কারবারি…

গোধূলিতে দেখা হবে, যখন উড়বে নিশান।

কথা ছিল এমনই। সে কি আজ…?

বাঁধা ছিল শত শত, দুর্গম ভোলা পথ।

তবুও আমরা চলেছি, থেমে নেই তো কাজ।

যেখানে কোলাহল থমথমে, সবাই নির্বাক।

হাতের মুঠোয় সর্বমূল্য, ফসকে গেলে যাক।

সামনে সবই ধুলো ধুলো, আছে শুধুই বিশ্বাস,

অন্ধ পথেই হেটে চলে মৃত্যু সাগর পাড়।

 

পৌঁছে না আলো-হাওয়া, গভীর ঘোলা জলে,

জীব ও জড়ের তফাৎ কোথা? জ্ঞান আহারণে।

জ্ঞানই যদি পথ দেখাবে, হয় যদি সে কাণ্ডারি,

অজানাকে জানতে চাওয়া কেন হবে কারবারি।

 

দেখছে যারা, শুনছে কত, বলবেই বা কী?

আমরা মানুষ সাক্ষ্য দিলাম তাদেরই নামটির।

এখন তাদের কাদা মুখে সাদা সে এক হাসি,

সত্য-মিথ্যা সব গুলিয়ে শুনছি ক্ষীণ সুরের বাঁশি।।

এই লেখাটি পোস্ট করা হয়েছে ছড়া, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to কারবারি…

  1. সরব বলেছেনঃ

    প্রিয় সরদার তৌহিদ ইমাম,
    আপনার পোস্টগুলোর ট্যাগ থেকে সরব সংকলন সরিয়ে ফেলতে অনুরোধ করা যাচ্ছে।

    এই ট্যাগ শুধু মডারেটরদের দ্বারা নিয়ন্ত্রিত। আপনার ৩ টি পোস্ট এ এমন আছে।

  2. Chronose বলেছেনঃ

    Sorry ভাইয়া জানা ছিল না।
    Its been changed… 🙂

  3. ফিনিক্স বলেছেনঃ

    গোধূলিতে দেখা হবে, যখন উড়বে নিশান। 🙂

  4. অবিনাশী বলেছেনঃ

    জ্ঞানই যদি পথ দেখাবে, হয় যদি সে কাণ্ডারি,

    অজানাকে জানতে চাওয়া কেন হবে কারবারি।

    :thinking:

    কবিতা ভালইছে :penguindance:

ফিনিক্স শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।