ছোট বেলায় পুতুল খেলে আর রাজা রানী, রাজপুত্র, রাজকন্যা, পরীর গল্প শুনে বড় হয়নি এমন মনে হয় কেউ নেই। এখন অবশ্য পিচ্চিরা দেখি ঠাকুমার ঝুলি এনিমেশন দেখে টিভিতে 😛 । আমরা ঠাকুমার ঝুলি বই পড়েছিলাম এখনো মনে পরে। 🙂 :babymonkey:
তার সাথে আছে কার্টুন দেখা যেমন টম এন্ড জেরী, এখন হয়েছে এনিমেশন। আমিতো পুরাই এনিমেশনের পাংখা 😛 :yahooo:
অনেক গুলো এনিমেশন দেখা হয়েছে এখন পর্যন্ত। কিছু এনিমেশন আমাকে সেই ছোট্ট বেলার পরীর রাজ্যে নিয়ে যায়। :littleangel:
ওয়ান্ট ডিজনির এমনই একটা এনিমেশন “Tinker bell” । ছোটবেলার রূপকথায় পড়েছিলাম , পরী রাজ্যে থাকে অনেক রকম পরী। ফুল পরী, জল পরী, সোনালী পরী, রুপালি পরী, লাল পরী, নীল পরী আরো কত রকম যে পরী ছিল সেই ছোট্ট বেলার গল্পে!
এখানেও আছে একটি পরীর দেশ যার নাম Pixie Hollow. আর আছে নানা রকম পরী, আছে পরী রানী, আছে জল পরী, ফুল পরী, আলো পরী, বাগান পরী (garden fairy), কিছু পরী নানারকম প্রানীদের সাহায্য করে (animal fairy) আরো এক রকম পরী আছে যারা যন্ত্রপাতি তৈরি করে এবং যে কোন কিছু ঠিক করে দেয় পরীদের জন্য। 🙂 যাদের বলে Tinker fairy । তাদের মাঝে আসে এক নতুন টিনকার পরী যার নাম Tinker bell । দুষ্টু , মিষ্টি, রহস্যময়ী আর সব কিছুতেই যার অনেক আগ্রহ! যার জন্য সে নতুন নতুন সব এডভেঞ্চারে জড়িয়ে পরে সে কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক করে দেয়। 🙂
এখন পর্যন্ত Tinker bell এর তিনটি এনিমেশন মুভি আসছে।
কাহিনী : পরী রাজ্যে নতুন এক পরীর আগমন হয়েছে যার নাম Tinker bell । পরী রাজ্যের সবাই খুব ব্যস্ত কারন শীত শেষে বসন্ত আসবে আর কিছু দিন পর পৃথিবীতে। আর সেই দায়িত্ব তাদের। হঠাৎ এক ভুলের কারনে বসন্তের সব আয়োজন ভুন্ডুল হয়ে যায়। কিন্তু বসন্ত যে আসতেই হবে!
ডাউনলোড
* সরাসরি – http://stagevu.com/video/augbaswkbuiu
* টরেন্ট লিঙ্ক –
লিঙ্ক ১ – http://thepiratebay.org/search/tinker%20bell%202008/0/7/0
লিঙ্ক ২ – http://thepiratebay.org/torrent/4494535/Tinker.Bell%5B2008%5DDvDrip-aXXo
২/ Tinker Bell and the Lost Treasure (2009)
কাহিনী : ১০০ বছর পর পর হওয়া এক বিশেষ পূর্নিমা হবে কিছুদিন পর। আর সেই চাঁদের আলো থেকে পাওয়া ধুলো নিতে হবে পরীদের। আর তার জন্য রয়েছে এক নীল পাথর। Tinker Bell ভেঙ্গে ফেলে সেই অমূল্য পাথর টি আর জড়িয়ে যায় এক জাদুর আয়না খুজতে যেটা তার পাথর টি জোড়া লাগিয়ে দিতে পারবে।
ডাউনলোড
* টরেন্ট লিঙ্ক – লিঙ্ক ১
৩/ Tinker Bell and the Great Fairy Rescue (2010)
কাহিনী : পরীদের রুল হচ্ছে মানুষ থেকে দূরে থাকতে হবে। কিন্তু দুষ্টু Tinker Bell আটকে রাখবে কে? ছোট্ট একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায় তার।
ডাউনলোড
* সরাসরি – লিঙ্ক ১
* টরেন্ট লিঙ্ক – লিঙ্ক ২
আরো অনেক গুলো এনিমেশন মুভি নিয়ে পোস্ট দিয়েছিলাম সামুতে। তার লিঙ্ক ও দিয়ে দিলাম –
আমার ছোট বোনের দারুণ প্রিয়! ওকে এই লিঙ্ক দিতে হবে দেখছি!
🙂 তাই নাকি। আমি নিশ্চিত আপুর খুব ভালো লাগবে 🙂
:penguindance:
দেখতে হবে তো! 😛
🙂 দেখে কেমন লাগল জানাবে কিন্তু 🙂
ওয়াও! ডিজনি অ্যানিমেশন! দেখতে আর তর সইছে না! অনেক অনেক থ্যাংকস সুপ্তিপু! :yahooo:
🙂 দেখোতে বসে বাকি সব ভুলে যাবেন আপু। 😛
অনেক দিন অ্যানিমেশন দেখা হয় না , সময় করা হয়ে উঠে না | সুপ্তিপু যখন বললেন তাহলে তো দেখতেই হয় :yahooo:
😛 হুহ হুহ আমি কিন্তু কিছুদিন পর জিজ্ঞেস করব…
পাইসি :yahooo:
কতদিন অ্যানিমেশন দেখিনা।
ধন্যবাদ আপু 🙂
😛 অনেকেই তাহলে এনিমেশনের ফ্যান আছে।
পোস্ট পড়ে-ই মুভি গুলো দেখতে ইচ্ছে করছে খুব।
লিঙ্কগুলোর জন্য অনেক ধন্যবাদ……….:)
এই মুভি গুলো এমন যে বাচ্চা বড় সবাই মজা পায় 😛 🙂 দেখে কেমন লাগল জানাতে হবে কিন্তু ।
আমার যে গরুর গাড়ির নেট তাতে ৫০ বছর লেগে যাবে ডাউনলোডাইতে….
😛 হিহিহি বুঝতে পারছি। আমার আগে ছিল তারের লাইন । ১৫/১৬ পেতাম। এই দিয়ে মুভি ডাউনলোড করতাম। আমার পিসি ২৪ ঘন্টা (কারেন্ট না থাকলে শুধু বন্ধ থাকত) অন থাকত। 😛 এনিমেশনের এতই ফ্যান ছিলাম।
আআপুউউ! ধন্যবাদ!!
আমার দারুণ পছন্দ Tinker Bell! আমি শুধু প্রথমটা দেখেছি। লিঙ্কগুলোর জন্য ধন্যবাদ :penguindance:
🙂 খুশি লাগছে অনেকেই দেখে বলে
আপু কেমন আছেন? 🙂
কিনাদি আজ কমেন্ট করে ফাটায়ে ফেলছে 😀
কী মজার একটা পোস্ট…মনটাই ভাল হয়ে গেল… 😀
অনেক ভাল লাগল 🙂