[ফেবুকম্প] ফেইসবুকে ভূমিকম্পঃ কিছু কল্পিত স্ট্যাটাস সমগ্র

রিয়েল লাইফে ভূমিকম্প শেষ হলে ফেইসবুকে ভূমিকম্প শুরু হয়! স্ট্যাটাসে স্ট্যাটাসে ভূমিকম্প।

২৪/৭ ফেইসবুকারঃ ও এম জি! টেবিল কাঁপে ক্যা?

পরের স্ট্যাটাস: ওইটা তো ভূমিকম্প ছিলো!

তার পরের স্ট্যাটাস: ভূমিকম্প রক্স ম্যান! আপনারা কেউ টের পাইছেন? এখনো হচ্ছে! দাঁড়ান, দাঁড়াইলেই টের পাইবেন! [আপডেটেড ফ্রম মোবাইল]

এভারেজ ফেইসবুকারঃ ইয়াহু ভূমিকম্প। টের পাইছি! আইজ আর মিস করি নাই!

মন্তব্যঃ শীট ম্যান! এইবারের ভূমিকম্প ও টের পাই নাই।

ফেইসবুক কবি : ভূমিকম্পে বাংলাদেশ যতটা না কেঁপেছে, এই বিশ্ব যতটা না কেঁপেছে তার চেয়েও বেশি কেঁপেছে এই হৃদয়! ভয় হয়/ যদি তোমার কিছু কয়!

কমেন্ট ১: বাহ বাহ! কেয়া বাত হ্যায়

জ্ঞানীগুণী ফেইসবুকারঃ দিন কে দিন রজনীকান্ত হয়ে যাচ্ছি! ভূমিকম্পে আমার চুল ও নড়ে নি!

১০ লাইক, ২ কমেন্ট

রেগুলার ফেইসবুকারঃ [উপলব্ধি ১]ফেইসবুকে ভূমিকম্পের চেয়ে বড় কম্প হয়।

[উপলব্ধি ২] ভূমিকম্পে মাথা পুরো ফাঁকা হয়ে যায়। কোন স্ট্যাটাস আসে না!

[উপলব্ধি ৩] আমার গত স্ট্যাটাস ১০০ লাইক পেয়েছে।

৭৫ লাইক। ২ কমেন্ট।

কমেন্ট ১: হ যত কম্প সব ফেবুতেই!

ফটোগ্রাফার ফেইসবুকারঃ একটা ছবি আপলোড করল, ভূমিকম্পের সময় আমি।

লাইক এর সংখ্যা ২০।

কমেন্ট ১: ঝাক্কাস ছবি হইছে

কমেন্ট ২: কোন লেন্স?

কমেন্ট ৩: শটটা এভাবে নেয়া ঠিক হয় নাই। এক্সপোজার ঠিক থাকলেও লাইটিং ঠিক নাই, আর ভূমিকম্পের কাপাকাপি ঠিক বোঝা যাচ্ছে না। আমার বাসায় আসিস নেক্সট ভূমিকম্পের সময়। কীভাবে ছবি তুলতে হয় দেখিয়ে দেব!

বামপন্থি: ভূমিকম্পও বামপন্থি। কাল মার্ক্স যেমন সবার সমান অধিকার এর পক্ষে। সব সমান করার পক্ষে তেমনি ভূমিকম্পও। সব সমান করে দেয়! একদম ফ্ল্যাট!

লাইক ২, কমেন্ট ০।

জনৈকা সেলিব্রেটিঃ উ আল্লাহ! আপনারা কেউ ভূমিকম্প টের পেয়েছেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম!

কমেন্ট ১: বলেন কি ম্যাম? আমি একটুও ভয় পাই নি! আপনার গা ছুঁয়ে বলতে পারব সত্যি!

কমেন্ট ২: লুইচ্চামির জায়গা পান না? ম্যাডাম এর গায়ে হাত দিতে চান?

কমেন্ট ৩: [১ম জন] আপনের কি? ম্যাডাম এর সাথে আমি কি কথা বলি সেটা নিয়ে আপনার মাথা ব্যাথা ক্যান?

কমেন্ট ৪: ম্যাডাম আপনার উচিৎ হয় নি এত লোক যোগ করা। ফেসবুক নষ্ট লোক দিয়ে ভরে গেলো। আমার মত সৎ লোকের দারুণ অভাব!

কমেন্ট ৫: আইছে সৎ লোক!

কমেন্ট ৬: ম্যাডাম এই লোককে ব্যান করেন তো। আউল ফাউল কথা বলে। ভদ্রতা জানে না।

… ৪০+ কমেন্ট

মুভিখোরঃ ভূমিকম্প এর দিনে ভূমিকম্প নিয়ে ছবি দেখলাম। রেটিং ৯.১০!

২০+ লাইক।

সুন্দরী মেয়েঃ ভূমিকম্পটা মিস করলাম। একদিন এভাবেই সব কিছু মিস করে ফেলি

১০০+ লাইক।

কমেন্ট ১: বলো কি? তোমাকে তো আমরা মিস করি!

কমেন্ট ২: একদিন এভাবেই সব কিছু গল্প হয়ে যায় থেকে বলছ না? আহা! তুমি কত পড়!

কমেন্ট ৩: এইবার ভূমিকম্প মিস করছ তো কি হইছে? পরের বার ঠিকই ধরতে পারবা।

কমেন্ট ২৪: আহা! বুকটা ফাইট্টা যায়!

কমেন্ট ২৫: আরে এই ভূমিকম্প ভূমিকম্প না। সামনে দেখবা কেমন ভূমিকম্প আসে। আমি তখন তোমাকে কল করে জানিয়ে দেব। প্রমিজ!

দার্শনিকঃ এই ভূমিকম্প আমাকে নিটশের কথা মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় প্লেটোর @#$@#$#%  থিয়োরির কথা। কচিতোভস্কির থিওরিও মনে পড়ে গেলো। চিন্তা করি এক্সিসটেনশিয়ালিজম নিয়ে ….

৩০+ লাইক।

কমেন্ট ১ঃ ভাই কি কইলেন বুঝি নাই। তয় ভালু পাইলাম।

কমেন্ট ২ঃ মাথার উপর দিয়া…

কমেন্ট ৩: দুর্দান্ত দুর্ধর্ষ। একমত একমত।

আস্তিকঃ এই ভূমিকম্প আমাকে শিক্ষা দিলো আমাদের সবার এক পা কবরে।

আমাদের উচিৎ ধর্মে ফিরে আসা।

৫০ লাইক।

কমেন্ট ১: কলিকালরে ভাই কলিকাল। কালে কালে আরো কত কী দেখব। আমাদের সময়ে এমন আছিলো না।

কমেন্ট ২: আজকা মরলে কালকা ২ দিন। আমাদের ধম্ম কম্ম করা উচিৎ। ধর্মে ফিরে আসা উচিৎ।

কমেন্ট ৩ (স্ট্যাটাসদাতা ) একমত। এখন না ফিরলে কখন ফিরব?

কমেন্ট ৪:  অই তুই মসজিদে না গিয়ে ফেইসবুকে কি করিস?

কমেন্ট ৫: ভূমিকম্পের সময় পড়ার দোয়া  دعونا نعمل معا نحن جميعا أبناء الآباء نفسه.

নাস্তিকঃ ভূমিকম্পের মনোবৈজ্ঞানিক-মনোদৈহিক-গাণিতিক-বিবর্তনীয়-প্রাযুক্তিক- প্রাগৈতিহাসিক ব্যাখ্যা পড়ুন। ন্যাচার এর সর্বশেষ লেখা অবলম্বনে লেখা আমার এই লেখা। পড়ে আলোকিত হউন। দেশ উদ্ধার করুন।

কমেন্ট ১: বাঙালি বুঝল না। আফসোস। সায়েন্টিফিক আমেরিকান এর এই সংখ্যায় দেখেন কি লিখছে, ভূমিকম্পের স্বরুপ উন্মোচন। [লিঙ্ক]

কমেন্ট ২: বাঙালি বিজ্ঞানকে বুকে ধারণ করতে পারল না। সেটা ধারণ করলে ফেইসবুকে এত অন্ধকার থাকত না।

কমেন্ট ৩: বাঙালির দোষ কই? দুনিয়ার বাকিরাও তো মনে হয় এক।

কমেন্ট ৪: হুমায়ুন আজাদ স্যার এর প্রয়োজনীয়তা দারণ অনুভব করছি। তিনি থাকলে অমোঘ সব বাণী উচ্চারণ করতেন।

কমেন্ট ৫: বাঙালি নিজেদের দোষ ও বুঝতে পারল না। হায় প্রকৃতি!

কমেন্ট ৬: ধর্মীয় গোঁড়ামিই যত নষ্টের গোঁড়া।

কমেন্ট ৭: এর মধ্যে ধর্ম কোত্থেকে আসল? ভাই শান্তিপ্রিয় লোক তো কম নাই দুনিয়ায়। সব জায়গায় একই স্টাইলে গালাগালি!

কমেন্ট ৮: এই অন্ধ অজ্ঞ বিজ্ঞানহীন লোকদের সাথে বসবাস করার চেয়ে ভূমিকম্পে মরে গেলেও ভালো হত!

১০০ কমেন্ট ৪০ লিঙ্ক।

টেকি ফেইসবুকারঃ ভূমিকম্পের লাইভ আপডেট এর জন্য এই সাইটগুলো ফলো করুন।

কমেন্ট ১: ভাই ভূমিকম্পের ভিডিও করার ভালো ক্যামেরার সন্ধান দিতে পারেন? কাপাকাপি কম করবে এমন?

কমেন্ট ২: গুগল করে জানাচ্ছি।

ইভেন্ট

এই ইভেন্টে অংশগ্রহণকারি প্রত্যেকে পাবেন একটা করে আইফোন। এই সুযোগ ভূমিকম্প চলাকালীন পর্যন্ত। অন্যদেরও ইনভাইট করুন। 

সমাজ কর্মীঃ ভূমিকম্প আমাদের দেশে বড় দুর্ঘটনা ঘটানোর আগেই আসুন সচেতন হই। সরব হই।

কমেন্ট ০, লাইক ০।

সর্বশেষ মন্তব্যঃ ভূমিকম্প নিয়ে একটা বইও পাওয়া যাচ্ছে। এই বইটি পড়লে জানতে পারবেন ভূমিকম্প কত প্রকার ও কী কী? ভূমিকম্পের সাথে ঠাডার সম্পর্ক কী? ভূমিকম্পের আগে ও পরে কী করনীয়? ভূমিকম্পের সময় কী করনীয়? বেঁচে থাকলে কী করনীয়, মরে গেলে কী করনীয়। বইটির মূল্য মাত্র ১০ টাকা, ১০ টাকা, ১০ টাকা।

বোহেমিয়ান সম্পর্কে

পেশায় প্রকৌশলী, নেশায় মুভিখোর আর বইপড়ুয়া। নিজেকে খুঁজে পাবার জন্য হাঁটতে থাকি। স্বপ্নের সাথে হাঁটা, স্বপ্নের জন্য হাঁটা। https://www.facebook.com/ibappy
এই লেখাটি পোস্ট করা হয়েছে পাগলামি, রম্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

19 Responses to [ফেবুকম্প] ফেইসবুকে ভূমিকম্পঃ কিছু কল্পিত স্ট্যাটাস সমগ্র

  1. কিনাদি বলেছেনঃ

    স্ট্যাটাসগুলায় বাংলা ভেঙ্গে ভেঙ্গে আসছে, পড়া যাচ্ছে না 🙁

  2. কিনাদি বলেছেনঃ

    সমাজ কর্মীঃ ভূমিকম্প আমাদের দেশে বড় দুর্ঘটনা ঘটানোর আগেই আসুন সচেতন হই। সরব হই।

    কমেন্ট ০, লাইক ০। :rollinglaugh:

    পুরা :dhisya: :dhisya: হৈসে :yahooo:

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    চরম হইসে! :clappinghands:

    হাসত হাসতে শ্যাষ। :rollinglaugh:

  4. ভাবের পাগল বলেছেনঃ

    :rollinglaugh:

  5. শিশিরকণা বলেছেনঃ

    দুনিয়ার চাইতে মনে হয় ফেসবুকেই ভূমিকম্প বেশি তীব্রতায় আঘাত হেনেছে,
    “এই ইভেন্টে অংশগ্রহণকারি প্রত্যেকে পাবেন একটা করে আইফোন। এই সুযোগ ভূমিকম্প চলাকালীন পর্যন্ত। অন্যদেরও ইনভাইট করুন। ”
    হাসত হাসতে শ্যাষ।
    হাহাচেউপগে….
    পুরাই :dhisya: :fire:

  6. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    অনেকগুলো গড়াগড়ি হাসি :rollinglaugh:

    :clappinghands: দারুণ লিখেছিস।

  7. সামিরা বলেছেনঃ

    :rollinglaugh: :rollinglaugh: :rollinglaugh:

  8. মুবিন বলেছেনঃ

    ভূমিকম্প নিয়া সবাই ফেসবুকে স্ট্যাটাস দিছে খালি আমি দিতে পারি নাই।
    দুঃখ দুঃখ 🙁

  9. ফিনিক্স বলেছেনঃ

    আরে জটিল! ফাডায়ালাইছ এক্কেরে! :yahooo:

  10. অনাবিল বলেছেনঃ

    খুব-ই হাসি পেল পড়ে………. :rollinglaugh:

  11. অচেনা রাজ্যের রাজা বলেছেনঃ

    অনেক মজা পেলাম =)) =)) =))

  12. নিলয় বলেছেনঃ

    মারাত্মক! হা হা গ খা! =)) =)) :rollinglaugh:

  13. বোহেমিয়ান বলেছেনঃ

    রিভাইজ!

  14. শামসীর বলেছেনঃ

    ভূমিকম্পে বাংলাদেশ যতটা না কেঁপেছে, এই বিশ্ব যতটা না কেঁপেছে তার চেয়েও বেশি কেঁপেছে এই হৃদয়! ভয় হয়/ যদি তোমার কিছু কয়!

    :balancin: :dhisya: :love: :penguindance:

  15. সজীব বলেছেনঃ

    :thinking: :thinking:
    এতো ভালো লেখেন কিভাবে!!!! :beshikhushi:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।