শাহবাগ আন্দোলনে প্রতিবন্ধী ব্যক্তির পক্ষ থেকে আমাদের একাত্মতা ঘোষণা

প্রতিবন্ধী ব্যক্তির সামাজিক অধিকারের দাবীতে লড়ে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বি-স্ক্যান এর উদ্যোগে (উদ্যোগটা যদিও বি-স্ক্যান নিতে যাচ্ছে কিন্তু  এই আয়োজন কোন সংগঠনের ব্যানারে হবে না। যেহেতু এটি সকল বাঙ্গালীর প্রাণের  দাবী, আমরাও সেই দাবীতে একাত্মতা ঘোষণা করছি) , আগামী ১৫ ফেব্রুয়ারী”১৩ শুক্রবার, বন্দর নগরী চট্টগ্রাম এবং ১৬ ফেব্রুয়ারী’১৩ শনিবার, ঢাকাতে বেলা ৩:০০ টায় বাঙ্গালীর প্রাণের দাবী, সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বাংলাদেশের সমস্ত প্রতিবন্ধী মানুষের পক্ষে তরুণ প্রজন্মের সাথে সংহতি প্রকাশ করতে অংশ নিতে যাচ্ছে ঢাকা শাহবাগ – প্রজন্ম চত্বর এবং চট্টগ্রাম প্রেস ক্লাব – স্বাধীনতা চত্বরে

আমরা প্রতিবন্ধী মানুষেরা সবসময় একীভূত সমাজ ব্যবস্থার দাবী জানিয়ে থাকি, স্লোগান দিয়ে থাকি “আলাদা নয় একসাথে”। কিন্তু যে প্রাণের দাবীতে আজ সারা দেশ উত্তাল তা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। সেখান থেকে মুখ ফিরিয়ে রেখে আমরা কোনদিনও সমাজে একীভূত হতে পারবো না। তাই প্রতিবন্ধী মানুষেরাও সকলের সাথে সম্মিলিত ভাবে সারা দেশের ছাত্র-জনতার সাথে এক হয়ে ন্যায়ের দাবি আদায়ে লড়তে চায়। এবং ন্যায় বিচারকে অর্জন করে ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিবন্ধী ব্যক্তি এবং সকল মানুষের বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তবেই ঘরে ফিরতে চাই আমরা। সরকারের কাছে আমাদের দাবী, একাত্তরের ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যত দ্রুত সম্ভব।

আর এই রাজাকার মুক্ত বাংলাদেশ গঠনের দাবী নিয়ে একটি নির্দিষ্ট স্থানে আমরা প্রতিবন্ধী এবং অ-প্রতিবন্ধী ব্যক্তিগণ দল মত নির্বিশেষে একত্রিত হবো। এরপর সেখান থেকে স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে আন্দোলনস্থলে গিয়ে অবস্থান নেবো। যে কোন সাধারণ মানুষ আমাদের এই দাবীতে একাত্মতা ঘোষণা করে যোগ দিতে পারেন। ঢাকা এবং চট্টগ্রাম আয়োজনের বিস্তারিত নিচে দেয়া হলোঃ

 

 

চট্টগ্রাম

তারিখঃ ১৫.০২.২০১৩, শুক্রবার

 

সময়ঃ বেলা ৩:০০ টা

 

স্থানঃ চট্টগ্রামে আগ্রহী ব্যক্তিদের চেরাগীর মোড়ের ব্র্যাক ব্যাংক এর সামনে ঠিক সময়ে উপস্থিত হবার অনুরোধ করা হচ্ছে। গন্তব্য ‘চট্টগ্রাম প্রেস ক্লাব’ স্বাধীনতা চত্বর।

 

চট্টগ্রাম যোগাযোগঃ জয় চাকমা- 01190 346 821 সালেহ আহমেদ রাখি- 01615 230 838

 

________________________________________________________________

________________________________________________________________

 

 

ঢাকা

 

তারিখঃ ১৬.০২.২০১৩, শনিবার

 

সময়ঃ বেলা ৩:০০ টা

 

স্থানঃ ঢাকায় যোগদানে আগ্রহীদের হোটেল শেরাটন এর গেইটে (প্রবেশ পথ যেটা, পিজি হাসপাতালের দিকে) এর সামনে একত্রিত হবার অনুরোধ করা হচ্ছে। সেখান থেকে স্লোগানে স্লোগানে হাজির হবো শাহবাগ – প্রজন্ম চত্বরে।

 

ঢাকা যোগাযোগঃ মোহিদুল ইসলাম- 01670 812 798 ও নাভিদ নওরোজ-  01611 261 339

 

মূল স্লোগানঃ  বাঙালির প্রাণের দাবী -রাজাকারের ফাঁসী,

আমরা বীরের জাতি

প্রতিবন্ধীদের সংহতি ফেসবুক ইভেন্টঃ https://www.facebook.com/events/443739249043520/

সাবরিনা সুলতানা সম্পর্কে

“আমার কতো দাবি! কতো চাহিদা! কিছুই পাইনা। যেদিকে হাত বাড়াই সেদিকে অন্ধকার। সব জায়গায় নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। প্রাকৃতিক নিয়ন্ত্রণ। সব নিয়ন্ত্রণে আমি বাঁধা আর গুমরে গুমরে কাঁদে আমার আশা আকাঙ্ক্ষা। ভালোবাসা!”
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to শাহবাগ আন্দোলনে প্রতিবন্ধী ব্যক্তির পক্ষ থেকে আমাদের একাত্মতা ঘোষণা

  1. জ্ঞানচোর বলেছেনঃ

    আপুর এই সাহসী পদক্ষেপের জন্য অভিনন্দন।
    আমাদের পরিবারের ভিন্নভাবে সক্ষম ভাই ও বোনেরা অন্যদের সমান দেশপ্রেম বুকে ধারন করেন। এর একটা অগ্নোদ্ভাসিত প্রমাণ আমরা দেখতে যাচ্ছি। :dhisya: :dhisya: :dhisya:

    যেভাবে সকল জাতীয় সমস্যায় সাবরিনা আপুকে দেখেছি সেই সব মানুষের অংশগ্রহণ নিয়ে তৎপর, এখানেও আশা করছিলাম এমনই এক উদ্যোগ। :huzur: :huzur:

    কুলাঙ্গার মুক্ত দেশ চাই।

  2. ভীষণ ভালো লাগে আপু, যখন দেখি এমন করে যার যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে আসছে! তোমাদের দেখলে আরো সাহস পাই, এতো ভালোবাসা এই দেশটাকে ঘিরে, আমরা কেন যা চাই পাবো না……

    শনিবার থাকবো আপু, ইচ্ছে আছে ভীষণ……

  3. সামিরা বলেছেনঃ

    আসতে পারি নি আজকে। আপনাদের জন্য শুভ কামনা।

  4. ফিনিক্স বলেছেনঃ

    বেশ দেরি করে ফেলেছিলাম যেতে। পরে শুনি সালমা আপু ছিলেন অনেকক্ষণ। কিন্তু তাঁর কনট্যাক্ট নাম্বার না থাকায় তখন যোগাযোগ করতে পারি নি। 🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।