আমি হয়তো মানুষ নই

আমি হয়তো মানুষ নই,

মানুষ হলে হাত-পা থাকতো,

চোখ, কান, মুখও থাকতো,

আর থাকতো একটা হৃদয়।

 

আমি হয়তো মানুষ নই,

তাই লিমন, কাদের খোঁড়া হয়,

রোমানা অন্ধ হয়,

আমি চোখ, কান বন্ধ করে বসে থাকি।

 

আমি হয়তো মানুষ নই,

সনাবরু না খেয়ে মরে যায়,

কিন্তু আমার চোখে জল গড়ায় না,

আমি নিঃশব্দে খেয়ে যেতে পারি।

 

আমি হয়তো মানুষ নই,

চারপাশের কষ্ট আমাকে স্পর্শ করে না,

না খেয়ে থাকা শিশুকে আমি এড়িয়ে যেতে পারি,

আমার হৃদয় কাঁপে না এতটুকু।

 

আমি হয়তো মানুষ নই,

চোরগুলোর আশ্বাস আমি এখনও বিশ্বাস করি,

আঙুলের ছাপ দেই কাগজটাতে,

ভাবি এবার যদি সুদিন আসে,

সুদিন আসে না-

আবুলের মতো নির্লজ্জ লোকগুলো আসে,

তারেক-মিশুক চলে যায়,

আবুল যায় না।

 

তবুও আমি নিঃশব্দে অফিস যাই,

পত্রিকার খবর আমার দীর্ঘশ্বাস জোগায়,

আমার রক্তে আগুন আসে না,

আমার পাথর হৃদয়ে স্পন্দন হয় না,

মাথা নিচু করে টিকে থাকি জীবন্মৃতের মতো,

অনুভুতিগুলোকে মাটিচাপা দিয়ে,

আমি হয়তো মানুষ নই,

আমি হয়তো আর মানুষ হবো না।

 

 

 

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

40 Responses to আমি হয়তো মানুষ নই

  1. শিশিরকণা বলেছেনঃ

    কবিতার সাথে ছবির দারুন মিল, ভালো হয়েছে বন্ধু :beerdrink:

  2. অনাবিল বলেছেনঃ

    মন খারাপ করা একটা খবর ফোনে পেয়ে ঘুম থেকে জাগলাম…..সব সময় এতো মন খারাপ করা, দীর্ঘশ্বাস এনে দেওয়া খবর…….বাস্তবতার ছবিটা পুরো তুলে এনেছেন…………….

    কবিতা ভালো হয়েছে, আরো চলুক…..

    • স্বপ্ন বিলাস বলেছেনঃ

      এখন বাস্তবতা মন খারাপ করা হয়ে গিয়েছে। চেষ্টা করছি মন খারাপটাকে লেখায় বন্ধ করে, বাস্তবতাটাকে আনন্দের করতে। 🙂

      সবার ভালো লাগলে, মাঝে মধ্যে কবিতা আসবে। 😀

  3. সাথী বলেছেনঃ

    অনেক অনেক অনেক ভালো হয়েছে……! :huzur:

  4. শিমন বলেছেনঃ

    ওরে!!! জাহিদ তুই তো পুরাই কোপানি দিতেসিস রে!!!

    সাবাশ বেটা! ভালো হইসে; চালায়ে যা…

  5. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    আমি কবিতা বিষয়ে এতই কাঁচা যে কোন কমেন্ট করতেও ভয় লাগে। 🙁 :voypaisi:

    তাও বলব আরো অনেক কবিতা লিখে যান 🙂

  6. বোহেমিয়ান বলেছেনঃ

    :dhisya:
    দুর্দান্ত! জাহিদ! ১০০% মনের কথা! আমি হয়তো মানুষ নই!
    হলে এমনটা হতে দিতাম?

  7. প্রজ্ঞা বলেছেনঃ

    বিবেক নামক কোথায় যেন কড়া নাড়লো কবিতাটা! 🙁

  8. রাইয়্যান বলেছেনঃ

    দারুণ হয়েছে কবিতাটা!! :ninja:

  9. কিনাদি বলেছেনঃ

    দারুণ তো! :clappinghands:

  10. ফিনিক্স বলেছেনঃ

    অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!! :dhisya:

  11. কার্টুন বলেছেনঃ

    স্বপ্ন নিয়ে যে বিলাস করবো,সেই অবস্থাটা নাই এখন…
    সব স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে…

  12. অচেনা রাজ্যের রাজা বলেছেনঃ

    চমৎকার চমৎকার চমৎকার !! :penguindance:

  13. মুবিন বলেছেনঃ

    মানুষ হতে ইচ্ছে করে। সত্যিকারের মানুষ।

    কবিতা ভালো লেগেছে। চালিয়ে যান।

  14. অহর্নিশ অশ্রুস্মিতা বলেছেনঃ

    মানুষ হতে চাই, মৃত থাকতে আর ইচ্ছা করে না… 🙁

  15. দীর্ঘশ্বাসের ভারে ন্যুব্জ, নতুন একটা কিছুর আশাতেই এক কাতারে দাঁড়িয়েছি, আমার বিশ্বাস, তোর এই ভয়ঙ্কর ধরণের সুন্দর কিন্তু মন খারাপ কবিতাটাকে আমরা মিথ্যে প্রমাণ করবো…
    করবোই ইনশাল্লাহ…

  16. মাসরুর বলেছেনঃ

    কবিতাটা এত এত ভালো লাগলো! এ কবিতাটাই যেন আমাদের মনুষ্যত্ব কিছুটা হলেও যেন জাগ্রত করে এ আশা করি

  17. নিশম বলেছেনঃ

    অসম্ভব রকমের স্পর্শ করলো 🙁 🙁 অনেক সুন্দর দাদা

    • স্বপ্ন বিলাস বলেছেনঃ

      🙂
      ইশ, এমন যদি হত, মাথা উচু করে বলতে পারতাম, আমি মানুষ। কারণ আমার মানবিকতা আছে, আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারি। কবে যে আসবে এমন দিন……

  18. অচেনা রাজ্যের রাজা বলেছেনঃ

    আবার তোরা মানুষ হও…

    ভালো হয়েছে কবিতাটি।

  19. নিলয় বলেছেনঃ

    :clappinghands: অদ্ভুত সুন্দর

  20. কানিজ আফরোজ তন্বী বলেছেনঃ

    ভালো লাগলো 🙂

স্বপ্ন বিলাস শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।