কিন্ডল ফায়ার – অ্যামাজন এর “আইপ্যাড/ ট্যাবলেট”

অ্যামাজন কিন্ডল দিয়ে বই নতুন করে আবিষ্কার করেছিলো। এবারে কিন্ডল ফায়ার দিয়ে ট্যাবলেট এর জগতে ভূমিকম্প ঘটিয়ে দিল। আইপ্যাড বের হবার পর সবার টনক নড়ে যায়। মোবাইল আর ল্যাপটপ এর মাঝেও আর একটা ডিভাইস আছে। যার কাজ মোবাইল দিয়েও হয় না, ল্যাপটপ দিয়েও হয় না। হতে পারে সেই সব কাজ এর পরিমাণ কম, কিন্তু তা ভালোভাবে করা যায়।

কোন সব কাজ? বই পড়া, ব্রাউজ করা, মেইল ব্যবহার করা,মুভি /টিভি শো দেখা,পত্রিকা /ব্লগ পড়া। মূলত কনসাম্পশন এর জন্য এই ডিভাইস। এই সব কাজ আইপ্যাড মোবাইল কিংবা ল্যাপটপ এর চেয়ে অনেক ভালো করে।

গত ১৯ জুলাই এর প্রেস ইনফো ((http://www.apple.com/pr/library/2011/07/19Apple-Reports-Third-Quarter-Results.html)) থেকে দেখা যায় আইপ্যাড বিক্রির হার দিন কে দিন বেড়েই চলেছে। এই বিপুল আয় এর অংশে বাকিরাও ভাগ বসাতে চাইছিল। তাই বাকিরাও অসংখ্য ট্যাবলেট বের করেছে গত কয়েক মাসে। কিন্তু সবগুলাই ফ্লপ খেয়েছে, এর মধ্যে এইচপি তাদের টাচপ্যাড ফ্লপ খাওয়ায় আর বের করবে না বলে ঘোষণা দিয়েছে। পুরো ট্যাবলেট মার্কেট এর ৮০% আইপ্যাড একাই দখল করে আছে ((http://news.cnet.com/8301-13579_3-20112715-37/ipad-grabs-80-percent-share-but-here-comes-amazon/))। সবাই বলছিল আসলে ট্যাবলেট মার্কেট বলে কোন মার্কেট নেই। পুরোটাই আইপ্যাড মার্কেট ((http://www.marco.org/2010/12/31/there-really-isnt-much-of-a-tablet-market))!

KO-aag-screen._V166971923_

এবারে আসল কিন্ডল ফায়ার। কিন্ডল ফায়ারকে সরাসরি আইপ্যাড এর প্রতিদ্বন্দ্বী বলাটা দারুণ ভুল হবে। জেফ বেজোস এর অ্যামাজন দুর্দান্ত ভাবে এই ট্যাবলেট যুদ্ধে প্রবেশ করছে। তারা সরাসরি আইপ্যাড এর সাথে লড়াই এ নামছে না, বাকিরা যেমনটা নামছিল। সাইজ এবং দামে তারা সরাসরি  আইপ্যাড এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলো। এবং হেরেছে। ‘খুব শীঘ্র’ সেই লড়াইয়ে জেতার সম্ভাবনাও নেই। কিন্তু অ্যামাজন ভিন্ন শর্তে ভিন্ন ভাবে এই ট্যাবলেট যুদ্ধে নামল!

কন্টেন্ট

আপনি একটা ট্যাবলেট কেন কিনবেন? পড়ার জন্য? ব্রাউজ করার জন্য? মুভি দেখার জন্য? গান শোনার জন্য? গেমস খেলার জন্য। কিন্তু আপনি কোথা থেকে পাবেন? কীভাবে পাবেন? এই সব কনটেণ্ট কে আপনাকে দেবে? অ্যামাজন সেই কাজটি খুব সহজেই করতে পারে। কারণ তারা তো মূলত কন্টেন্ট স্টোর। অ্যামাজন এর স্টোরে ১৮ মিলিয়ন বই+মুভি+টিভি শো+ এপ্লিকেশন ইত্যাদি আছে। ওয়ান ক্লিকে আপনি কেনাকাটা করতে পারেন অ্যামাজনে!  কিন্ডল ফায়ার এর প্রতি বিশ্লেষকদের আগ্রহের প্রথম কারণ এটিই। বাকি ট্যাবলেট তৈরিকারকদের কাছে এই কন্টেন্ট ছিল না। শুধুমাত্র এপল এর কাছে ছিল! অ্যামাজন এর কন্টেন্ট কোন কোন দিক থেকে অ্যাপল এর চেয়েও বেশি!

KO-aag-apps._V166939197_

হার্ডওয়্যার 

অ্যামাজন এর হার্ডওয়্যার খুব ভালো এমনটা কেউ বলবে না। বরং স্যামসাং কিংবা অ্যাপল এর তুলনায় বহু পিছিয়ে। তবুও ৪ বছরের কিন্ডল তৈরির অভিজ্ঞতা ফেলে দেয়ার মত না। ক্যামেরা, ব্লুটুথ সহ অপ্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকায় কিন্ডল অ্যামাজন এর জন্য সহজ প্রজেক্ট হয়েছে! ৭ ইঞ্চি আইপিএস মাল্টিটাচ ((http://thisismynext.com/2011/09/28/amazon-kindle-fire-vs-ipad-2-vs-nook-color-numbers/)) ডিসপ্লের ফায়ারে ডুয়াল কোর এর প্রসেসর ব্যবহার করবে। এতে র‍্যাম আছে ৫১২ মেগাবাইট ((http://thisismynext.com/2011/09/28/amazon-kindle-fire-vs-ipad-2-vs-nook-color-numbers/))।  এবং ভরে (মানে ওজনে আর কি 😛 ) অনেক কম! এক হাতে যেন ধরা যায় সেভাবে তৈরির সর্বোচ্চ চেষ্টা ছিল অ্যামাজন এর।

সফটওয়্যার 

অ্যামাজন এর সফটওয়্যার নির্বাচন দুর্দান্ত হয়েছে! গুগল এর এন্ড্রয়েড ২.৩ ভার্শনকে মনের মাধুরী মিশিয়ে নিজেদের মত করে, করে নিয়েছে। জেফ বেজোস এর পুরো প্রেজেণ্টেশনে ((http://live.thisismynext.com/Event/Amazon_Tablet_event_live_blog)) গুগল/এণ্ড্রয়েড এর নাম একবারও নেয়া হয় নি। পুরো ইউআই ((ইউজার ইন্টারফেইস))কে নিজেদের মত করে সাজিয়েছে তারা। একজন ব্যবহারকারীর যা দরকার, যতটুকু দরকার ঠিক যেন তাই! আমি ভিডিও দেখেই মুগ্ধ। এই ‘ওএস’ মাল্টিটাস্কিং সাপোর্ট করে। তার মানে আপনি গান শোনার সময় বই পড়তে পারবেন। অ্যামাজন নিজেই হার্ডওয়্যার সফটওয়্যার কন্ট্রোল করছে বলে দুই এর মধ্যে সঠিক সমন্বয় করতে পারবে। অ্যাপল যে কাজটি করে থাকে!

 

অ্যাপস্টোর 

যে কোন মোবাইল ডিভাইস ((মোবাইল ফোন, ট্যাবলেট )) এর জন্য অ্যাপস্টোর থাকা যেন মাস্ট! আইপ্যাড এর সাফল্যের পেছনে অ্যাপল এর অ্যাপস্টোর এর অবদান অনেক। অ্যামাজন যে ট্যাবলেট বের করছে মানুষ জন আগেই আঁচ করা শুরু করেছিল এর অ্যাপস্টোর দেখে ((http://www.amazon.com/mobile-apps/b/ref=topnav_storetab_mas?ie=UTF8&node=2350149011))। প্রতিদিন একটা করে ফ্রি এপস পাবেন আপনি! আর কি চাই! এর মধ্যেই ১০০০০ এর বেশি অ্যাপস অ্যামাজন এর স্টোরে চলে এসেছে!

KO-aag-hold._V166971926_

দাম 

আইপ্যাড ((এবং অন্যান্য প্রায় সব ট্যাবলেট এর দাম ৪৯৯ বা তার বেশি! শুধুমাত্র নুক কালার এর দাম ২৪৯ ডলার। )) এর দাম যেখানে ৪৯৯ ডলার, কিন্ডল ফায়ার এর দাম মাত্র ১৯৯ ডলার। ৬০% কম! যদিও ফাংশনালিটিও কম। ক্যামেরা নেই, ডিসপ্লে নেই। পুরোপুরি তুলনার জন্য এখানে দেখুন ((http://thisismynext.com/2011/09/28/amazon-kindle-fire-vs-ipad-2-vs-nook-color-numbers/))। অ্যামাজন এর কিন্ডলও খুব কম কাজ করত, শুধু বই পড়া! কম কাজ কিন্তু ভালোভাবে কম দামে- এই হচ্ছে অ্যামাজন এর স্ট্র্যাটেজি।

ক্লাউড 

ক্লাউডে অ্যামাজন এর অভিজ্ঞতা দারুণ! সেই অ্যামাজন ক্লাউড সার্ভিস ফ্রি দিচ্ছে! (শুধুমাত্র অ্যামাজন পণ্যের জন্য অবশ্য!) বই মুভি গান কোন কিছু জমা করা নিয়ে চিন্তা নেই! সব ক্লাউডেই থাকবে। ইচ্ছেমত ডিলিট করতে পারবেন, আবার ক্লাউড থেকে নামিয়ে নেয়া যাবে!

অ্যামাজন সিল্ক ব্রাউজার 

এই ব্যাপারটা মাথা নষ্ট করে দিল আমার! কী দারুণ আইডিয়া! অ্যামাজন এর ক্লাউড সার্ভিস, অ্যাপল এর তৈরি ওয়েবকীট, গুগল এর স্পিডি ((http://mikemainguy.blogspot.com/2011/09/amazon-silk-using-webkit-and-spdy.html)), নিজেদের মেশিন লার্নিং এর অভিজ্ঞতা মিলিয়ে চমৎকার রান্না- সিল্ক! স্প্লিট ব্রাউজিং ((http://amazonsilk.wordpress.com/2011/09/28/introducing-amazon-silk/)) তারা নাম দিয়েছে এর। একটা পণ্য প্রেস এর কাছে প্রকাশ করার সময় বিশেষ কিছু থাকা উচিৎ।অ্যামাজন এর সেই বিশেষ কিছু এই ব্রাউজার! এই ব্রাউজার আপনার প্রসেসর এর উপর লোড কমিয়ে অপটিমাইজড উপায়ে ব্রাউজিং করতে সাহায্য করবে। এতে আপনার ব্রাউজার শুধু দ্রুতই হবে না, আপনার প্রসেসর এর উপর চাপ কম পড়বে ফলে ব্যাটারির চার্জ কম ক্ষয় হবে! দারুণ আইডিয়া- তাই না?

অ্যামাজন হুইস্পারসিঙ্ক ((http://www.amazon.com/gp/help/customer/display.html/?nodeId=200775230))

দুর্দান্ত সিঙ্ক (sync) করার উপায়! আপনি ফায়ার এ যেই মুভি দেখছিলেন কিংবা বই পড়ছিলেন তা আপনার অন্য কিণ্ডলে কিংবা টিভিতে সেই একই জায়গা থেকে দেখতে পারবেন! ঝামেলা বিহীন সিংকিং!

অ্যামাজন এর লাভ

অ্যামাজন প্রতিটা ডিভাইস এ নাকি ৫০ ডলার করে গচ্চা দিচ্ছে ((http://tech.fortune.cnn.com/2011/09/28/analyst-amazon-is-likely-losing-50-per-kindle-fire/))! তাহলে লাভটা কীভাবে করবে তারা? কন্টেন্ট বিক্রি করে! বই, মুভি, অ্যাপস, টিভিশো ইত্যাদি! এ ছাড়া অ্যামাজন প্রতিটা ডিভাইসে বিজ্ঞাপন ও প্রচার করে! সেখান থেকেও তারা সাবসিডাইজ করতে পারে!

 

অ্যামাজন এর মার্কেট

অ্যামাজন সরাসরি আইপ্যাড এর সাথে যুদ্ধে নামছে না সেটাতো আগেই বলেছি, লো এন্ড আইপ্যাড ক্রেতারা ফায়ার এর দিকে ঝুঁকে পড়বেন। সাথে সাথে কম দামে এক হাতে নেয়া যায় সহজে বহনযোগ্য কিন্তু মোবাইলের চেয়ে কার্যকর ডিভাইস ব্যবহারে আগ্রহী এমন প্রচুর লোক আছে। আইপ্যাড এর বাকি প্রতিদ্বন্দ্বীদের ভাত মেরে দিবে এই কিন্ডল ফায়ার – এই ব্যাপারে সন্দেহ নেই!

ব্যক্তিগতভাবে আমি প্রতিযোগিতার দারুণ ফ্যান। প্রতিযোগিতা থাকলে ভালো পণ্য আসে, এবং কম দামে আসে! বাংলাদেশে এখন এই অ্যামাজন কিন্ডল ফায়ার কীভাবে পাওয়া যায় সেটাই ভাবছি! 😛

ছবি কৃতজ্ঞতা ((amazon.com))

বোহেমিয়ান সম্পর্কে

পেশায় প্রকৌশলী, নেশায় মুভিখোর আর বইপড়ুয়া। নিজেকে খুঁজে পাবার জন্য হাঁটতে থাকি। স্বপ্নের সাথে হাঁটা, স্বপ্নের জন্য হাঁটা। https://www.facebook.com/ibappy
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

16 Responses to কিন্ডল ফায়ার – অ্যামাজন এর “আইপ্যাড/ ট্যাবলেট”

  1. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    জানার আছে অনেক কিছু। 😀

    কিন্ডল ফায়ার সম্পর্কে অনেক বিস্তারিত জানলাম। :clappinghands:
    একটা কিন্ডল ফায়ার কিনতে মুঞ্চায় 😀

  2. সামিরা বলেছেনঃ

    দারুণ জিনিস তো!

  3. ফিনিক্স বলেছেনঃ

    কেউ আমারে একটা কিন্ন্যা দাও দাও দাও। 😡

  4. ভাবের পাগল বলেছেনঃ

    ভালো লাগল। যদিও অনেক কিছু নাই আবার অনেক কিছু আছে।

  5. শিশিরকণা বলেছেনঃ

    অনেক কিছু জানলাম কিন্ডল ফায়ার সম্পর্কে, ভাইসাহেব কে একটা প্রশ্ন, আপনার কাছে কি এই দুর্লভ জিনিসটা আছে ? থাকলে আওয়াজ দিয়েন | চোখটারে সার্থক করতাম…. 😀

  6. অনাবিল বলেছেনঃ

    অনেক কিছু জানলাম…..:)

    আমার-ও কিনতে ইচ্ছে করছে…..:)

  7. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    যাই বলেন আমার আই ফোন ই ভালো লাগে :yahooo:

  8. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    😛

  9. ম্যানীফোল্ড বলেছেনঃ

    আমরা স্বপ্ন দেখতে থাকি… বোহেমিয়ান ভাই আমাদের জন্য এগুলা কিনে আনবেন… :yahooo:

  10. কিনাদি বলেছেনঃ

    শুধু ট্যাবলেট? সিরাপ বা ক্যাপসুল নাই? 😛

  11. রাইয়্যান বলেছেনঃ

    ধুর আমরা দেশী প্যাড বানায়ে নিব, দোয়েলপ্যাড!!!! :happy: :love:

  12. অনীক বলেছেনঃ

    ঢাকায় কি অ্যাপলের কোনো অফিস আছে? কেউ কি বিস্তারিত জানাতে পারবেন?

  13. নিলয় বলেছেনঃ

    দারুণ জিনিস তো! :thinking:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।