তারুণ্যের ২০ কুড়ি – কীভাবে বাংলাদেশকে বদলে দিচ্ছে তরুণরা? [সরব বই]

এবং শেষ পর্যন্ত বের হচ্ছে – এই বইমেলায়। তারুণ্যের প্ল্যাটফর্ম- সরব এর প্রথম বই।

২০২০ সালে বাংলাদেশে তরুণদের সংখ্যা হবে প্রায় ৬ কোটি! আর এখনই মোটামুটিভাবে প্রতি ৩ জনের একজন তরুণ! অন্তত ৩১% বাংলাদেশীর বয়স ১৫ এর নীচে! বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের এই তরুণরা।
বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই তরুণরা আছে এখন। সিনেমা, নাটক, সাহিত্য, ব্যবসা-বাণিজ্য (খুব শীঘ্রই) রাজনীতিও চলে যাচ্ছে তরুণদের দখলে। বাংলাদেশ যেন ডাকছে “ওরে তরুণ ওরে আমার কাঁচা”!
বাংলাদেশ বদলে যাচ্ছে। 
Shorob.com নিজেকে তারুণ্যের প্ল্যাটফর্ম দাবি করে। আর বাংলাদেশকে মনে করে তারুণ্যের দেশ! এই বইটির উদ্দেশ্য অমিত সম্ভাবনার তরুণদের মিছিলে যোগ দেয়ার, নিজের জায়গায় দাঁড়িয়ে সরব হওয়ার। তরুণদের ভাবনার বিষয়, সম্ভাবনার কথা, সমস্যার শব্দগুলো, সমাধান এর রাস্তা – এই সবই মলাটবন্দী হলো – তরুণদের হাতে, তরুণদের জন্য!
এই বইটি তরুণদের ভাবতে সাহায্য করবে নিজেকে নিয়ে, দেশকে নিয়ে। ইতিহাস নিয়ে, “আজ”কে নিয়ে এবং আগামী নিয়ে।
– সরব হোন স্বপ্ন নিয়ে

সরব এর বই এর প্রচ্ছদ, প্রচ্ছদ করেছেন নিলয়

মলাটবন্দী লেখাগুলো

  • কীভাবে বদলে যাচ্ছে বাংলাদেশ
  • ফেইসবুকগ্রস্ততার মনস্তত্ত্ব: মিলেনিয়াল প্রজন্মের দ্বিতীয় জীবন
  • ফিলোসফির সহজ পাঠ
  • রুমি: আমাদের তরুণ শহীদ
  • প্রতিটি কামড়ে বদলে যাচ্ছে পৃথিবী!
  • আমরা এবং আমাদের সম্পর্ক
  • মানুষের জন্য প্রযুক্তি
  • যেভাবে (প্রায়) অযথা রক্তপাত বাঁচিয়ে দিতে পারে আরেকটি জীবনকে
  • জেনেটিক্স-এর আবিষ্কার এবং কেন আমাদের সহাবস্থান এর দরকার
  • বাংলাদেশ অলিম্পিয়াডের দেশ
  • ব্যর্থতার হাত ধরে, কল্পনার ডানা মেলে
  • বিশ্ববিদ্যালয় জীবনের শর্টকাট রাস্তা: চীটশীট!
  • কৃষ্ণকলি লোকে যারে বলে
  • উচ্চতর শিক্ষার এপিঠ ওপিঠ
  • তারুণ্যের সিনেমা দেখা
  • সফল নেতৃত্বের চাবিকাঠি: বেশি বেশি বই পড়া
  • কাজ আর সত্য, ঘৃণা কিংবা প্রেম
  • ফেইসবুক, আমি এবং আমাদের স্বপ্ন
  • বাঙালিরা বিশ্বকে কী দিল

প্রিয় পাঠক! তরুণদের মাঝে ছড়িয়ে দিন এই বই এর কথা, বই এর ভেতরের কথা। এর পেছনের স্বপ্নের কথা।

আমাদের বাংলাদেশ আমরাই গড়ব!

প্রকাশ: অমর একুশে বইমেলা ২০১৩
মূল্য: ১০৫ টাকা (২৫% ডিসকাউন্টের পর)
প্রকাশক: সরব প্রকাশনী

বইমেলার যে স্টলে পাওয়া যাবে: আগুনমুখা (২৪ নং স্টল), লিট্‌ল ম্যাগ কর্নার
অনলাইনে যেখানে পাবেন: http://www.rokomari.com/book/59348

সাহিত্যস্বর সম্পর্কে

সরব বাংলাদেশে বই জনপ্রিয়করণের লক্ষ্যে কাজ করতে চায়। এই লক্ষ্যে আমরা নানান ধরনের কাজ করতে চাচ্ছি। প্রথম পদক্ষেপ হিসেবে একুশে বইমেলা ২০১২তে বিভিন্ন ব্লগারদের বই আমরা প্রোমোট করতে চাইছি। প্রতিদিন একজন করে ব্লগার/লেখক এর ইন্টারভিউ আমরা ছাপানোর পরিকল্পনা নিয়েছি।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বইপড়ুয়া-এ এবং ট্যাগ হয়েছে , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

16 Responses to তারুণ্যের ২০ কুড়ি – কীভাবে বাংলাদেশকে বদলে দিচ্ছে তরুণরা? [সরব বই]

  1. একুয়া রেজিয়া বলেছেনঃ

    শুভকামনা- চমৎকার তথ্যবহুল একটি হবে আশা করছি-

  2. মাধবীলতা বলেছেনঃ

    বই ও সাহিত্যস্বরের জন্য শুভকামনা ।

  3. শারমিন বলেছেনঃ

    শুভকামনা 😀

  4. বোহেমিয়ান বলেছেনঃ

    অসাধারণ একটা কাজ।

    জড়িত ছেলেপেলেদের স্যালুট [আমি বাদে আর কি!]

    আমাদের তরুণদের জাগিয়ে তুলুক

  5. সামিরা বলেছেনঃ

    খুশি :penguindance:

  6. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    অধীর অপেক্ষায় :happy:

  7. ফিনিক্স বলেছেনঃ

    :yahooo: :clappinghands: :guiter:

  8. সাঈদ আনোয়ার অনুজ বলেছেনঃ

    পিপাসে কেবলই বাড়ছে…

  9. অনাবিল বলেছেনঃ

    :penguindance: :penguindance: :clappinghands: :clappinghands:

  10. দারাশিকো বলেছেনঃ

    নগদে কিনিয়া লইলাম।

  11. অন্তরা মিতু বলেছেনঃ

    কিনবো অবশ্যই 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।