কবিতায় বলেছিলে তুমি,
প্রেম আর ভালোবাসা এক নয়।
না, না, নয় কিঞ্ছিত;
তফাৎ আছে অনেকখানি।
আমি মেনে নিয়েছিলাম সে কথা।
বলেছিলাম, যেদিন সত্যিই ভালোবাসতে পারবো;
যেদিন ভালোবাসি বলবো না
শুধু প্রেমের আকাঙ্খায়;
সেদিন তুমি ভালোবেসো মোরে,
সেদিন তুমি ঠাঁই নিয়ো এ বাহুডোরে।
কিন্তু হায়! আজ কোথায় তুমি?
তুমি কি হারায়েছো এই জেনে,
ভালোবাসা, প্রেম আজ মিলেমিশে একাকার
আধুনিকতার হেঁশেলে?
গার্লফ্রেণ্ড, লাভার গড়েছে সবই
এক মানেতে সন্ধি;
তবে তুমি কেন কবি হারায়েছো অজানায়,
হলে না আমার মায়াবন্দী?
কবিতা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল মাঝখানে!
সেদিন তুমি ভালোবেসো মোরে,
সেদিন তুমি ঠাঁই নিয়ো এ বাহুডোরে।
আধুনিক কবিতায় বেমানান না এই ২ টা লাইন?
মোরে