আমরা আঁধার পথের পথিক, নইকো অজ্ঞবাসী।
শির উঠিয়ে চলতে জানি, আলোর ধুলোয় ভাসি।
পৃথিবীকে মোরা বুঝে থাকি এক নতুন রঙের আঁচে,
নিত্য নতুন শিখছি মোরা, থমকে সময় পাছে।
আমাদের কাছে প্রকৃতি ও সুন্দর শুধুই কাব্য স্তুতি,
আমাদের কাছে বর্ষা শুধুই ক্ষীণ বোধ্য এক শ্রুতি।
জীব ও জড় সকল গুলো স্পর্শ করেই পরিচয়,
জানতে মোদের সুযোগ দিও, এতটুকুই অনুনয়।
আমরাতো নই ভিন্ন কিছু, বলি তোমাদেরই ভাষায়,
স্বপ্ন যেমন, চেষ্টা তেমন কিছু সৃষ্টিরই আশায়।
🙂
🙂
আমরাতো নই ভিন্ন কিছু, বলি তোমাদেরই ভাষায়,
স্বপ্ন যেমন, চেষ্টা তেমন কিছু সৃষ্টিরই আশায়।
ভালো লেগেছে। 🙂
ভালো লেগেছে 😀
এই জাতীয় কবিতা নিয়ে যারা বর্তমানের কবি তাদের মন্তব্য কী হতে পারে? আমি শুনেছি তারা এখন এত সহজ পদ্য পছন্দ করেন না! সহজ বলতে অর্থের দিক থেকে না, মিল ছন্দ এই সব আর কী! এখন তোমাকে পাবো বলে হে স্বাধীনতা কিংবা পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি… টাইপ লাইন পছন্দ
জানি না কেমন কবিতা পড়েন। যারা সিরিয়াসলি কবিতা পড়ে তাঁরা দেখি একটু ভিন্ন ধরনের লেখেন। কবিতা ভালো লাগছে। কবিতার চেয়ে ছড়ার ছায়া বেশি
ধন্যবাদ ভাইয়া,
সত্যি বলতে কি, আমি কঠিন-সহজ, নিয়ম-অনিয়ম, বা কোন ধারা মেনে লিখতে পারি না। মনে যাই আসে লিখি।
ছন্দ বা ছন্দহীন ঠিক খেয়াল করি নাই… 🙂
সুন্দর কথামালা! 🙂
ধন্যবাদ আপু… 🙂