আগের পর্বের লিংকঃ
C – programming Language শিশুদের উপযোগী টিউটোরিয়াল: পর্ব -৬
*****************
এই লিঙ্কে গিয়ে compiler ডাউনলোড করুন।
০১. Install করা একদম সোজা। যা যা ডিফল্ট সিলেক্ট করা থাকে সেটাই রাখবেন। সব ok হয়ে গেলে সে নিজে নিজেই content download করে নিবে।
০২. এর পর আপনার PC কে জানাতে হবে আপনার Compiler এর ব্যাপারে।
i) এ জন্য প্রথমে “My Computer” এ Right Click করে “Properties” সিলেক্ট করুন
ii) “Advanced” Tab এ যান। XP ব্যবহার করেন যারা।
Windows 7 ব্যবহারকারী এটা পাবেন এখানে।
iii) এর পর Environment Variables সিলেক্ট করুন।
iv) এরপর System Variable নামের বক্স থেকে “path” নামে একটি লাইন পাবেন। সেটা সিলেক্ট করে “Edit” এ যান।
v) সেখানে “Variable Value>” তে যা লেখা আছে সেটার একদম শেষে একটি সেমিকোলন দিয়ে C:\MinGW\bin এই লাইনটি “যুক্ত” করুন।
লক্ষ্য রাখবেন, আগে থেকে যা লেখা ছিল আপনি সেখানে শুধু যুক্ত করবেন । কোন কিছু মুছে ফেলবেন না।
( আমি ধরে নিচ্ছি আপনি C:\MinGW” তে compiler ইন্সটল করেছেন। যেখানেই করুন না কেন, MinGW এর “bin” Folder এর address আপনাকে Variable Value তে যুক্ত করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। )
vii) এর পর OK সিলেক্ট করুন।
………………..
এটা গেল compiler অংশ।
এখন আমরা আমাদের কোড লিখবো কোথায়?
তার জন্য দরকার একটা এডিটর। Notepad এ লিখেও আমরা কাজ চালাতে পারি। কিন্তু আমরা যেহেতু লেখালেখি ছাড়াও একটু বাড়তি কাজ করবো, তাই শুধু Notepade এ আমাদের কাজ হবে না। আমাদের লাগবে Notepade++! 8)
ডাউনলোড করুন এখান থেকে। Notepad++
********
সবার আগে আমার আকুণ্ঠ অনুরোধ রাখার জন্য তোকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।
আমার মত আরও অনেক পাঠক তোর এই নতুন পর্ব দেখে খুব খুব খুশি হবে, আমি নিশ্চিত। :beshikhushi:
কিন্তু আমাকে আবার আগের পর্বগুলো থেকে একটু ঘুরে আসতে হবে।
ভুলে গেছি এতদিনে অনেক কিছু। 🙁
আচ্ছা, একটা প্রশ্ন ছিল।
৬ এর পরে ৬.২ নাম্বার পর্ব কেন?
৬.১ কোথায়? নাকি জোড় সংখ্যানুযায়ী পর্বগুলো চলবে?
যেটা ৬ ওইটা আসলে ৬.১ আর কি!
আমি দিনকে দিন ভুলে যাচ্ছি :p তোমারটা পড়ে আবার শুরু করব নাকি ভাবতেছি!!
কতদিন পর আগের সব তো ভুইলা গেছি 😛 বই বের করার প্ল্যান ছিল না? সেটার কী হলো?
আর ট্যাগ ইংরেজিতে দিলে বাংলায় ব্যবহাকারীদের কোন লাভ হয় না 🙁
আমিও ভুলে গেছি আগেরগুলা। 🙁
আবার শুরু করছো দেখে ভাল লাগলো। 😀 এইটা আমার খুব প্রিয় সিরিজ।
তবে এই পর্বটা একটু বড়দের জন্য মনে হল যে? 😛 শিশুদের উপযোগী মজার মজার গল্প কই? ওগুলি মিস করলাম। 🙁
দারুণ সিরিজ। লিঙ্ক সংগ্রহে রাখলাম।নতুনদের শেখাতে কাজে লাগবে।
please ektu besi besi kore likhun. amer visn valo legece.