রম্য খবর

দৈনিক ঘুম

(আমরা ঘুমানোর পক্ষে )

শেহুয়াগ নিখোঁজ আত্মগোপনে ইউনুইস খানম ।

ঘুম প্রতিবেদকঃ টাইগারদের রান বন্যার খবরে নিখোঁজ হয়েছেন শেহুয়াগ ।এদিকে একই কারনে লজ্জায় আত্মগোপনে চলে গেছেন ইউনুইস খানম ।এ ঘটনায় তাদের এলাকায় চলছে শোকের মাতম ।খবর রাইটার্স এবং ্মেনার

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যায় ,শ্রীলংকার সাথে টাইগারদের টেস্ট খেলা শুরুর প্রথম দিনেও শেহুয়াগ ভালই ছিলেন ।বেশ মজাতেই ছিলেন শোনা যায় ।টাইগাররা হেরে যাবে -এই ব্যাপারে নিশ্চিত ছিলেন তিনি ।এই আনন্দে কয়েকদিন আগে বিনা দাওয়াতে পাড়ার দাদার চল্লিশা পর্যন্ত  খেয়েছেন তিনি ।কিন্তু এরপর থেকেই তার শরীরটা নাকি ‘কেমন জানি করে উঠছিল’ । আজ হঠাত্‍ বউয়ের কথা শুনে টিভিতে আশরাফুলের খেলা দেখতে দেখতেই অসুস্হ হয়ে পড়েন তিনি ।প্রচন্ড ঘামতে থাকেন হঠাত্‍ করেই।প্রতিটি শট দেখার সাথে সাথেই তার তলপেট নাকি মোচড় দিয়ে উঠছিল এমনটায় জানিয়েছেন শেহুয়াগ পত্নী ।এছাড়া এ ঘটনার পর থেকেই তার আউটগোয়িং ফ্রিকুয়েন্সি বেড়ে যায় বলে খবর পাওয়া গেছে।পরে আশরাফুলের সেঞ্চুরির খবর পাওয়ার পর আর তাকে পাওয়া যাচ্ছে না ।এরপর থেকে পাড়া ,মহল্লা, শুঁড়িখানা ,হাটে সবখানে তার জন্য খোঁজ দ্যা সার্চ করেও তাকে পাওয়া যায়নি ।পাড়ার ছেলেরা মাইকে’ ‘সন্ধান চাই’ বলে ঘোষণা দিতে দিতে হয়রান । চিৎকার করতে করতে   তারা নিজেদের গলার স্বর ভেঙে ফেলেছে ,প্রতিবেশিদের কানের পর্দা ফেটে গেছে ।এ ঘটনায় আমাদের প্রতিবেদক রোমিও সাইফ কথা বলেন শেহুয়াগের পত্নির সাথে ।’ভাই আমার স্বামীরে কি খুঁইজা পামু না ‘-বলেই ফ্যাচফ্যাচ করে কাঁদতে থাকেন শেহুয়াগ পত্নী ।তাকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই ।তবে টেলিফোনে কথা হচ্ছিল বলে আমাদের প্রতিবেদকের কাছে ছেড়া টয়লেট টিস্যু থাকার পরেও মহিলার চোখের পানি মুছে দিতে পারেন নি বলে তিনি অনেক আপসেট ।

এদিকে এখন পর্যন্ত উসাইন বোল্ট গতিতে দৌড়াতে থাকা আমাদের স্টেশন প্রতিবেদক মিজু জানান ,কমলাপুর রেলওয়ে স্টেশনে শেহুয়াগের মত দেখতে এক পাগল পাওয়া গেছে ।তিনিই যে শেহুয়াগ এবারে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন তিনি ।কেননা সে কিছুক্ষন পর পরই ‘আশা’,’ আশা’- বলে চিত্‍কার করছিল ।আমাদের প্রতিবেদকের ধারণা ,প্রচন্ড শক খেয়ে আশরাফুলকে আশা -আশা করছেন ।তার একটি এক্সক্লুসিভ সাক্ষাত্‍কার নেওয়ার জন্য বুম সামনে ধরতেই সে হঠাত্‍ বলে ওঠে ,’ঐ তুই মনে হয় আশার বাপ মুশফিক ।তোর জন্য আমি আশারে পাই নি ।আজ যদি এই স্ট্যাম্প দিয়ে তোর ঘিলু না বাইর করছি, তবে আমার নাম শেহুয়াগ না ।’এই বলে জনাব মিজু কে একটি দৌড়ানি দেন শেহুয়াগ ওরফে পাগলা সাহেব ।আমরা  একই সাথে  শুভ দৌড়ানি ও পলায়ন কামনা করছি ।

এদিকে একই কারনে ইউনুইস খানম নামে  একজন ব্যাডমিন্টন খেলোয়াড় লজ্জায় চান্দের দেশে আত্মগোপনে চলে গেছেন।তবে চান্দের বুড়ি ভূয়া পাসপোর্টের কারনে অভিবাসন আইনে  অভিযুক্ত করে তাকে এক আলোকবর্ষ সময়ের সশ্রম কারাদন্ড দিয়েছেন ।জানা গেছে, চান্দের বুড়ির সাথে তাকে নিয়ম করে সকালে রাস্তা ঝাড়ু এবং বিকালে চরকা কাটার কাজ করতে হবে ।বেতারের মাধ্যমে দন্ডিত জানিয়েছে ,চাদের বুড়ির সঙ্গ নাকি সে দারুন উপভোগ করছে ।

শুকপাখি সম্পর্কে

নিজেকে নতুন করে আবিষ্কার করার অভিপ্রায় বুকে লালন করি সবসময়ই।তাই হয়ত নিরানন্দ মেডিকেল লাইফের বাইরের জগত সম্পর্কে আমার জানার আগ্রহে কমতি নেই,বরং বোধহয় একটু বেশিই।জানতে, জানাতেই লেখার চেষ্টা করি।লেখা সুখপাঠ্য হয় কিনা জানি না,না হলে না হোক;নিজের আনন্দ লাভের এ উপলক্ষ ছাড়তে চাই না কখনই।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to রম্য খবর

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    আরও লিখতে থাকুন। লেখাটার মজাটা আমি আসলে বুঝতে পারি নি।

    আচ্ছা আপনার লেখার ভুলগুলো কী কী বলে আপনার মনে হয়?
    ফরম্যাটিং দাঁড়ি কমার অবস্থান ইত্যাদি?

  2. ফিনিক্স বলেছেনঃ

    লিখতে থাকলে আস্তে আস্তে লেখা আরো ভালো হবে।
    শুভকামনা আপু। 🙂

  3. শুকপাখি বলেছেনঃ

    প্রথমেই বলে রাখি ,আমি আপু না;ভাইয়া। আর পরামর্শের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।