যা তোমাকে বলা হয়নি


আমার চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে, থামাতে পারছি না। ওপাশ থেকে ভরাট কন্ঠ ভেসে আসছে-

তুমি কী একটা ছোট্ট হলদে পাখিকে চিনতে পারো? যে পাখিটা তার সঙ্গি পাখির সাথে খুব ভালোবেসে বাঁচার সাধ রেখে! যে পাখিটা মুক্ত আকাশে কখনো একলা উড়তে চায়নি। সে চেয়েছিলো তার সঙ্গিকে সাথে নিয়ে বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে যাবে দূর অজানায়। কিন্তু পাখিটাকে যে একাই উড়তে হয়। সে আর বাতাসের সাথে পাল্লা দিতে পারে না, কারণ তার মন পরে থাকে অন্য কোথাও। পাখিটা নীড়ে একলা ফিরে আসে…আসাদ, তুমি কী সেই ছোট্ট হলদে পাখিকে চিনতে পারো?

একুয়া রেজিয়া সম্পর্কে

আকাশ তো ছুঁইনি, কিন্তু আকাশের মাঝে তো মেঘ হয়ে ভেসে আছি... বেঁচে আছি, দিব্যি জেগে আছি। রোদকে আমায় ভেদ করে স্পর্শ করতে দিচ্ছি...এই তো আমি....এই তো জীবন...আর বাঁচার সেকি আনন্দ...
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

14 Responses to যা তোমাকে বলা হয়নি

  1. মাধবীলতা বলেছেনঃ

    প্রতিবারের মতই অসাধারণ একুপ্পি! মানুষের ভেতরকার এই অনুভূতিগুলো আপনি অনেক জীবন্ত করে তুলে আনেন।আর আসাদের মত কিছু কিছু মানুষের বোধ হয় কোন পিছুটান থাকে না, নিজের খেয়ালখুশি মত, নিজের প্রয়োজনে ওরা শুধু এগিয়েই যেতে জানে সবকিছু ভেঙ্গে চুড়ে পেছনে ফেলে।একটা মুভি দেখেছিলাম “অবশেষে”। ওখানে ঠিক এরকম একটা কথাই বলেছিলেন রূপা গাঙ্গুলি, অসাধারণ একটা সংলাপ।

    হলদে পাখিটা মন খারাপ করে না থারকুক, নব আনন্দে সে উড়তে শিখুক, গাইতে শিখুক…বাঁচতে শিখুক।নীল আকাশে একলা ডানা মেলে উড়তে পারাটাই স্বাধীনতা। 🙂

  2. রাইয়্যান বলেছেনঃ

    কী আশ্চর্য! এই গল্পটা আমি খুব কাছে থেকে নিজেই দেখেছি! এবং আরও আশ্চর্য, আমার ডায়েরিতে সেদিন পুরোটা টুকে রাখতে গিয়ে এক ছোট্ট হলদে পাখির গল্পই ফেঁদেছি! :O :O :O

  3. সামিরা বলেছেনঃ

    লেখাটা ভাল লাগলো আপু, কাহিনীটা না। 🙁

  4. তুসিন বলেছেনঃ

    সবলীল লেখা । পড়ে খুব ভাল লাগল

  5. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    আপনি এতো ভালো কী করে লিখেন! প্রতিটা লাইন, প্রতিটা শব্দ ছুরির তীক্ষ্ণ ফলার মতো হৃদয় চিরে অনুভূতিকে স্পর্শ করে যায়।

    খুব সুন্দর, খুব! :clappinghands:

  6. অক্ষর বলেছেনঃ

    আমি কিছুই বলব না। 🙂

  7. ফিনিক্স বলেছেনঃ

    তোমাকে আর কী বলব আপু?
    লেখনী নিয়ে সবাই সবকিছু বলে ফেলেছে।
    একটা কথাই শুধু যোগ করি-

    ‘হলদে পাখির জন্য অনেক অনেক ভালোবাসা’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।