বন্ধ ঘরের চার দেয়ালে, বন্দী পাখি কড়া নাড়ে,
জানতে চায় সে বদ্ধ দশা, হল তার কোন কারনে।
খাঁচার ভেতরও আলো ছিল, গায়ে ঘেঁষা বায়ু!
কাটবে জানি আর কত আয়ু, এই অন্ধ কাননে?
ডেকে গেছি জোর গলায়, মৃত্যু যখন ছুবে প্রায়,
লোপাট কি তখন কর্তার দায়, সুধায় অন্ধ পাখি।
সারা যদি নাই দেবে, কেঁদে ডাকা তবে বৃথা,
কালো মেঘের স্বপ্ন দিয়ে, কেনই বা জাগালে?
আজ শুধু চলে যাই, অন্ন-জল না চাই,
কুঁড়ে ঘরের শীতল ছায়ার মায়ায়, ঠাঁই হল কবরেই।।
অন্ধ কাননে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়।
কবিতার সাথে সহমত। 🙂
🙂
কিন্তু আপু আমাদের মনে হয় চোখ খুলে তাকানো দরকার, সমস্যা সহজেই সমাধান হতে পারে…
সত্যিই চোখ খুলে দেখাটা বড্ড বেশি প্রয়োজন। নতুবা পরিবর্তন আসবে কীভাবে?
সুন্দর কবিতা :happy:
ধন্যবাদ… 🙂
আমার বেশ ভাল লেগেছে। মানে টা অনুধাবন করতে কিঞ্ছিত তকলিফ হয়েছে যদিও
তকলিফ এর জন্য দুঃখিত… কিন্তু আপনার অনুধাবন আর চেষ্টা কিঞ্ছিত সফল হলেও যদি ভালো লেগে থাকে তার জন্য ধন্যবাদ… 🙂