গোধূলিতে দেখা হবে, যখন উড়বে নিশান।
কথা ছিল এমনই। সে কি আজ…?
বাঁধা ছিল শত শত, দুর্গম ভোলা পথ।
তবুও আমরা চলেছি, থেমে নেই তো কাজ।
যেখানে কোলাহল থমথমে, সবাই নির্বাক।
হাতের মুঠোয় সর্বমূল্য, ফসকে গেলে যাক।
সামনে সবই ধুলো ধুলো, আছে শুধুই বিশ্বাস,
অন্ধ পথেই হেটে চলে মৃত্যু সাগর পাড়।
পৌঁছে না আলো-হাওয়া, গভীর ঘোলা জলে,
জীব ও জড়ের তফাৎ কোথা? জ্ঞান আহারণে।
জ্ঞানই যদি পথ দেখাবে, হয় যদি সে কাণ্ডারি,
অজানাকে জানতে চাওয়া কেন হবে কারবারি।
দেখছে যারা, শুনছে কত, বলবেই বা কী?
আমরা মানুষ সাক্ষ্য দিলাম তাদেরই নামটির।
এখন তাদের কাদা মুখে সাদা সে এক হাসি,
সত্য-মিথ্যা সব গুলিয়ে শুনছি ক্ষীণ সুরের বাঁশি।।
প্রিয় সরদার তৌহিদ ইমাম,
আপনার পোস্টগুলোর ট্যাগ থেকে সরব সংকলন সরিয়ে ফেলতে অনুরোধ করা যাচ্ছে।
এই ট্যাগ শুধু মডারেটরদের দ্বারা নিয়ন্ত্রিত। আপনার ৩ টি পোস্ট এ এমন আছে।
Sorry ভাইয়া জানা ছিল না।
Its been changed… 🙂
গোধূলিতে দেখা হবে, যখন উড়বে নিশান। 🙂
এইটা পড়ে মন খারাপ হয় নাই তো আপু…? 😛
না।
একটু রক্ত গরম গরম লাগছে! 😛
:O
জ্ঞানই যদি পথ দেখাবে, হয় যদি সে কাণ্ডারি,
অজানাকে জানতে চাওয়া কেন হবে কারবারি।
:thinking:
কবিতা ভালইছে :penguindance:
ধন্যবাদ আপনাকে… 🙂