ক্রিয়া না…

কেন কিছু বলবো না…!

যখন ফিরে দাঁড়াবার সময় হবে, আমরা কেন কিছু করবো না…!

 

অনেকেই তো এমন আছে, উঠে দাড়াতে পারবে না।

তাদের জন্য আমরা কেন একটি শব্দও বলবো না?

 

অনেক কিছুই বলা হবে, বাহারি মনের কল্পনা থাকবে,

কথামালার দিবা-রাত্রিতে, কেবল আর্তনাদই শুনবো না।

 

দূর শহরের লোকালয়ে, আদম প্রাণী বেঁচে আছে প্রাণ ভয়ে,

সাদা-কালোর করছে তফাত, মানুষটিকেই দেখছে না।

সবার সামনেই ন্যায়-অন্যায়, চোখ খুললেই দেখা যায়,

হাত-পা আমাদের ঠিকই বোঝে, বিবেক তবুও নড়বে না।

 

ষোল আনা সত্যি যা, আমরা বাঁচি তার কারণ ক্ষুধা,

পেটের জ্বালা মিটলে পরে, পাপের কালি দেখব না।।

এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to ক্রিয়া না…

  1. ফিনিক্স বলেছেনঃ

    আমরা বাঁচি তার কারণ ক্ষুধা>> শুধু এই ক্ষুধার যন্ত্রণাতেই যে মানুষ কত কিছু করে!

    দুই-একটা টাইপো আছে, ঠিক করে নিও ভাইয়া।
    কবিতাটা পড়ে মন খারাপ হয়ে গেল!

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    পেটের জ্বালা মিটলে পরে, পাপের কালি দেখব না।।

    কঠিন সত্য কথা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।