পড়তে চায় না সে ধরা, সে যে মন-বিবাগী হয়ে খুঁজে ফেরে বাতাসে…

সুখপাখি সে বনকে আড়াল করে
ভেঙে যা ভেঙে যা সীমানা
ডানা মেলে সে ফিরতে চায় না নীড়ে
মনেতে জমানো বেদনা 

পৃথিবীতে মানুষ হয়েও মুক্ত স্বাধীন বিহঙ্গের মত উড়ে বেড়াতে পারার মত ভালো ব্যাপার আর কী হতে পারে ভাবি।

মানে সত্যি সত্যি পিঠে ডানা জুড়ে দিয়ে উড়তে পারার কথা বলছি না। বলছি না যখন যা ইচ্ছে করবে তাই করতে পারার ক্ষমতার কথাও।

স্বনির্ভরতার কথা বলছি।

এমন এক সকালে ঘুম ভেঙে উঠতে চাই যখন নাস্তা বানিয়ে খাওয়াবে না কেউ, অনেক সময় লাগুক – সকাল গড়িয়ে দুপুর হোক – তবু নিজের খাবারটা তৈরি করে খেতে পারবো যেই সকালে।

সুখপাখি সে মনকে আড়াল করে
ভাবে গো পাবে না ঠিকানা,
জমানো সুখ ও জটবাঁধা দুখ নিয়ে
যাবে যে কোথায় ও জানে না 

কাউকে বাজার করে আনতে হবে না আমার জন্য এমন এক শুক্রবার পেতাম যদি, নিজেই বাজারে গিয়ে দরদাম করে সব দরকারি জিনিস কিনে আনতে পারতাম যদি।

কেউ ঘর গুছিয়ে না দিক কোনদিন, নিজের ঘর নিজেকেই যেন গুছিয়ে রাখতে হয় আর তা না করলে সব ধুলো-ময়লায় সয়লাব আর…

পৃথিবীর যেখানে খুশি চলে যেতে চাই কোন এক ভোর কিংবা সন্ধ্যায়, কোন পিছুটান না থাকুক আর না থাকুক হারিয়ে যাওয়ার ভয়, একলা চলতে-ফিরতে পারার কী অসহনীয় আনন্দ সে-ই কেবল থাকুক!

এমন একটা দিন আসুক এই ছোট্ট জীবনে যেদিন নিজের খরচটা নিজেই আয় করতে পারবো, কেউ ফুটো পয়সা না দিলেও আমার দিনরাত চলে যাবে দিব্যি…সেটা যেমন-তেমন করেই হোক না কেন।

একলা কোন বাসায় থাকতে পারবো যেদিন থেকে দিনের পর দিন, এমন একটা দিন চাই আমার। চাই অফুরন্ত কাজ আর ফুরন্ত সময়, সেই সাথে অন্তবিহীন বাঁধভাঙা স্বাধীনতা আর নিজের কাজ নিজে করতে পারার আনন্দ।

উড়তে উড়তে বায়ুর বেগে
খুঁজতে থাকে এ মন
ঘুরতে ঘুরতে আকাশ জুড়ে
দেখছে সে ভুবন

স্বাধীনতার মানে কী বলো? এর চাইতেও বেশি কিছু নাকি? আমার কাছে তো এই-ই ঢের, এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার মত পাই না তো খুঁজে আমি…

এই স্বাধীনতায় আনন্দ আছে, আছে সন্তোষ, আছে ডানা মেলে ওড়ার স্বাদ।

তবে একটাই মাত্র ‘কিন্তু’ আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। আনন্দের সাথে কি সুখও থাকবে একই সমান? থাকবে সৌম্য-শান্ত মন আর হৃদয়ভরা সুখের মাতলামি? সেই আমি আনন্দিত আমি হবো নিশ্চিত কিন্তু সুখী আমিও কি সে-ই, দুজনে কি আসলেই একই মানুষ?

এই প্রশ্নের উত্তর পেতে হলেও একদিন বিহঙ্গ হতে চাই শুধু একদিনের জন্য, মুক্ত-স্বাধীন বাঁধনছেঁড়া ডানা মেলে অজানায় উড়ে বেড়ানো বিহঙ্গ হতে চাই শুধু…আর কিছু না।

পড়তে চায় না সে ধরা
সে যে মন-বিবাগী হয়ে খুঁজে ফেরে বাতাসে
মেঘ-পানি করে জড়ো
সে যে তৃষ্ণা মেটাবে গো মনমত আকাশে ((লাবিকের গান))

সামিরা সম্পর্কে

পীচ-গলা তরলে আটকে পা, দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে/ অসতর্ক হৃদয় পোষ মানে মিথ্যে বলার আফসোসে.../// প্রকাশিত লেখার কপিরাইট সংশ্লিষ্ট লেখক সংরক্ষণ করেন এবং লেখকের অনুমতি ছাড়া লেখা আংশিক বা পূর্ণভাবে কোন মিডিয়ায় পুন:প্রকাশ করা যাবে না।
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

26 Responses to পড়তে চায় না সে ধরা, সে যে মন-বিবাগী হয়ে খুঁজে ফেরে বাতাসে…

  1. এখনও শিশু বলেছেনঃ

    খুবই সুন্দর হয়েছে তো ! :clappinghands:

  2. এখনও শিশু বলেছেনঃ

    সত্যি বলসি তো তাই ভাল্লাগে না, না? 😛

  3. শারমিন বলেছেনঃ

    নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ আছে
    মাঝে মাঝে অবশ্য ফাঁকিবাজি করতে মন চায় 😛
    যদিও বেশির ভাগ সময় আমি আমার নিজের কাজ নিজেই করি 8)

  4. মাধবীলতা বলেছেনঃ

    অনেক অনেক অন্যরকম একটা ভালোলাগার অনুভূতি… :love:

  5. বোহেমিয়ান বলেছেনঃ

    ভাল্লাগছে!

    এমন সকাল আর এমন দিন আসুক!

  6. বৈরাগী বলেছেনঃ

    আপু খুব খারাপ, এক লেখা দুই বার পড়া লাগে। 8)
    পচা। :fire: :dhisya:

  7. অনেকদিন পর আপনার লিখা পড়লাম!! কষ্ট লাগলো!! লিখার হাত এখনো আগের মতোই রয়ে গেছে!! হিংসা জাগানিয়া!!

    ভালো লেগেছে! মায়া মায়া আমেজে ভরা!!

    এমন দিন যেন আসে, যেন আসে……

  8. অনাবিল বলেছেনঃ

    পৃথিবীর যেখানে খুশি চলে যেতে চাই কোন এক ভোর কিংবা সন্ধ্যায়, কোন পিছুটান না থাকুক আর না থাকুক হারিয়ে যাওয়ার ভয় …..

    আর হ্যাঁ, সুখটাও যেন থাকে সাথে……

    ভালোলাগা কথামালা……

  9. অবন্তিকা বলেছেনঃ

    # তবে একটাই মাত্র ‘কিন্তু’ আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। আনন্দের সাথে কি সুখও থাকবে একই সমান? থাকবে সৌম্য-শান্ত মন আর হৃদয়ভরা সুখের মাতলামি? সেই আমি আনন্দিত আমি হবো নিশ্চিত কিন্তু সুখী আমিও কি সে-ই, দুজনে কি আসলেই একই মানুষ? #

    কিভাবে লিখো আপু! :love:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।