বিভ্রান্তি

কবিতায় বলেছিলে তুমি,
প্রেম আর ভালোবাসা এক নয়।
না, না, নয় কিঞ্ছিত;
তফাৎ আছে অনেকখানি।

আমি মেনে নিয়েছিলাম সে কথা।
বলেছিলাম, যেদিন সত্যিই ভালোবাসতে পারবো;
যেদিন ভালোবাসি বলবো না
শুধু প্রেমের আকাঙ্খায়;
সেদিন তুমি ভালোবেসো মোরে,
সেদিন তুমি ঠাঁই নিয়ো এ বাহুডোরে।

কিন্তু হায়! আজ কোথায় তুমি?
তুমি কি হারায়েছো এই জেনে,
ভালোবাসা, প্রেম আজ মিলেমিশে একাকার
আধুনিকতার হেঁশেলে?

গার্লফ্রেণ্ড, লাভার গড়েছে সবই
এক মানেতে সন্ধি;
তবে তুমি কেন কবি হারায়েছো অজানায়,
হলে না আমার মায়াবন্দী?

 

বাংলামায়ের ছেলে সম্পর্কে

বাইশবছরের তরুণযুবা, যে স্বপ্ন দেখে আকাশছোঁয়ার, পথ চলে অফুরান আত্মবিশ্বাসে। ভীষণ ভালোবাসে এই দেশটাকে, চেষ্টা করে রাজনীতি সচেতন থাকার। ভালাবাসে লেখালেখি করতে। কখনো কখনো মুখভর্তি দাঁড়ি-গোঁফে হেঁটে ফিরে চাঁদনী রাতে কিংবা ভরদুপুরে, পিচঢালা রাস্তায় কিংবা গেঁয়ো মেঠোপথে। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। পাশাপাশি জড়িত আছে বেশকিছু দেশী-বিদেশী প্রতিষ্ঠানের সদস্য হিসেবে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে। এইতো---
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

1 Response to বিভ্রান্তি

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    কবিতা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল মাঝখানে!

    সেদিন তুমি ভালোবেসো মোরে,
    সেদিন তুমি ঠাঁই নিয়ো এ বাহুডোরে।

    আধুনিক কবিতায় বেমানান না এই ২ টা লাইন?
    মোরে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।