সক্রেটিসের প্রশ্ন

একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প।
গল্পটা গ্রিসের। বিখ্যাত মনীষী সক্রেটিসকে নিয়ে। অনেকেই হয়ত গল্পটা জানেন। তবু বলি।

প্রাচীন গ্রিসের সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি বলে ধরে নেয়া হয় সক্রেটিসকে। শুধু তাই নয়, আজতক সক্রেটিসের মত জ্ঞানী ব্যক্তি পৃথিবীর মাটিতে খুব কমই পদার্পন করেছেন। যদি ইতিহাসের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যাক্তিদের একটা তালিকা তৈরি করতে বলা হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় তাঁর নাম প্রথম কাতারেই থাকবে।

একদিন তাঁর কাছে একজন লোক এসে বললো, “মহাশয়, আপনার বন্ধু সম্পর্কে কিছু কথা শুনলাম। আপনাকে সেগুলো জানাতে চাই।”

সক্রেটিস বললেন, “ঠিক আছে। কিন্তু বলার আগে ৩টা প্রশ্নের উত্তর দিন কষ্ট করে। এরপর আপনার যা বলবার তা বলবেন না হয়।”
লোকটি কিছুটা ভড়কে গেল। আসলে তখন সক্রেটিসের যেকোন প্রশ্নকেই সবাই খুব সমীহ করতে। আমতা আমতা করে সে বলল, “ঠিক আছে। বলুন, আপনি কি জানতে চান।”

সক্রেটিস জিজ্ঞেস করলেন, “আপনি কি নিশ্চিত যা শুনেছেন তা সত্যি?”
লোকটি কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, “না, মানে… আমি ঠিক নিশ্চিত না। শুনলাম শুধু।”

সক্রেটিস আবার জিজ্ঞেস করলেন, “আপনি কি আমার বন্ধুকে নিয়ে ভালো কিছু বলবেন?”
লোকটি এবারো চুপ। উত্তর দিতে দেরী দেখে সক্রেটিস আবারো জিজ্ঞেস করলেন।
লোকটি মুখ কালো করে জবাব দিল, “না, মানে…”

লোকটা কথা শেষ করবার আগেই সক্রেটিস আবার প্রশ্ন করলেন, “আপনি যা বলবেন তা কি আমার কোন কাজে আসবে? উপকারে লাগবে?”
লোকটি ইতস্তত করে বললেন, “না বোধহয়।”

এবার সক্রেটিস বললেন, “এমন কথা কেন বলতে চান যা সত্যি কিনা আপনি জানেন না তাও আবার কোন কাজেরও নয়! কি অদ্ভুদ আপনারা!! অদ্ভুদ আপনাদের কাজকর্ম!!”

লোকটি আর কোন কথা না বলে মাথা নিচু করে চুপচাপ চলে গেল।

আশা করি সবারই বোধগম্য হয়েছে, এই গল্পটার কি উদ্দেশ্য।
কারো কথায় কান দেয়ার আগে যাচাই করে নিন। মনে রাখবেন, আপনার চোঁখ দু’টো নিজেকে বিশ্বাস করে, কিন্তু কান দু’টো বিশ্বাস করে অন্যকে।

অনুজ সম্পর্কে

সাদা কাগজে কালো কালিতে লিখতে গেলে হয়ত লিখতে হবে - প্রথমত আমি রক্ত মাংসে গড়া এক মানুষ, দ্বিতীয়ত চিরন্তন সত্য, মৃত্যুর সাথে করি বসবাস... https://www.facebook.com/CoercedAnuj
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

22 Responses to সক্রেটিসের প্রশ্ন

  1. সুবর্ণরেখা বলেছেনঃ

    ভালো লাগলো !
    বর্তমান ফেইসবুকিয়ান প্রজন্মের জন্য খুব দরকার মনে হয়, কথাগুলো নিয়ে চিন্তা করা ।

  2. শাহরিয়ার বলেছেনঃ

    হুম… ভাল লেগেছে। :clappinghands:
    সুন্দর রিমাইন্ডার। :happy:

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    ঠিক মতো না জেনে হাবিজাবি স্ট্যাটাস দেয়া পুলাপানগুলারে এই লিঙ্ক ধরায়া দিব ভাবতেছি 😛

  4. শারমিন বলেছেনঃ

    ভালো লেগেছে
    😀 😀

  5. সামিরা বলেছেনঃ

    দারুণ দারুণ। খুবই সত্যি কথা, কবে যে এত পরিমিতভাবে কথা বলতে শিখবো!
    কিন্তু এটা আসলেই সক্রেটিসের ঘটনা? আমি মনে হয় আগে অন্য কারও নামে শুনেছিলাম। অনেক বিখ্যাত কাহিনীই এরকম একাধিক ব্যক্তির নামে শুনেছি, আসলে ঘটনা যে কার কে জানে!

  6. মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

    সুন্দর লেখা ভাইয়া, এরকম লেখা আরো চাই।

  7. আল মামুন বলেছেনঃ

    ধন্যবাদ।

  8. হৃদয় বলেছেনঃ

    এতোটা পজিটিভলি কীভাবে চিন্তা করতেন! :huzur:

    দারুণ লাগলো :beshikhushi:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।