ভাল থেকো

আমার কষ্ট তোমার কপালের টিপ হবে
সুষম বৃত্ত একে বসে যাবে কপালের ঠিক মাঝে
আমার বেদনা হবে খোপার ফুল
শুভ্র রঙ্গিন ফুলে তোমার সৌন্দর্য বাড়াব
আমি আমার নিঃসঙ্গতা দিয়ে হার বানিয়ো
সুন্দর মানিয়ে যাবে তোমায়
আমার যা সামর্থ্য , সবই তোমায় দিলাম
সব কিছু নিয়ে তুমি ভাল থেকো ,
ভাল থাকার জন্য ভাল থেকো
আমার মত নষ্ট কারো জন্য ভাল থেকো
তবুও ভাল থেকো

কালপুরুষ সম্পর্কে

অতি সাধারণ মানুষ , খাঁটি বাংলায় যাকে বলা হয় "বেগুন (যার কোন গুণ নাই) স্বপ্ন দেখতে ভালবাসি স্বপ্ন দেখাতে ও । আত্মকেন্দ্রিক মানুষ , নিজের গণ্ডির মাঝে বাস করি , বাহিরের জগত খুব একটা আকর্ষণ করে না। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়য়ে computer science এ অধ্যয়নরত ।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

5 Responses to ভাল থেকো

  1. ফিনিক্স বলেছেনঃ

    নিজে ভালো থাকার চেষ্টা করাটাও বোধহয় জরুরি। 🙂

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    ভাইয়া তোমার পোস্ট পড়তে সমস্যা হচ্ছে। তুমি perforate টাইপের অপশনটা দিও না। নরমালি পোস্ট করো প্লিজ 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।