গত বছর অনেক ট্রাই করলাম, আমার লেখা থ্রিলারটা বইমেলায় বের করতে। ঘোরাঘুরি সব বৃথা গেল, মেলার সপ্তাহখানেক আগে প্রকাশক জানালেন- বের করতে পারবেন ঠিকই, তারপর সেই ই এর পর কিছু শর্ত জুড়লেন, যা আমার পক্ষে পূরণ করা সম্ভব ছিল না- আর আমি জানি সেটা সম্মানজনকও না। বাদ দিলাম। ভাবলাম, থাক লাগবে না বই বের করা।
কিন্তু সে মোহ থেকে বের হতে পারলাম না, যারা পড়েছেন তারা এত এত বলতেন বই বের করার চেষ্টা করতে যে সেটা সম্ভবও ছিল না। আবারো বইমেলার আগে জুতোর তলা খসালাম। তবে এবার প্রত্যয়ী ছিলাম থ্রিলারটা বের করবো এমন প্রকাশনী থেকে, যাকে মানুষ থ্রিলারের জন্যই চেনে, থ্রিলার পড়ুয়ারাই যেখানে আসে, নইলে দরকারই নেই। এমন হাতে গোনা দুয়েকটা প্রকাশনীর মধ্যে সেবা প্রথমেই বাদ, ওরা নতুনদের বই বের করে না বললেই চলে, আর তারপরের যে অপশন সেটা আমার জন্য সেবার চেয়েও আরাধ্য ছিল, কারন সে প্রকাশনীর প্রচ্ছদ হয় অসাধারণ, কাগজও ভালো, আমাদের বন্ধুমহলে খুব জনপ্রিয় প্রকাশনী ‘বাতিঘর’। আর থ্রিলারের জন্য পুরোপুরি বিশেষায়িত। সেখান থেকে বই প্রকাশ করতে পারাটা আক্ষরিক অর্থেই আমার জন্য স্বপ্নের মত ছিল।
শেষমেশ সফল হবো সেটা ভাবি নি, গল্প পছন্দ হয়ার পর কোন শর্ত ছাড়াই প্রকাশক এবার বইমেলার জন্য নির্বাচিত করলেন আমার লেখা থ্রিলারটা। গত ১৮ ফেব্রুয়ারী মেলায় প্রকাশিত হল ‘ ভেন্ট্রিলোকুইস্ট’। বহুদিন পর নিজেকে আবার সৌভাগ্যবান মনে হল।
তবে প্রথম মেলাতেই দুটো বই বের করতে পারবো সেটা আমার ভাবনার অতীত ছিল, এবং দুটোই কোন ধরনের শর্ত ছাড়া।
সরব আর ফেসবুকে একটা রূপকথা শুরু করেছিলাম ‘ বিলু, কালু গিলুর রোমাঞ্চকর অভিযান’। সেটা একদিন পরিচিত এক সিনিয়র সাংবাদিক ভাইকে পাঠালাম, যিনি প্রথম সারির একটা দৈনিকের ডেপুটি ফিচার এডিটর। পাঠিয়েছিলাম যাতে কোন এক পাতায় লেখাটা যায়। কিন্তু তিনি পড়ে বললেন, ’ পত্রিকায় দরকার নাই, শেষ করো, এটা বই করতে হবে।’ আমিও মহা উৎসাহে শেষ করলাম। পাঠালাম। উনি এ বছরই একটা প্রকাশনী দিচ্ছেন, বেশ জোরেসোরে এবং মহাসমারোহে। সেটার জন্য নির্বাচন করলেন। বইয়ের অলংকরণের জন্য র্যাট আসিফকে খুঁজে বের করলাম, ওর আঁকা ব্লগে দেখে আমার এত ভাল লেগে যায় যে আমার প্লান ছিল যদি কোনদিন বই বের করি তাহলে ওকে দিয়ে অলংকরণটা করিয়ে নেব।
তাই কীভাবে কীভাবে যেন এক মেলাতেই এবং আমার জন্য প্রথব বারেই দুটো বই বের হয়ে গেল। 🙂 আশা করি বইগুলো মেলায় আসলেন দেখবেন, থৃলারটা ৭৮ নং স্টল বাতিঘর এ আর ২৭৭ নং গদ্যপদ্য স্টলে পাওয়া যাবে অন্যটা।
সরবে গল্পের লিংক : বিলু, কালু গিলুর রোমাঞ্চকর অভিযান
থৃলারটা শুরু করেছিলাম সামুতে।১ম পর্বের লিংক: http://www.somewhereinblog.net/blog/mashudul_haque/29422214
ভেন্ট্রিলোকুইস্ট বইটার নাম আর প্রচ্ছদ দেখেই খুব পছন্দ হয়েছে তার উপর আবার থ্রিলার
পড়ার ইচ্ছা আছে আর বিলু, কালু গিলুর রোমাঞ্চকর অভিযান আমার খুবই পছন্দের
দুটাই পড়া হবে আশা করছি 😀
শুধু মেলায় গিয়ে বইগুলো দেখবনা সাথে করে নিয়েও আসব 😀
ধন্যবাদ
পড়ে কেমন লাগলো জানাবেন অবশ্যই 🙂
২ টা বইই কিনছি 😀
ইয়েয়েস!!
বাপ্পি ভাইরে অটোগ্রাফ দিছি!! 😀
কিছুক্ষণ আগেই শেষ করলাম থ্রিলারটা!! এক কথায় অনবদ্য লেগেছে! অল্প কিছু সমালোচনা তো থাকবেই, কিন্তু আমাদের দেশের থ্রিলারের গুণগত অনেক পরিবর্তন হয়েছে! বেশ চমৎকার একটা রুদ্ধশ্বাস লিখা ছিলো তোমার!! আসলেই দারুণ! আর পরেরটার মোড়ক উন্মোচনে থাকার ইচ্ছে আছে! 😀
দেখা হবে! 😀
থ্যাংকু থ্যাংকু 😀
দেখা হবে ভাইয়া।
আর হ্যা, সমালোচনা কি আছে আজকেই মেইল করবেন।
অসাধারণ! বাতিঘরের প্রচ্ছদ আসলেই ভালো লাগলো, আর আপনার লেখার কথা নতুন করে কী বলবো আর। 😀 প্রথমবারেই এভাবে স্বপ্ন পূরণের মত পছন্দের প্রকাশনী থেকে আর পছন্দের আঁকিয়ের করা প্রচ্ছদে বই বের করতে পেরেছেন জেনে নিজেই খুশি হয়ে উঠলাম। মেলায় শেষবারের মত যাবো আরেকদিন, কিনে ফেলতে চাই। 😀
😀
আসলেই, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
ধন্যবাদ আর শুভকামনা।
ভেন্ট্রিলোকুইস্ট টা ফেসবুক নোটে পড়েছিলাম আর রূপকথার পর্বগুলো সরবে। দুটো বই-ই কেনার ইচ্ছে রাখি, রূপকথাটা ভাগ্নির জন্য! 🙂
শুভকামনা… 🙂
শুভকামনা
আর ধন্যবাদ 🙂
দারুনhttp://shorob.com/wp-includes/images/smilies/icon_love.gif
🙂
আপনার বইয়ের এত্ত এত্ত এত্ত এত্ত এত্ত এত্ত এত্ত এত্ত প্রশংসা শুনেছি যে কী আর বলবো! পড়ার অপেক্ষায় আছি এখন। পরীক্ষার কারণে একটা বইও সময় করে পড়া হলো না! 🙁
পড়ে ক্যামন লাগলো জানাবেন 🙂
মাশুদুল হক ভাই,আপনার থ্রিলারের ফ্যান হয়ে গেলাম।প্রথমে মনে হয়েছিল ভেন্ট্রিলোকুইস্ট’ বইয়ের দামটা হয়তো একটু বেশী।কিন্তু এখন পড়ার পরে মনে হচ্ছে এই ধরনের একটা বইয়ের জন্য দাম বেশি হলেও খরচ করতে মায়া লাগেনা।তাছাড়া নতুন থ্রিলার বের করার জন্য এই দাম উদ্দীপনা হিসেবে কাজ করবে।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। :beshikhushi:
ধন্যবাদ আর শুভকামনা 🙂