অপূর্ণ…

আমি গহিন বনের রাত্রিকে আজ দেখেছি খুব পাশ থেকে,

যখন চাঁদ ও তারার ছলা-খেলায় কোন বাধা ছিল না।

দাড়িয়ে নদের এক ধারে, তাকিয়ে নদীর দু’ পাড়ে,

চিত্রা হরিণের লুকিয়ে থাকার কথাতো ছিল না।

এগিয়ে এক কি তুই পায়ে, জনমানবহীন জঙ্গলে,

হীন-মানবের গন্ধ ছাড়া কোন পশুতো ছিল না।

কাল-সবুজ এর আঁচলে, ভিজে স্যাঁতস্যাঁতে আদলে,

নিশ্চুপ শুধুই নিথর, কোন কথা তো হল না।

খোলা আকাশ চেয়ে থাকে, বিহ্বল কোন এক দিকে,

     ছলা-খেলাই থেকে গেলো কিছু করা হল না।

এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

12 Responses to অপূর্ণ…

  1. ফিনিক্স বলেছেনঃ

    সকল অপূর্ণতার সমাপ্তি হোক। 🙂

    :welcome:

    বেশ কিছু টাইপো আছে ভাইয়া।
    ঠিক করে নিলে ভালো হত।

    শুভেচ্ছা। 🙂

  2. ধন্যবাদ আপু…
    হুম… আমি টাইপো গুলো দেখেছি। ঠিক করবো। Sorry for those… 🙂

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    সরব এ স্বাগতম। 😀

    কবিতা কম বুঝি!!

    আচ্ছা একটা প্রশ্ন ছিল, যারা কবিতা লেখেন তারা আসলে কী পরিমাণ কবিতা পড়েন? আমার কেন জানি মনে হয়, খুব কমে পড়ে বেশিরভাগ লোক। আপনি ব্যতিক্রম হতেই পারেন

    • Chronose বলেছেনঃ

      ভুল বলেননি ভাইয়া। অনেকেই মনে করে কবিতা পড়া নতুন কবিতা লেখার অনুপ্রেরণা নষ্ট করে ফেলে। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। 🙂

  4. শারমিন বলেছেনঃ

    :welcome:
    😀

  5. সামিরা বলেছেনঃ

    :welcome:
    কবিতা বুঝি না। 🙁

  6. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    কবিতা ভালো লাগে। তবে, কবিতায় বানান ভুল পেলে অস্বস্তি লাগে। আপনার কাছে সুন্দর সুন্দর লেখা আশা করি।

    :welcome:

    • Chronose বলেছেনঃ

      দুঃখিত ভাই…
      অনেক বানান না জানার কারনেই ভুল করে ফেলি। বাংলা ভাষাতে দক্ষতা অর্জন করা তো আর এত সহজ না…! 🙂
      আগামীতে শুদ্ধ লেখার চেষ্টা থাকবে…

  7. অনাবিল বলেছেনঃ

    কবিতা খুব পছন্দ করি, তবে সব কবিতা না…… আপনার কবিতাটা ভালো হয়েছে…লিখতে থাকুন…… আশাকরি অনেক ভালো কবিতা পাবো আপনার কাছে…… 🙂

    “অনেকেই মনে করে কবিতা পড়া নতুন কবিতা লেখার অনুপ্রেরণা নষ্ট করে ফেলে” এটা পড়ে অনেক হাসি প্লাস মজা লাগলো …হাহাহা………

    সরবে স্বাগতম…… 🙂

  8. নিলয় বলেছেনঃ

    ভালো লেগেছে 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।