বয়সভিত্তিক দলঃ ক্রিকেটার সরবরাহের পাইপলাইন!

ক্রিকইনফোতে আমাদের পুলাপাইনের অতীত কীর্তি নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম 😀

সাকিব তামিম মুশফিকদের প্রতিশ্রুতি টের পাওয়া গিয়েছিল বয়সভিত্তিক দল থেকেই।

২০০৬ সাল, ১৬ বছর বয়সী তামিম!

ফেব্রুয়ারি, ২০০৬: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলটার দিকে একবার তাকান তো! চেনা চেনা লাগে? তামিম ওপেনিং এ, সাকিব তিন নম্বরে, মুশফিক অধিনায়ক! ম্যান অফ দা ম্যাচ কে হয়েছিল guess করুন দেখি? সাকিব আল হাসান! 😀

এই টুর্নামেন্টের মাসখানেক আগেই ২০০৬ সালের জানুয়ারিতে ক্রিকইনফোতে একটি আর্টিকেল প্রকাশিত হয়। সেখানে ১৬ বছর বয়সী তামিমের পারিবারিক ক্রিকেট ঐতিহ্যের কথা লিখে বলা হয়েছে,

“He is a butcher with the willow and is probably the hardest and biggest hitter of the ball in domestic cricket. Dav Whatmore, Bangladesh’s coach, was there when he blasted a 71-ball 112 against England in the tri-series and was heard uttering approvingly, ‘Outrageous‘.”

 

২০০৭ বিশ্বকাপে চোখ ধাঁধিয়ে দেয়ার দুই বছর আগেই ২০০৫ এর শেষের দিকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডে ৭১ বলে ১১২ রানের ম্যাচ জেতানো এই ইনিংস ছিল তামিমের। সেসময় ত্রিদেশীয় একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, আর ফাইনালে ১৮ বছর বয়সী সাকিব এককথায় অতিমানবীয় পারফর্ম করেন [১০০ রান, ৩/৩৯, স্কোরকার্ড দেখুন এখানে]

ফেব্রুয়ারি ২০০৬, পাকিস্তানের বিপক্ষে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ সাকিব

উইজডেন কিন্তু জাতীয় দলে অভিষেকের আগেই একটি ইয়ুথ স্পেশাল এডিশনে বিশ্বক্রিকেট শাসন করতে যাচ্ছে এমন ২১ জনের এলিট লিস্টে সাকিবকে উল্লেখ করেছিল। বলা হয়েছে,

“While Tamim is the crowd-puller, the undoubted star of the team is another left-hander, Sakib. The boy who nonchalantly sings to himself before going out to bat is as natural as cricketers come and apparently doesn’t need reminding what is expected of him.”

টেস্ট অভিষেকের সময়, ১৬ বছরের কিশোর মুশফিক

অবশ্য, সেই দলে সবার আগে টেস্ট অভিষেক হয়ে যায় মুশফিকুর রহিমের! ২০০৫ সালের ইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে বসে মাত্র ১৬ বছর বয়সে, অতঃপর টেস্ট দলে জায়গা করে নেয়া!

মাঝে একটা প্রজন্ম অবশ্য এতটা শাইন করতে পারেনি। ২০০৭ সালের এই দলটি দেখুন, নাসির আর রুবেল ছাড়া আগুন ঝরা খেলোয়াড় তেমন একটা উঠে আসেনি এটি থেকে। ম্যাচটিতে নাসিরের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স খেয়াল করতে ভুলবেন না কিন্তু! 😀 নাসিরের এরকম নজরকাড়া অলরাউন্ড পারফর্ম্যান্স কিন্তু আরও অনেক আছে! আর পেসারদের বধ্যভূমি এদেশের উইকেটে রুবেলের পক্ষে খুব বেশি কিছু করার সুযোগই যে নেই! 🙁

নাসিরদের ঠিক পরের প্রজন্ম কিন্তু আবারও দারুণ আশাব্যঞ্জক! আবুল হাসান, এনামুল, মমিনুল এই তিনজনই একই দলের প্লেয়ার ছিল অনূর্ধ্ব-১৯ পর্যায়ে, এবং ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছে। কয়েক মাস আগে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিল এনামুল, এবং দুই সেঞ্চুরী এক ফিফটি করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বসে সে! [সর্বোচ্চ স্কোরারদের তালিকা , ফিচার রিপোর্ট] লক্ষণীয়, তরুণ বিশ্বকাপের আগের আসরগুলোতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল গ্রায়েম স্মিথ, ক্রিস গেইল টাইপের মানুষেরা। এতেই বুঝা যায় এনামুলের কীর্তির মাহাত্ম্য।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এনামুল; টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক

এনামুলের এই পারফর্ম্যান্স কিন্তু মোটেই চমক ছিল না। টুর্নামেন্ট শুরুর আগেই গত আগস্টে ক্রিকইনফো টুর্নামেন্টের সম্ভাবনাময় পাঁচ ক্রিকেটারকে নিয়ে ফিচার করে, যেখানে এনামুলকে দুই নম্বরে রাখে তারা। তারও অনেক আগে সেই মে মাসেই কিন্তু বিদায়ী কোচ স্টুয়ার্ট ল এক সাক্ষাৎকারে এনামুল মমিনুল আর আবুল হাসানের কথা বিশেষভাবে উল্লেখ করে এদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেন, তখনও কারও জাতীয় দলে অভিষেকই হয়নি!

কী আশ্চর্য, মাত্র সাত মাসের মাথাতেই ঠিক এই তিনজনই জাতীয় দলে নজর কেড়ে নিয়েছে! স্টুয়ার্ট ল’র সবচেয়ে বেশি আশা এনামুলকে নিয়েই,

“Young [Anamul Haque] Bijoy is a quality player,” he said, “He looked like he was born to perform.

আরেকটা দারুণ তথ্য, ফার্স্ট ক্লাস ক্রিকেটে এনামুল ২৩ ম্যাচে ৪৫.৪২ গড়ে করেছে ১৭২৬ রান, যাতে ৬টি ফিফটির পাশাপাশি আছে ৭টি সেঞ্চুরি!!! সর্বোচ্চ ১৯৩ বলে দিচ্ছে, বড় রান করার ক্ষুধা বালকের ভেতর দারুণভাবেই আছে!

এনামুল মমিনুল আর আবুল হাসান একত্রে কিন্তু বেশ অনেকগুলো ম্যাচ জেতাতে সাহায্য করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। এই ম্যাচটিতে  এনামুল মমিনুল দুজনই ফিফটি করেন, সাথে আবুল এক উইকেট পেয়ে দলকে জেতান। এই ম্যাচটিতে মমিনুল দুর্দান্ত ফিফটি করেন, সাথে আবুল হাসানের চার উইকেট। একসাথে দুর্দান্ত পারফর্ম্যান্স আরও অনেক আছে! খেয়াল করুন, দুটি ম্যাচই কিন্তু তিন বছর আগের!!

দেশের ক্রিকেটের প্রাণ যদি হয় ঘরোয়া ক্রিকেট, ক্রিকেটার সরবরাহের পাইপলাইন কিন্তু সেই বয়সভিত্তিক ক্রিকেটই! আমাদের ঘরোয়া ক্রিকেট উন্নত করাটা খুব খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বড় দৈর্ঘ্যের ম্যাচে ভালো করার জন্য। আর বয়সভিত্তিক দল থেকে উঠে আসা তরুণ দামালদের পারফর্ম্যান্স কিন্তু দারুণভাবেই আশা যোগায় আমাদেরকে!

সবমিলিয়ে বলতেই হয়, আসিতেছে শুভদিন, ইনশাআল্লাহ! 😀

রাইয়্যান সম্পর্কে

'এক্সট্রোভার্ট' শব্দটা আমার সঙ্গে বেশ মানিয়ে যায়-- পছন্দ করি নতুন মানুষের সাথে পরিচিত হতে। একজন ভোজন বেরসিক; খেলাধুলায় Own Goal ও Wide Ball এক্সপার্ট। তড়িৎ প্রকৌশলের ছাত্র, স্বপ্ন দেখি জীবনটাকে অর্থবহভাবে কাজে লাগানোর।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to বয়সভিত্তিক দলঃ ক্রিকেটার সরবরাহের পাইপলাইন!

  1. জনৈক বলেছেনঃ

    দারুণ লেখা… নির্মাণ স্কুল মনে হয় আবার শুরু করা দর্কার…
    আরেকটা খেলার জন্য বয়সভিত্তিক তেমন কিছু না থাকাতে খুব আফসোস হয় -দাবা!

    • রাইয়্যান বলেছেনঃ

      ঠিক, নির্মাণ স্কুল ক্রিকেট চালু করলে দারুণ হবে! তবে এখন সময়ের দাবি হল ঘরোয়া ক্রিকেটকে উন্নত করা, তারপর অন্য কিছু!

      দাবার পরিস্থিতি সম্পর্কে জ্ঞান কম 🙁

      ধন্যবাদ! 😀

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।