রিদ্মিক ডিকশনারি – অ্যান্ড্রয়েডের জন্য প্রথম ওপেন সোর্স বাংলা ডিকশনারি

আমার বন্ধু শামীম হাসনাত অ্যান্ড্রয়েডের জন্য রিদ্মিক বাংলা কিবোর্ড বানিয়েছিল কয়েক মাস আগে। তখন থেকেই ইচ্ছে ছিল বাংলা নিয়ে কিছু একটা করার। কারন অ্যান্ড্রয়েডের জন্য বাংলাতে যেসব অ্যাপ আছে বেশিরভাগই অ্যাড সাপোর্টেড, ফ্রি অ্যাপ খুব একটা নেই, ওপেন সোর্স তো নেইই। কিছুদিন আগে হঠাৎ করেই মাথায় আইডিয়াটা আসল, ওপেন সোর্স একটা ডিকশনারি বানালে কেমন হয়। খোঁজাখুঁজি করে দেখলাম Ankur.org এর ইংলিশ-বাংলা ডাটাবেস আছে একটা। কাজ শুরু করে দিলাম ওটা নিয়েই, গতকাল গুগল প্লে স্টোরে রিদ্মিক ডিকশনারি নামে রিলিজ দেওয়া হল অ্যাপ্লিকেশনটি।

একটা ডিকশনারির ভিত্তি হল এর ডাটাবেস, কিন্তু দুঃখজনকভাবে বাংলার জন্য সমৃদ্ধ ওপেন সোর্স ডিকশনারি ডাটাবেস নেই। অঙ্কুরের ডাটাবেসটি সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে ইনপুট নিয়ে তৈরি করা, ২৪৫০০ এর মত শব্দ আছে এতে, এর মধ্যে ১৭০০০ শব্দ মডারেটেড। রিদ্মিক ডিকশনারিতেও তাই এই ১৭০০০ শব্দই দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া চেষ্টা করা হয়েছে ইউজার ইন্টারফেসটি যতোটুকু সম্ভব সিম্পল রাখতে, যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই ব্যবহার করতে পারে।

সবার প্রতি অনুরোধ থাকল অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখার জন্য, আর অ্যাপ্লিকেশনটি সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। পুরো প্রজেক্টের সোর্স কোড এবং ডাটাবেস আপলোড করা আছে এখানে, যাতে পরবর্তীতে অন্য কেউ এটি ব্যবহার করে আরও ভালো কোন অ্যাপ্লিকেশন বানাতে পারে।

রাফি কামাল সম্পর্কে

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি বুয়েটে। স্বপ্ন দেখি না খুব একটা, কিন্তু যেগুলো দেখি সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাই অবিরাম...
এই লেখাটি পোস্ট করা হয়েছে উদ্যোগ, বিজ্ঞান ও প্রযুক্তি-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to রিদ্মিক ডিকশনারি – অ্যান্ড্রয়েডের জন্য প্রথম ওপেন সোর্স বাংলা ডিকশনারি

  1. ফিনিক্স বলেছেনঃ

    অ্যান্ড্রয়েড নাই, তবু এই প্রথম বাংলায় ওপেন সোর্স ডিকশনারির কথা শুনে খুব ভালো লাগছে! :beshikhushi:

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    (আমার মোবাইলে নেট নাই এখন 😛 এই কারণে ইউজ করে এখনই জানাতে পারছি না)

    দারুণ কাজ। ওপেন সোর্স করায় আরও ভালো হয়েছে।

    ইউআই বেশ সিম্পল লাগছে

  3. নিলয় বলেছেনঃ

    দারুণ কাজ। ওপেন সোর্স করায় ভালো লাগছে।
    শুভ কামনা থাকলো 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।