১২.১২.১২ নিয়ে যা মাতামাতি আর হিড়িক চারদিকে! প্রণয়ে আবদ্ধ কপোত-কপোতীযুগলরা সুযোগমতন পরিণয় সেরে নিচ্ছেন হয়ত জীবনের শেষ রিপিটিটিভ দিনটায়! কেউ বা মনের কথা মনের মানুষকে খুলে বলতে বেছে নিয়েছেন আজকের দিনটাই! যাদের এই দুটির কোনোটিই করার অপশন নেই হাতে- তাদের কেউ কেউ আবার অন্য কোন উপায়ে স্মরণীয় করে রাখতে চাইছেন দিনটা! once in a lifetime বলে কথা! অবশ্যি এসবের সাথেই “কষ্টে আছে আইজুদ্দিন” আর কষ্টে আছে বাংলাদেশ!
ফেইসবুকে এক ভাইয়ার স্ট্যাটাস দেখলাম- “এইভাবে সবাইকে তিনবার ১২.১২.১২ করে বাড়তে বলা কি ঠিক? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?” বাড়াবাড়ি হোক বা না হোক, ‘বাড়তে’ বলার সুযোগ কিন্তু ছয়বার ছিল আজকের দিনে- তাও একবার নয়, দুই-দুই বার! দম্পতিদের আব্দারে সিজারের লিস্ট বেড়েই যাচ্ছে হাসপাতালগুলোতে! যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিয়ের পোশাক তৈরি প্রতিষ্ঠান ডেভিডস ব্রাইডালের হিসেব অনুযায়ী, আজকের দিনে আনুমানিক সাড়ে সাত হাজার কনে বিয়ের পিঁড়িতে বসবেন। একটি বার্তা সংস্থার প্রতিবেদন মতে, গত বছরের তুলনায় আজকের তারিখে প্রায় চার গুণ বেশি যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। বুঝুন ঠ্যালা!
আমাদের সুপারম্যান সাকিব আল হাসান-ই বা বাকি রইবেন কেন? অন্য অনেক সেলিব্রেটির মতন তিনিও শুভকাজটি সেরে ফেলছেন আজকেই! পাত্রী আমেরিকাপ্রবাসী- ফেইসবুক আর এর পেইজগুলোর অ্যাডমিনগুলোর ‘কল্যাণে’ এখন আমাদের খুব চেনা! যাকগে, সাকিবের বিয়ে সাকিব করুক- আমি কাজের কথায় আসি! মানুষ হুজুগে খুব নাচে- এর চেয়ে বড় সত্যি হয়ত আর কিছু নাই! কয়দিন ‘কলাভেড়ী ডি’, তার পরে ‘ওপ্পা গ্যাংনাম স্টাইল’ নিয়ে মেতেছিল সবাই- এখন দেখছি ‘হানি বানি’! আমাদের ‘পড়শী’দের একটা টেলিকম কোম্পানির ব্যানারে খুব চলছে এই গানটা চারদিকে! ভালো গানগুলা ক্যানো বেইল পায় না- খুব বোঝা যাচ্ছে। মানুষ হুজুগ পেলেই নাচতে নেমে যায় যে! উঠোন সোজা থাকুক, আর বাঁকাই থাকুক- কার কী তাতে?!
‘honey bunny’র এই হুজুগে ক্যামন হতে পারে আজকের দিনের প্রোপোজগুলো? চেষ্টা করেছি সেটাই কল্পনা করতে! মিডিয়া অবশ্যই ফটোশপ, ইঙ্কিং হাতে-কলমে! ছবিটায় ক্লিক করলে বড় করে দ্যাখাবে!
:clappinghands: :clappinghands:
থ্যাঙ্কু, ভাইয়া 🙂
দারুণ
:clappinghands:
থ্যাঙ্কু 🙂
দারুণ! যথারীতি বস। 😀
ছবির সাথেকার লেখাটাও সুপাঠ্য ছিল। এইসব হুজুগে গানের হাওয়া আমার গায়ে যে কেন লাগে না!
থ্যাঙ্কু, আপু 🙂
আমারো লাগে না খুব একটা- কিন্তু আশেপাশের মাতামাতি দেখতে খারাপও লাগে না 🙂
বেশ একটা সঞ্জীব চক্রবর্তীর ভাব ছিলো, বারোর বাড়াবাড়িতে বেশ বাড়াবাড়ি রকমের বাড়ি খেলুম!! ভালো লেগেছে! তবে টিভি দেখি নি দেখে হানি বানি জিনিসটাকে ধরতে পারছিলাম না, আপাতত কিছুটা জ্ঞানচক্ষু উন্মীলীত হলো! 😛
থ্যাঙ্কু, ভাইয়া 🙂
এই সব অর্থহীন লিরিক্সের গানগুলা হিট হয় শুধু আমাদের হুজুগের কারণেই… 😐
দারুণ!!
সবার অহেতুক বাড়াবাড়িতে অতি বিরক্ত।
অনেকেই আবার বিরক্তি প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছে, তাতে-ও বিরক্ত… 😛
বাই দ্যা ওয়ে, আঁকাআঁকি শিখতে চাই…… :happy: :happy:
আমিও কিছুটা বিরক্ত ছিলাম- বেশি বিরক্ত ‘প্রতিবাদী’ পোস্টগুলা দেখে- হোমপেইজ ভরতি এমন সব পোস্ট! 😐
আঁকাআঁকি খুব একটা কঠিন কাজ নয়- ইচ্ছে থাকলেই দেখবেন, হয়ে যাচ্ছে এক সময় 🙂
=)) অসাধারন।
ধন্যবাদ 🙂