স্বাধীনতার চেতনা তোমার মনে জাগায় না শিহরণ,
কারন নিরপেক্ষ তুমি ।
বায়ান্নর সালামের রক্ত
তোমার ধমনীতে জাগায় না এতোটুকুও অনুরণন,
কারণ নিরপেক্ষ তুমি।
প্রজন্ম চত্বরের মিছিল-স্লোগান তোমায় স্পর্শ করে না,
ভাবো-‘নিতান্তই শক্তিক্ষয় ছাড়া আর কিছু না’
কারণ নিরপেক্ষ তুমি ।
যুদ্ধাপরাধীর ফাঁসির রায় তোমার ঠোঁটে ফোটায় না হাঁসি,
কারণ নিরপেক্ষ তুমি।
সংখ্যালঘুদের বাড়িতে আগুন,মানুষকে কুপিয়ে হত্যা,
আজ তোমার চোখে পড়ে না,
কারণ নিরপেক্ষ তুমি ।
কিন্তু যাদের জন্য আজ তুমি নিজেকে ফেলেছ নিরপেক্ষদের কাতারে,
যাদের জন্য তোমার এই নির্লিপ্ততা,
তারা কি দেবে এর মূল্য? দেবে না।
একদিন এরাই এসে ধরবে তোমায়।
জ্বালাবে আগুন, পোড়াবে তোমার সাধের ঘর।
এদের ধ্বংসযজ্ঞ থেকে নিস্তার পাবেনা,
তোমার বৃদ্ধ বাবার কাঁচের চশমা,
তোমার ছোট্ট বোনের অতি আদরের বার্বি পুতুলটিও।
সেদিনও তুমি চুপ থাকবে,
এতটুকও ব্যাথিত হবে না তোমার হৃদয়।
কারণ, নিরপেক্ষ তুমি।
তোমার সমস্ত চেতনা-দেহ-মন-অস্তিত্ব
‘নিরপেক্ষতা’ নামক তকমায় লেপানো।
জয়তু তুমি,
জয়তু তোমার ‘নিরপেক্ষতা’।
:welcome:
ভালো লেগেছে
কেমন যেন মনের মধ্যে নাড়া দিয়ে যায় এমন কবিতা
আশা করি নিয়মিত লিখবেন 😀
ধন্যবাদ http://shttp://shorob.com/wp-includes/images/smilies
এই খানে একটু সাবধানে প্রশ্ন করলেই ভালো। যেমন জাফর ইকবাল স্যারকে সব জায়গায় একদল টানাটানি করে, তেমন ড ইউনুস/ ব্র্যাক এর ফজলে হাসান আবেদ/ বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাইয়িদ স্যার এদেরকেও অনেকে এই করতে হবে সেই করতে হবে বলতে চাচ্ছিল।
তরুণ প্রজন্মকে অবশ্যই নামতে হবে।
আর সাথে সাথে নিজেকে বুঝে নিতে হবে, পক্ষ বিপক্ষ সব কিছুই
আর প্রশ্ন করার, স্কেপটিকাল হবার মানসিকতা থাকতে হবে।
ভাইয়া আপনার মন্তব্য এতোটাই পরোক্ষভাবে করেছেন যে আমার বুঝতে সত্যি কিছুটা কষ্ট হচ্ছে :thinking: 🙁 …………যাই হোক আদৌ নিরপেক্ষতা কি সম্ভব?যারা আজ নিজেদের ‘নিরপেক্ষ’ নামক ৪ বর্ণের শব্দটিতে আপাদমস্তক আষ্টেপিষ্টে বেঁধে সব সমালোচনার বাইরে নিতে চাইছেন,তাদের নিরপেক্ষতার আড়ালে সত্যি কোন পক্ষ নেই?কবিতা লেখার চেষ্টাটা সেই মহান নিরপেক্ষতার মুখোশধারী মানুষদের জন্য…………বিপক্ষে থাকাতে কোন সমস্যা নেই কিন্তু সেটা স্পষ্ট হওয়া উচিৎ নয় কি?মুখোশের কোন দরকার নেই
মানুষ আসলেই নিরপেক্ষ হতে পারে, কোন একটা দিকে কিছুটা ঝুঁকে না থাকলে Centre of Gravity পালটে যাবে যে!!
ভালো লেগেছে কবিতাটা, নিয়মিত চাই!!
:welcome:
নিরপেক্ষতা ………… Center of Gravity :thinking: !!……….. ভালো বলেছেন তো 😀 ধন্যবাদ 🙂
নিরপেক্ষতা আসলেই অসম্ভব…
এটা হয় একধরনের ভন্ডামি কিংবা মূর্খতা ।।
যদি আপনার মতের সাথে কোন আদর্শ বা মতের মিল না থাকে, তবে নিশ্চয় আপনার নিজস্ব একটি মত বা আদর্শ আছে অর্থাৎ আপনি নিজেই একটি পক্ষ ।।।
যাহোক, :welcome:
:welcome:
নিরপেক্ষতা শব্দটা নিয়ে গবেষণা করতে হবে মনে হচ্ছে! :thinking:
ফিনিক্স দি PCR নিয়ে গবেষণা করেন,মিলিয়ন কপি যাতে ২য় অথবা ৩য় সাইকেলেই পাওয়া যায় :happy: ,২০-২২ সাইকেল পর্যন্ত অপেক্ষা করতে মন চায় না 😛
দুনিয়াতে কেউই নিরপেক্ষ না। স্বয়ং সৃষ্টিকর্তাও না। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে, মিথ্যা ও অন্যায়ের বিপক্ষে।
যারা নিজেদের নিরপেক্ষ বলে তারা আসলে মেরুদন্ডহীন সুবিধাবাদী মানুষ যারা শুধু সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে।
কবিতা ভালো লেগেছে।
‘মেরুদন্ডহীন সুবিধাবাদী মানুষ যারা শুধু সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে।’ :clappinghands:
ধন্যবাদ 🙂