সেভাবে কখনো নদী দেখিনিতো, সেভাবে কখনো গাছ
জলের ভিতরে সোনালী-রুপালী মাছ !
সেভাবে মাছের খেলা দেখিনি তো, সেভাবে কখনো ফুল
জলের ভিতরে ঝিকমিক করা কাঁচ !
সেভাবে কাঁচের ধার দেখিনিতো, সেভাবে কখনো কাঁটা
জলের ভিতরে ছোটো লাল-নীল ঢেউ
সেভাবে কখনো ঢেউ দেখিনি তো, সেভাবে কখনো লতা
জলের ভিতরে টানেনি আকুলে কেউ
সেভাবে কখনো নদীজল আর, গাছ-ফুল-কাঁটা-লতা
আমার নয়ন পারেনি খুলতে কভু
সেভাবে হলো না কোনোকিছু দেখা, হায় একঘেয়ে মন,
শরীরে তোমারে যতনে রেখেছি তবু…..
.
.
.
রাত ২.১৪
১৯ জুলাই ২০১২
– অন্তরা মিতু
‘সরব’ এর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
কবিতাটা আমার বেশ ভালো লাগলো তো! আমি এমনিতে কবিতা বুঝি না আর খুব কম কবিতাই ভালো লাগে পড়তে, যেমন এটা।
সরবে স্বাগতম। 😀 :welcome:
আন্তরিক ধন্যবাদ সামিরা আপু, ‘খুব কম’ এর মধ্যে আমার লেখা স্থান পেয়েছে জেনে খুব ভালো লাগছে 🙂
সরব এ স্বাগতম।
ভালো লেগেছে
নিয়মিত লিখুন 😀
ধন্যবাদ বোহেমিয়ান…. পাশে থাকবেন……..
অবশ্যই 😀
তবে ইয়ে কবিতার পাশা পাশি অন্য কিছুও লিখতে পারেন। খুব সহজ না হলে অনেকেই কবিতার সাথে কানেক্ট করতে পারেন না
আমি মানুষটা ভাবুক টাইপের, গভীর রাতে প্রায় সময়ই মন উড়ে যেতে চায়! দেখা অদেখা জীবনের প্রতি অন্যরকম এক আকর্ষণ থাকেই। কবিতা আমিও ভালো বুঝি না, কিন্তু পড়তে ভালো লাগে! আপনার লেখাটি অনেক ভালো লেগেছে!
সরবে স্বাগতম!
অনেক ভালো লাগলো, আপনার অনেক ভালো লেগেছে জেনে……. সাথে থাকবেন এমন অনুপ্রেরণা নিয়ে……
ভাল :love:
অনেক ধন্যবাদ, মুবিন…
:welcome:
কবিতাটা পড়তে তো বেশ ভালো লেগেছে 😀
আশা করি নিয়মিত লিখবেন 🙂