ছি। 😀
ধুর ! কি বলো … !!
বিখ্যাত মানুষের বিখ্যাত লেখাগুলো তো বের হয় তোমার হাত দিয়ে , তোমার অনুবাদে । 🙂
আহ মধ্যবিত্তের টানাপোড়েন! সুদিন আসুক 🙂
একটা কথা না বলেই পারছি না, ভাই শিরোনামে “ত্ম” হবে আত্মকথন এর জায়গায়। শিরোনামে টাইপো একটু খারাপ দেখায়। 🙂
অনেক ধন্যবাদ মাধবীলতা আপু।
আগেই বলে ফেলার জন্য। 🙂
এটা একটু ঠিক করে নিস ভাইয়া।
হায় হায় !
মিসটেক !!
ঠিক করেছি , আপু ।
অনেক ধন্যবাদ । 😀 😀 😀
সুহৃদ খুব ভালো লিখিস তুই।
লেখা ছাড়িস না।
সুদিনের প্রার্থনায় তোর পাশে আছি। :beshikhushi:
আমি যে কি আইলসা … কিছু লেখতে গেলেই ঘুম পায় ! লেখার পর প্রুফ রিডটা পর্যন্ত করতে মুঞ্চায় না … !!
চেষ্টা করবো নিয়মিত লেখার ।
:happy: :happy: :happy: