প্রিয় জনক ও জননী –
জানোকি – ?
না বুঝে যবে সমুখে তব,
কটু কথাখানি কই ,
তারইপরে হায় কী বিষম দহনে –
নিজে অঙ্গার হই !
বিধাতাও পর তোমাদের ছাড়া,
ভাবি- হারিয়েই বুঝি যাই,
অনুতাপে মন কাঁদে অনুক্ষণ,
তবু ক্ষমা ভিখিবার ভাষা নাই ।
প্রিয় জনক ও জননী –
জানোকি – ?
না বুঝে যবে সমুখে তব,
কটু কথাখানি কই ,
তারইপরে হায় কী বিষম দহনে –
নিজে অঙ্গার হই !
বিধাতাও পর তোমাদের ছাড়া,
ভাবি- হারিয়েই বুঝি যাই,
অনুতাপে মন কাঁদে অনুক্ষণ,
তবু ক্ষমা ভিখিবার ভাষা নাই ।
মনের কথা। ভাল লাগলো কবিতাটা।
কিন্তু ভাষা নিয়ে একটু খটকা আছে – যেই ভাষায় লিখেছো সেখানে কি ‘তোমাদের’ ব্যবহৃত হওয়ার কথা? আমি নিজেও জানি না ঠিক।
এখানে “সমুখে তোমাদের” মানে “তোমাদের সাথে” বুঝানো হইছে , সামিরা । 🙂
সেটা বুঝছি। ‘তোমাদের’ না হয়ে ‘তব’ কিংবা এরকম কিছু হয় মনে হইল আর কি। আমার ভাষাজ্ঞান কম অবশ্য!
“তব” – বেশি সুন্দর ! 😀 😀 😀
আপু, যে স্টাইলে লেখা হয়েছে কবিতাটা, ‘তব বিহনে’ ধরনের কিছু হলে ভালো হত মনে হয় 🙂
ভালো লেগেছে 🙂
😀
স্টাইলটা ফাটাফাটি, এত অল্প কথায় খুব মনে ধরল ভাবটা! 😀