শুধু ক্রোধ ভাসে,
এক লোহিত নিবাসে।
পরাজয় মানে না তাঁরা, তা যত বাঁধাই আসে।
তোরা হাত দিয়েছিস,
সেই মৌমাছির চাকে,
বাঁচাতে সুধা, প্রাণ যারা দিবে ঝাঁকে ঝাঁকে।
জানতি তোরা,
তবুও থামলি না,
ঝরালি একা পেয়ে রক্তের প্রথম ফোটা।
তাই লাল সূর্য,
উঠবে তালে তালে,
দুর করতে সংশয় আবার মানুষের কালে।
চেয়ে দেখবি তোরা,
ঐক্য ঢেউ-জোয়ারে,
ভাসছে কত তরুণ তরী ঘর, তীর-কুল হেরে।।
ছোট তবে মেসজবহুল লেখা!
HTML এ যেয়ে লাইন স্পেসিং কমিয়ে দিলে দেখতে ভাল লাগে। আর, লেখকের নিজের সম্পর্কে লেখার জায়গাটা ফাঁকা কেন?
*মেসেজ
ধন্যবাদ আপু। ব্লগিং একদম নতুন শুরু করেছি, আর খুব বেশি সময় যে দিতে পারি টাও না। আগামীতে লক্ষ রাখব। 🙂
কবিতাটা ভালোই লাগছে। তবে কবিতার বিষয়বস্তুর সাথে ট্যাগিংএর বিষয়গুলো কেমন যেন খাপছাড়া লাগছে।
কবিতা ভালো লেগেছে।
দুর> দূর
কুল> কূল
ফোটা> ফোঁটা
ভাইয়া, এর আগেও মনে হয় বেশ কয়েকবারই আপনাকে অনুরোধ করা হয়েছে এই ব্যাপারে। তবুও আপনি সাবধানী নন বলেই মনে হচ্ছে। ব্যাপারটা কি ইচ্ছাকৃত? আপনার কবিতার ট্যাগিং নিয়ে আগেও অনেকে মন্তব্য করেছেন, আজও করতে দেখলাম। কবিতা বিষয়ক ট্যাগিং না করে এলোমেলো ট্যাগিং করার পেছনের উদ্দেশ্যটা জানতে পারি কি?
বারবার একই বিষয়ে পাঠকের মনে সংশয়ের প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়াটা তো লেখকের উদাসীন মনের প্রকাশ বলেই ধরা হয়। আপনার কাছ থেকে পরেরবার আরো একটু ইতিবাচক আচরণ আশা করছি ভাইয়া।
কবিতাটা ছোট হলেও ভাল লেগেছে।
ফিনিক্স আপু এবং মুবিন ভাইয়ার সাথে একমত। এই প্রশ্নটা আগেও মনে হয়েছে আমার, আপনার ট্যাগিংগুলো যেন কেমন! এইভাবে এলোমেলো ট্যাগিং প্রায়শই পাঠককে বিভ্রান্ত করে/করতে পারে। আশা করি মনোযোগী হবেন এই ব্যাপারে। 🙂