বোধ…

রাত যত হবে কালো

জন শূন্য হবে তত জনপদ,

এই তো সময়ের নিয়ম চলার।

কিন্তু আজ তো নয়

কোন সাধারণের রাত শুনো,

এ রাত প্রতিবাদের দীর্ঘ কায়া।

 

শত শত মানুষের গর্জনে

লুকিয়ে সারা জাতির কান্না,

অনন্ত প্রতীক্ষা যার জন্য করা।

 

সত্যিই কি হবে না বিচার

আমার বাবার ঘাতক যারা,

দশক দশক যার প্রতীক্ষায় থাকা?

 

দোহাই তোমায় আলেক আমার,

আমাদের সুযোগ করে দাও,

শ্বাস নেয়ার করে দাও এতটুকু জায়গা।

এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to বোধ…

  1. অনাবিল বলেছেনঃ

    ভালো হয়েছে…
    মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই…

  2. সামিরা বলেছেনঃ

    🙁
    ট্যাগগুলি বুঝতে পারলাম না ঠিক। ‘গল্প’ কেন?

  3. কোথাও একটা অনিশ্চয়তা রয়ে যায়, তবু বিশ্বাস করি, বিচার হবেই……

    দারুণ!

  4. ফিনিক্স বলেছেনঃ

    সত্যিই কি হবে না বিচার
    আমার বাবার ঘাতক যারা,
    দশক দশক যার প্রতীক্ষায় থাকা? >> কেমন নির্মম সত্যিকারের একটা প্রশ্ন! এর উত্তর আমরা কবে পাবো?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।