নিয়তি

নিয়তি -

তুমি ফিরে আসো বারবার,
এই ভেতর বাহির করে দাও ছারখার,
তবু তোমারে নিয়েই হৃদয় মুলুকে-
রচি স্বস্তির পারাবার ।

তুমি বয়ে আন যন্ত্রণা,
বাড়ে বিষাদের আরাধনা,
তবু দীর্ঘশ্বাসের বেসাতি ছড়ায়ে-
করি তোমারই প্রবারণা ।

সুহৃদ সম্পর্কে

সবার কথা শুনি আমি , আমার শ্রোতা নাই ... ।।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to নিয়তি

  1. অক্ষর বলেছেনঃ

    ছোট্ট কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া।

    :clappinghands:

  2. ইয়াদ বলেছেনঃ

    সবই পরিশ্রম।
    নিয়তি আর কিভাবে ছারখার করবে বলুন!

    পরিশ্রম করলেই নিয়তি আমাদের অনুকূলে। না করলে জ্বালিয়ে পুড়িয়ে মারে। 8)

  3. ফিনিক্স বলেছেনঃ

    নিয়তিকে ভালোবেসে নিয়তির পথে নতুন পথ তৈরি করে নিয়ে হাঁটলে বোধহয় আর যন্ত্রণা বলে মনে হবে না। 😐

  4. Chronose বলেছেনঃ

    ছোট বলেই হয়তো অনেক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।