বিনোদনের সাথে অর্থনীতির সম্পর্ক ২

১।শিক্ষণীয় সিনেমা আমাদের দেশের সব মানুষগুলো কেন দেখছেনা?
২।সিনেমা যে উদ্দেশে বানানো হচ্ছে তা কি সাধারণ মানুষ ধরতে পারছে?
৩।মাটিরময়না / আমার বন্ধু রাশেদের মতো সিনেমার মতো সিনেমা আমাদের দেশে এতো কম কেন আর কেন এ সিনেমাগুলো সাধারণ সিনেমা হলে দেখানো হচ্ছেনা?
৪।সিনেমা দেখার পিছে মানুষের কিছু মূল্যবোধ কাজ করে কিন্তু শুধু সিনেমা দেখা পর্যন্তই কেন সীমাবদ্ধ থাকে?
৫।শিক্ষণীয় বিষয়গুলো কিভাবে মানুষের সামনে আনা যাই?
৬।দেশের সিনেমা বাণিজ্য কিভাবে সঠিক পথে পরিচালিত করা যেতে পারে?
৭।সম্প্রতি জলিল কে নিয়ে সাধারণ মানুষের কর্মকাণ্ড আমাদের কোন পরিচয় প্রকাশ করছে?
৮।কেন আমাদের দেশের সিনেমা গুলোর প্রচার আমাদের সমাজ বহির্ভূত আর কেমন সাধারণ জনসাধারণের প্রতিক্রিয়া?
৯।আমাদের দেশের পোশাক আশাক কি এতটাই খারাপ যে সেগুলো দিয়ে আপনাদের দেশে সিনেমা বাণিজ্য স্থগিত হবে ?
১০। আগের দিনের কম বাজেটের অনেক ভাল আর প্রভাবনীয় সিনেমা তৈরি করা যেত , এখন বেশি বাজেট দিয়েও কেন ভাল সিনেমা বানানো যাচ্ছে না ?

বাংলা সিনেমা জগৎ যখন ধ্বংসের মুখে ছিল যখন রিয়াজ ফেরদৌস কাউকেই আর সিনেমায় তেমন একটা দেখা যাচ্ছিল না তখন একমাত্র সাকিব খানের জন্যই বাংলা সিনেমা টিকে ছিল।ওর সিনেমা দেখানো হত বলে সাধারণ সিনেমা হল গুলোতে দর্শক সমাগম হত এবং এখনো হয়।আর আমরা সেই সাকিব খানকেই বিভিন্ন ভাবে ব্যঙ্গ করেছি।আমাদের মূল্যবোধ কতটা নিচে নামলে আমরা এরকম কাজ করতে পারি?

ফারিহা ফেরদৌস নিতি সম্পর্কে

একজন সাধারণ মানুষ
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to বিনোদনের সাথে অর্থনীতির সম্পর্ক ২

  1. সামিরা বলেছেনঃ

    প্রশ্নগুলো কি পাঠকের উদ্দেশ্যে করা?
    গ্রাফগুলি দারুণ লাগে। জরিপটা কীভাবে করা হচ্ছে সে নিয়ে কি আরও কিছু তথ্য দেওয়া যায় – কতজন মানুষ অংশ নিয়েছে কিংবা কত আয়ের মানুষকে কোন্‌ শ্রেণীতে ফেলা হচ্ছে?
    ‘টাইটানিক’ আর ‘ডার্টি পিকচার’এর জনপ্রিয়তা দেখি তুঙ্গে সব শ্রেণীতেই। এই দুইটার কোরিলেশন চিন্তা করছি।
    আর আমাদের মানসিকতার বর্তমান যেই অবস্থা, তাতে সাকিব খানকে ব্যঙ্গ না করাটাই অবাক-করা ব্যাপার হত। অবশ্য, এখানে (এরকম অতি-আক্রমণাত্মক আচরণের পেছনে) ইন্টারনেটের কোন অবদান আছে কিনা সেই প্রশ্ন জাগলো হঠাৎ মনে।

    • ফিনিক্স বলেছেনঃ

      এই দুইটার কোরিলেশন একটা জায়গাতেই মনে হয়- ক্রাইটেরিয়া পূরণ।

      নগ্নতাও এখন বিনোদনের একটা ব্যাপার, অন্তত নিম্নবিত্তদের ক্ষেত্রে।
      রোমান্টিক বিষয়বস্তু, খ্যাতিমান অভিনেতা-পরিচালক-মিউজিশিয়ান, বাজেট- এইগুলা মনে হয় উচ্চবিত্ত আর মধ্যবিত্তের ক্রাইটেরিয়ায় অনেক প্রভাব ফেলে।

      তিন শ্রেণিরই ক্রাইটেরিয়া পূরণ হলে সব মাধ্যমে মুভি হিট করা স্বাভাবিক।

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    আমার মনে হয় এই পোস্ট এর মূল থিম হচ্ছে সিনেমার দর্শকদের অর্থনৈতিক অবস্থার সাথে যে মুভি দেখার পার্থক্য আছে সেটা।

    এই “জরিপ” এর বাস্তব ভিত্তি থাকুক বা না থাকুক, চিন্তা জাগানোর জন্য বেশ ভালো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।