আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরা শীতার্তদের সাহায্য করার জন্য একটি ছোট্ট উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা ঠিক করেছি শীতবস্ত্র সংগ্রহ করে উত্তরবঙ্গে আমাদেরই এক বন্ধুর গ্রামের বাড়িতে পাঠিয়ে দিবো, সেখানে বিশ্বস্ত কিছু মানুষের সাহায্য শীতার্তদের মধ্যে সেগুলো বিতরণ করা হবে। ইতোমধ্যেই ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কিছু শীতবস্ত্র সংগ্রহ করা হয়েছে, এই উদ্যোগে আপনিও সহায়তা করতে পারেন।
সিএসই ডিপার্টমেন্টের তিন এবং চার তলায় কার্টুন রাখা হয়েছে শীতবস্ত্র সংগ্রহের জন্য। আপনি ডিপার্টমেন্টে এসে যে কারও সাথে যোগাযোগ করলেই আপনাকে দেখিয়ে দিবে। এছাড়াও আপনি ক্যাশটাকা সাহায্য করতে পারেন।
এই ডিসেম্বরেই শৈতপ্রবাহে বাংলাদেশে মারা গিয়ে বেশ কিছু মানুষ, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা অনেক বেশি কষ্ট পাচ্ছে। আপনার দেয়া একটি কাপড় তাদের কষ্ট অনেকটাই কমিয়ে দিতে পারে। আমরা জানি আপনি এ আহবানে অবশ্যই এগিয়ে আসবেন।
আমাদের হাতে সময় খুব কম, আগামী ১১ তারিখ পর্যন্ত আমরা এগুলো সংগ্রহ করে পৌছে দেবার ব্যবস্থা করবো। আপনি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন।
আমাদের ডিপার্টমেন্টের ঠিকানা:
মোকাররম ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩তলা (কার্জন হলের পাশে)
যোগাযোগ
শোভন: 01945730618
শিহাব: 01685250192
সাফোয়াত: 01835-811761
আমার কাছে খুবই লেঈটে শুরু হওয়া কাজ মনে হচ্ছে।
তবে এবারের শীতে তীব্রতা মারাত্মক 🙁