কার্টুনঃ who fiddles, for Bangladesh burns??

এই কার্টুনটার আইডিয়া সরব-এর দি গ্রেট বোহেমিয়ান ভাইয়ার। মূল আইডিয়া ঠিক রেখে কনসেপ্টটা একটু এদিক-সেদিক করে এঁকেছি কেবল আমি।

বন্ধু রাইয়্যানের কমেন্ট-ই সব বলে দিচ্ছে, আমিও হয়ত এতোটা গুছিয়ে বলতে পারতাম না-
“রোম যখন পুড়ছিল, নিরো বাঁশি বাজাচ্ছিল বলে শোনা যায়। গার্মেন্টসের অচ্ছুৎ শ্রমিকরা যখন রোস্ট হচ্ছিল, এমন কেউ কি ছিল যারা চিয়ার্স বলে গ্লাসে ঠোক দিচ্ছিল?”

মিডিয়া যথারীতি ফটোশপ, অবশ্যি আগে হাতে এঁকে নিয়েছিলুম বৈকি!

ছবিটাতে ক্লিক করলে বড় করে দেখাবে :angel_not:

নিলয় সম্পর্কে

"আমি জানি আমি আমার চারপাশের এই অসংখ্য মানুষ থেকে অনেক ভালো জীবন পেতে পারতাম, কিন্তু সে জীবনে আমার কোন আকর্ষণ নেই। আমি দেখেছি সেই জীবন প্রকৃতপক্ষে অর্থহীন- প্রতিটি মানুষের জীবন এতো সুনির্দিষ্ট, এতো গতানুগতিক যে সেটি একটি সাজানো নাটকের মতো। আমি সেই সাজানো রঙ্গমঞ্চের অভিনেতা হতে চাইনি।" [http://www.facebook.com/niloy.02]
এই লেখাটি পোস্ট করা হয়েছে আঁকি বুকি, কার্টুন, চিন্তাভাবনা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

23 Responses to কার্টুনঃ who fiddles, for Bangladesh burns??

  1. রাইয়্যান বলেছেনঃ

    অসাধারণ কার্টুন!

    রোম যখন পুড়ছিল, নিরো বাঁশি বাজাচ্ছিল বলে শোনা যায়। গার্মেন্টসের অচ্ছুৎ শ্রমিকরা যখন রোস্ট হচ্ছিল, এমন কেউ কি ছিল যারা চিয়ার্স বলে গ্লাসে ঠোক দিচ্ছিল?

    জীবনের বিনিময়ে মুনাফা– আভিজাত্যের ‘মূর্ত’ প্রতীক।।

  2. সামিরা বলেছেনঃ

    নিলয়ের কাছ কার্টুন আঁকা শিখতে চাই। অসাধারণ! আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম।
    অনেক অনেক কথার চাইতেও একটা ছবির শক্তি বেশি অনেক সময়েই, দেখে মনে হল।

    • নিলয় বলেছেনঃ

      একদম সত্যি কথা, আপু- “অনেক অনেক কথার চাইতেও একটা ছবির শক্তি বেশি অনেক সময়েই”

      অনেক ধন্যবাদ

      • সামিরা বলেছেনঃ

        ওহ্‌ আরেকটা জিনিস। “When” Bangladesh burns হবে না? 🙂

        • নিলয় বলেছেনঃ

          আপু, “কে বাঁশি বাজায়, যার কারণে বাংলাদেশ পোড়ে??”- এই কনসেপ্টে দিয়েছি নামটা।

          নিরো তো রোম পোড়ার সময় বাঁশি বাজাচ্ছিল…

          • সামিরা বলেছেনঃ

            কথাটা Nero fiddled when Rome burned এটা ছিল না? বলা হয় যে রোম পোড়ার ‘সময়’ নিরো মনের সুখে বাঁশি বাজাচ্ছিল কারণ হয়তো সে-ই আগুন লাগিয়েছিল স্বার্থসিদ্ধির জন্য, আর তাই তার তখন কোন দুশ্চিন্তা ছিল না ইত্যাদি – প্রচলিত কথা আর কি (এটার সত্যতা নিয়ে দ্বিমত আছে, যদিও সেটা এখানে গুরুত্বপূর্ণ না)।
            বাঁশি বাজানোর কারণে তো রোম পোড়ে নি। 🙂

  3. ফিনিক্স বলেছেনঃ

    আমিও শিখতে চাই!
    ফটোশপ একেবারেই পারি না।
    হাতে টুকটাক যা আঁকি ঐটুকু এঁকেই বসে থাকি। :crying:

    নিলয় আমাকে কিছু শেখা না রে ভাই!

  4. ফিনিক্স বলেছেনঃ

    আরেকটা কথা বলতে ভুলেই গেছি!
    নামটা বাংলায় দিলে বেশি ভালো হত মনে হয়। :thinking:

  5. মাধবীলতা বলেছেনঃ

    হ্যাটস অফ !! এই ছবিটা কি আমি শেয়ার করতে পারি ফেইসবুকে ? অবশ্যই, আঁকিয়ের নাম উল্লেখ করে।

  6. শারমিন বলেছেনঃ

    দারুণ তো

  7. বোহেমিয়ান বলেছেনঃ

    খাইছে! শুরুতেই এই অধমের নামে এত বড় ট্যাগ!!

    দুর্দান্ত আঁকার হাত তো মিয়া তোমার!

    জিনিয়াস! :dhisya:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।