গবেষণাপত্র প্রকাশ বাংলাদেশ থেকে, ২০১২ সালে

কোন দেশে বিজ্ঞানের বিভিন্ন শাখায় কেমন গবেষণা হচ্ছে, তার মাপার অন্যতম উপায় সেই দেশ থেকে প্রকাশিত আন্ত্রজাতিক মানের গবেষণা পত্রের সংখ্যা।

২০১২ সালে বাংলাদেশ থেকে ২২৮১ টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ সংখ্যক প্রকাশিত হয়েছে মেডিসিন, তার পর ইঞ্জিনিয়ারিং, তৃতীয় কৃষি এবং জীব বিজ্ঞানে।

সর্বোচ্চ সংখক প্রকাশনা করেছেন জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ডঃ এ এ মামুন(৩৬টি)। দ্যদ দ্য

দ্বিতীয় বাংলাদেশ পরমানূ শক্তি কমিশনের ডঃ মোবারক আহমেদ খান(২২টি)

আর সর্বোচ্চ সংখ্যক প্রকাশনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারপর বুয়েট। প্রথম দশটা প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয় নয়, এমন একমাত্র প্রতিষ্ঠান আইসিডিডিয়ার,বি

বিস্তারিত জানতে ২০১২ সালে বাংলাদেশ থেকে প্রকাশিত গবেষণাপত্র

মুনির উদ্দিন আহমেদ(বাদল) সম্পর্কে

উন্নত চিন্তা চেতনা, উন্নত শৃঙ্খলা, ইনোভেশন- উন্নত বাংলাদেশ ।........................ উন্নয়নের জন্য বিজ্ঞান এর চেয়ে বেশী কার্যকর আর কোন হাতিয়ার আছে বলে মনে করিনা। যদিও বিজ্ঞান উন্নয়ন এনে দেয়, কিন্তু সমাজে সুখে-শান্তিতে বাস করতে হলে, বিশ্বাস, ধর্মে বিশ্বাস জরুরী, কারণ - "Society lives by faith, and develops by science.-Henri Frederic Amiel.অন্যদিকে, বিল গেটসের মত দৃঢ়ভাবেই বিশ্বাস করি " We got to put lot's of money into changing the behaviour". বেশী টাকা বিনিয়োগ না করতে পারলেও আমাদের কে মানুষের আচরণ বদলানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই আমরা বাংলাদেশকে বদলাতে পারব, মানে উন্নত করতে পারব।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to গবেষণাপত্র প্রকাশ বাংলাদেশ থেকে, ২০১২ সালে

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    মূল লেখা বাংলায় হলে আরও বেশি এক্সেসিবল হত না বাংলাদেশের তরুণদের কাছে?

  2. Monir Uddin Ahmed বলেছেনঃ

    হয়ত বা। কিন্তু টার্গেট অডিয়েন্স এরকম ইংরেজী, যদিও খুব দুর্বল , মনে হয় বোঝতে পারে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।