আবদ্ধ…

বন্ধ ঘরের চার দেয়ালে, বন্দী পাখি কড়া নাড়ে,

জানতে চায় সে বদ্ধ দশা, হল তার কোন কারনে।

খাঁচার ভেতরও আলো ছিল, গায়ে ঘেঁষা বায়ু!

কাটবে জানি আর কত আয়ু, এই অন্ধ কাননে?

 

ডেকে গেছি জোর গলায়, মৃত্যু যখন ছুবে প্রায়,

লোপাট কি তখন কর্তার দায়, সুধায় অন্ধ পাখি।

 

সারা যদি নাই দেবে, কেঁদে ডাকা তবে বৃথা,

কালো মেঘের স্বপ্ন দিয়ে, কেনই বা জাগালে?

 

আজ শুধু চলে যাই, অন্ন-জল না চাই,

কুঁড়ে ঘরের শীতল ছায়ার মায়ায়, ঠাঁই হল কবরেই।।

এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to আবদ্ধ…

  1. ফিনিক্স বলেছেনঃ

    অন্ধ কাননে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়।

    কবিতার সাথে সহমত। 🙂

  2. অবিনাশী বলেছেনঃ

    সুন্দর কবিতা :happy:

  3. Rafat বলেছেনঃ

    আমার বেশ ভাল লেগেছে। মানে টা অনুধাবন করতে কিঞ্ছিত তকলিফ হয়েছে যদিও

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।