ইচ্ছে আমার নাটাই বিহীন,
দূর আকাশের রঙ্গিন ঘুড়ি।
ইচ্ছে আমার বাঁধনহারা,
পল্লী বধূর কাঁচের চুরি।
ইচ্ছে আমার তপ্ত দুপুরে,
ধান কাটিয়ে কৃষকের হাসি।
ইচ্ছে আমার শ্রান্ত রাখালের,
ক্লান্ত কণ্ঠে বাজানো বাঁশি।
ইচ্ছে আমার দুরন্ত কিশোরের,
উল্লাসে মাতা ডাংগুলি খেলা।
ইচ্ছে আমার কাঠ ফাটা রোদে,
গ্রীষ্মের দুপুরে বৈশাখী মেলা।
ইচ্ছে আমার পড়ন্ত বিকেলে,
রেললাইন ধরে অকারণে হাঁটা।
ইচ্ছে আমার প্রমত্তা নদীতে,
গ্রাম্য কিশোরের সাঁতার কাঁটা।
ইচ্ছে আমার পৌষের ভোরে,
মায়ের হাতের ভাপা-পিঠা।
ইচ্ছে আমার পিচ্চি হোটেল বয়ের,
দুই টাকা বকশিস পেয়ে খুশীতে আঁৎকে উঠা।
ইচ্ছে আমার পাখির মতন,
নীল আকাশে উড়ে চলা,
ইচ্ছে আমার মায়ের ভাষায়
প্রান খুলে কথা বলা।
ইচ্ছে আমার আরো কত কি,
শেষ করা যাবে নাকো লিখে।
অনিচ্ছাগুলোকে দেবো না করতে,
মোর ইছছাগুলিকে ফিকে।
হুম অনেক ইচ্ছে… :thinking:
ইচ্ছেগুলোতে দেশ ও প্রকৃতিপ্রেম আছে, চমৎকার ;
তবে অনুভূতিগুলো কেমন যেন ক্লাসিকাল কবিদের মত লাগছে, অনেকটা একঘেঁয়ে… 🙁
ধন্যবাদ 🙂 ‘তবে অনুভূতিগুলো কেমন যেন ক্লাসিকাল কবিদের মত লাগছে’ :P……….. আমার এই পথ চলাতেই আনন্দ :penguindance:
ভালো লেগেছে
ইচ্ছেগুলি সুন্দর 😀
ধন্যবাদ 🙂
বাহ!
কী মিষ্টি সব ইচ্ছে!
আমার তো ভালো লাগলো খুব! :happy:
ধন্যবাদ ফিনিক্স আপু 🙂 আপনার ইচ্ছেগুলোও নিশ্চয়ই এর চেয়ে বেশী মিষ্টি 🙂
ভাল লেগেছে। বিভাগটা বিবিধ দেয়া কেন?
বিবিধ বিভাগে দেয়া ছিল…আপনি না বললে বোধহয় চোখেই পড়তো না 😛
ধন্যবাদ 🙂
এত অদ্ভুত সুন্দর সব ইচ্ছে আছে বলেই এই জীবনের বয়ে চলা।
ভালো লাগলো।
ইচ্ছে আর স্বপ্নের মধ্যে সম্পর্কটা অনেকটা চখা-চখির প্রেমের মতো।একটি ছাড়া অপরটির অস্তিত্ব চিন্তা করা যায় না।
সব সুন্দর ইচ্ছের অন্তারালেই রয়েছে অসম্ভব সুন্দর কিছু স্বপ্ন।
এবং স্বপ্ন আছে ইচ্ছে আছে বলেই মনে হয় বেঁচে থাকাটা আর্থপূর্ণ মনে হয়।
ধন্যবাদ 🙂