আমাদের চোখে আজ ঘুম নাই,
আমরা আজ স্বাধীনতার নেশায় মাতাল।
আজ কোন অপশক্তির জোর নাই,
আমাদের গর্জনে কাঁপছে আকাশ-পাতাল।
আমরা ভিড়ের মধ্যে অনেক
তবুও এক, শুধুই একটি সুরে বাঁধা,
যেমন নদীর জন্য অন্ধ ঝড়ে
স্রোতের উলটো বুক ফুলিয়ে ছোটা।
আজ আমরা স্বীয় নীড় ত্যাগী,
শুধুই খোলা পথের অনুরাগী।
সুরুজ রশ্মি ভোজন মোদের,
তারার রাত্রি চাদর মায়ার।
আজ মশাল, মিছিল, ফেস্টুনও
রাঙা, রাজাকার বিরোধী রঙে।
শপথ, রক্ত ঘেমে পানি করবো,
দাবি এবার ছাড়ছি না কোন ক্রমে।
তরুণ তোমায় ধন্যবাদ, তুমি
জেগেছ এত বছর পরে।
তোমরা এনে দাও তাদের শাস্তি
যেমন এনেছিলে মুক্তি ক্ষণে।।
ভালো লেগেছে 🙂
ধন্যবাদ আপু… 🙂