সব ব্যর্থতাকে আগুন কর,
উদ্ধত মশালে টগবগে রক্তশিখা-
তখন জ্বলে ওঠার সময়
তখন জ্বালাবার সময়।
ভয়কে টেনে তোল গহ্বর থেকে,
অন্দরে উল্লাস করে তাণ্ডবী বৈশাখ-
তখন ভাঙনের সময়,
তখন ভেঙ্গে দেয়ার সময়।
এবার নাও পথের ঠিকাদারি,
সুপরিকল্পিত উদ্যোগে সৃষ্টির সুখ-
এখন নির্মাণের সময়,
এখন নির্বাণের সময়।
জুলফিকার ইসলাম সম্পর্কে
পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
সাহিত্য-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
শানে নুযূল আছে কোন? 😀
ভাল্লাগছে! এখন সময় তারুণ্যের
শানে নুযূল তো আছেই। ধ্বংস আর সৃষ্টি পুরো আলাদা বিষয়। বাতিলকে বাতিল করে দেয়ার যে সাহস,স্পর্ধা- সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি নতুন কিছু গড়ার জন্য দরকার অসামান্য কিছু মানবিক গুণ। যে গুণ ধ্বংস করতে পারে সেই একি গুণ দিয়ে কিছু নির্মাণ করা কঠিন।স্বাধীনতা উত্তর বাংলাদেশের জাতীয় চরিত্রের সাথেও এই কথাগুলো মেলানো যাবে। তারুণ্যের যে নতুন কিছু নির্মাণের দায়- সেই দায় মেটালেই তারুণ্য নির্বাণ লাভ করে, মুক্তিলাভ করে।
প্রেক্ষাপট তো দারুণ!
চমৎকৃত!
ভালো লেগেছে 😀
ধন্যবাদ শারমিন আপু। :happy:
জেগে ওঠার সময় এখন…গড়ে তোলার সময়……
আরো লিখুন……