বাগানের লাল গোলাপ ফুলের মত,
আমাকে ছিড়ে নিয়ে গেল এক অপরিচিত।
একটিবারও ভাবল না কেন?
পিছে ফেলে যাচ্ছি আমি কত…!
দেইনি কি আমি বাঁধা তাঁকে,
ডাল, পাতা ছিল, করেছি কাঁটায় ক্ষত।
তবে কেন আজ ভাঙা গাছে সবাই তাকাও,
সেদিন বাগানে তোমরাও ফুটেছিলে, করনি কদর।
অপরিচিত আমাকে নিয়ে গেল কোন বিতানে,
ঘ্রাণ নিয়ে ছিড়ে নিয়েছে পাপড়ি আমার,
দুমড়ে মুচড়ে ভেঙ্গেছে আমার কুঁড়ি-পাতা,
পা দিয়ে থেতলিয়ে ফেলেছে নজরের সামনে সবার।
এতদিন মৌমাছি ছিল যত আশে-পাশে,
পাইনি তাদের কাছে আজ এতটুকু ঠাই।
দিলো না জুড়তে আমাকে আমার শিকড়ের সাথে,
কেউ বলবে না আমাকে আর বাগানের শোভা।
তাই এখন আমি শুধুই পথের পতিত ধুলা,
রঙহারা, অস্তিত্বহীনা, জীবন ছাড়া শুধু বেঁচে থাকা।
কিন্তু কাল বাগানে আসবে আবার সেই অপরিচিত,
কেড়ে নিয়ে যাবে আরেক প্রাণ, আমরা দেখব… ।।
বেশ লাগলো!
ধন্যবাদ আপু…
ভালো :love:
ধন্যবাদ ভাইয়া..। 🙂
পথের পতিত ধুলা সোনারোদে প্রাণ পাক। 🙂
সেটাই দোয়া আপু… 🙁