অসংলগ্ন অনেক

অনেক কিছু বলতে ইচ্ছা করে,
– বলিনা,
বলা-না বলার ধার ধারতেও মন চায় না ইদানীং।

অনেক গানই গাইতে ইচ্ছা করে,
– সুর ওঠেনা,
শুনতে ভালো লাগলেও সুর ছাড়া গান গাইতে ভালো লাগেনা !

অনেক স্বপ্নই দেখতে ইচ্ছা করে,
– রঙ খুঁজে পাইনা,
কৈশোরের সেই ঝকঝকে হৃদয়ের ক্যানভাসটায় পুরু ধুলোর আস্তর।

অনেক মুখের মাঝে খুঁজে ফিরি একটা মুখ,
– দৃষ্টি ঝাপসা হয়ে আসে,
একপাতা টিপ শার্টের বুক পকেটেই পড়ে থাকে অনন্তকাল ধরে।

অনেক আশা নিয়ে মুঠোফোনের ইনবক্স ঘাটি,
– অতঃপর “মার্ক অল” “ডিলিট”,
অপারেটরের প্রমোশনাল অফার নিউ ম্যাসেজ পড়ার ইমোশনটুকুকেও শুষে নিচ্ছে ক্রমান্বয়ে।

অনেক আলো, অনেক অনেক লুমিনাসিটি চাই,
– জোটে ল্যাম্প পোস্টের সোডিয়াম ধোঁয়াশা,
জীবনের অন্ধকার কোণগুলো যদি পোর্টেবল ফ্লাড লাইটের ফ্লাডে ভাসিয়ে দেয়া যেতো !

সুহৃদ সম্পর্কে

সবার কথা শুনি আমি , আমার শ্রোতা নাই ... ।।
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

12 Responses to অসংলগ্ন অনেক

  1. হাসান বলেছেনঃ

    “সবার কথা শুনি আমি , আমার শ্রোতা নাই …” -এত চমৎকার যে লিখতে পারে তার তো শ্রোতা না থাকাই স্বাভাবিক, থাকবে অগণিত পাঠক, যাদের মন ভোলাবেন আপনি ।

    অনেক ভাল লেগেছে কবিতাটি, মনের কথা বলেছে অনেটা … :happy:

  2. সামিরা বলেছেনঃ

    সুন্দর লাগলো।
    ‘অসংলগ্ন’ হবে না?

  3. শারমিন বলেছেনঃ

    ভালো লেগেছে
    কথাগুলো সুন্দর 😀
    আর শুধু হাবিজাবি বিভাগে ট্যাগ আরও অন্য বিভাগে ট্যাগ করতে পারেন

    • সুহৃদ বলেছেনঃ

      এইসব হাতামাথা ছাড়া লেখালেখির যথার্থ ট্যাগিং বুঝে পাইনা দেখেই তো হাবিজাবি ট্যাগ দেই । :wallbash:

  4. সূচনা বলেছেনঃ

    “…জোটে ল্যাম্প পোস্টের সোডিয়াম ধোঁয়াশা”
    ভাল লাগলো !!! 🙂

  5. অনুজ বলেছেনঃ

    ‘অনেক গানই গাইতে ইচ্ছা করে,
    – সুর ওঠেনা,
    শুনতে ভালো লাগলেও সুর ছাড়া গান গাইতে ভালো লাগেনা !’

    ‘জোটে ল্যাম্প পোস্টের সোডিয়াম ধোঁয়াশা,
    জীবনের অন্ধকার কোণগুলো যদি পোর্টেবল ফ্লাড লাইটের ফ্লাডে ভাসিয়ে দেয়া যেতো!’

    ভাল লেগেছে কবিতাটা।
    মনের অনেকখানি কথা যেন বলে দিল…

    বানান বিভ্রাটঃ
    অসংলঘ্ন → অসংলগ্ন
    অতপর→ অতঃপর
    ম্যসেজ→ ম্যাসেজ

  6. ফিনিক্স বলেছেনঃ

    অনেক মুখের মাঝে খুঁজে ফিরি একটা মুখ,
    – দৃষ্টি ঝাপসা হয়ে আসে,
    একপাতা টিপ শার্টের বুক পকেটেই পড়ে থাকে অনন্তকাল ধরে।

    এই লাইনগুলো পড়ার পর কেমন একটা হাহাকার উঠে এলো বুক জুড়ে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।