আঁকাবাঁকা আঁকিবুকি-১

আঁকাআঁকি করি সেই ছোটবেলা থেকেই- অনেকটা শখের বশেই। নাথিং সিরিয়াস। ডিজিটালাইজ করতে পারতাম না আগে, তাই এই ‘ডিজিটাল’ যুগে নিজের আঁকা দেখাতাম না অন্তর্জালের কাউকে তেমন। এখন শিখতেসি এই জিনিসটা। সাথে গ্রাফিক আর্টের নতুন ভূত চেপেছে মাথায়- দেখা যাক, কদ্দিন থাকে!

আরেকটা কথা- সরবের ‘কৃষ্ণচূড়া’ আপু আর ‘ইঁদুর’ ভাইয়া রক্ করে- উনাদের ধারে কাছে যেতে পারলেও ভীষণ ভালো লাগবে! 🙂

১.

২.

৩.

৪.

৫.

নিলয় সম্পর্কে

"আমি জানি আমি আমার চারপাশের এই অসংখ্য মানুষ থেকে অনেক ভালো জীবন পেতে পারতাম, কিন্তু সে জীবনে আমার কোন আকর্ষণ নেই। আমি দেখেছি সেই জীবন প্রকৃতপক্ষে অর্থহীন- প্রতিটি মানুষের জীবন এতো সুনির্দিষ্ট, এতো গতানুগতিক যে সেটি একটি সাজানো নাটকের মতো। আমি সেই সাজানো রঙ্গমঞ্চের অভিনেতা হতে চাইনি।" [http://www.facebook.com/niloy.02]
এই লেখাটি পোস্ট করা হয়েছে আঁকি বুকি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

14 Responses to আঁকাবাঁকা আঁকিবুকি-১

  1. রাইয়্যান বলেছেনঃ

    কঠঠিন!! 😀 😀

  2. অনাবিল বলেছেনঃ

    :guiter: :guiter: :guiter: :guiter: :guiter:

  3. জনৈক বলেছেনঃ

    ভালো হচ্ছে। কী দিয়ে আঁকা?

  4. শারমিন বলেছেনঃ

    অনেক ভালো হয়েছে 🙂

  5. ফিনিক্স বলেছেনঃ

    নিলয়, পুরাই কোপাকুপি বস! :beshikhushi:

    অ্যালবাম ফেবুতে দেখেও সাধ মেটে নাই।
    এইখানে আবার কমেন্টাইলাম।

    কৃষ্ণচূড়া জানলে খুশি হইত খুব!
    ওকে বলব আমি। দাঁড়া! 😀

  6. নিলয় বলেছেনঃ

    সিমপ্লিসিটি ইজ দি বেস্ট থিং 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।