“অবাক হয়েই” বুঝলাম!!

দুটি অবাক করা ঘটনাই প্রায় একই রকম…

২৮ ডিসেম্বর- ছোট বাজার থেকে রুমে ফিরব, সামনেই একটা রিক্সাওয়ালা পেয়ে ভাড়া জিজ্ঞেস করলাম। পাঁচ টাকার জন্য বনিবনা হল না। অগত্যা কী আর করা, হাঁটা দিলাম- ভাবলাম গাঙ্গিনারপাড়ে এসে রিক্সা নিব, আর যদি তাও না হয় হেঁটেই যাব। হাঁটতে হাঁটতে ডা. চন্দন সরকার স্যারের চেম্বারের কাছাকাছি এসে পৌঁছেছি, শুনি পিছন থেকে কে একজন আমাকে ডাকছে- “মামা! হেঁটেই যাবেন নাকি?” পিছন ফিরে দেখি সেই রিক্সাওয়ালা, আমাকে ফলো করতে করতে অতদূর এসেছে, বলল “উঠেন! আপনাকেই নিয়ে যাব, অনেকদূর হাঁটছেন, আরো পাঁচটাকা কম দিয়েন”

আমি তো পুরাই থ!

গত ৮ তারিখ- ব্যাংক থেকে টাকা তুলে স্টেশন রোডে বেল্টের কাজ সারব, দেরি হবে দেখে বিদায় দিলাম রিক্সাওয়ালা মামাকে। কাজ শেষ করতে করতে প্রায় ১৫ মিনিটের মত লাগল। যখন রিক্সা নিতে যাব দেখি বিদায় দেয়া রিক্সাওয়ালা মামাই ডাক দিচ্ছেন- “মামা আসেন!” আমি আবারো অবাক!! জিজ্ঞেস করলাম, “আপনি এতক্ষণ এখানে? অন্য ভাড়া পান নাই?” বলল “পেয়েছি, কিন্তু ফিরিয়ে দিয়েছি”

আমি আবারো পুরাই থ!

না থ হওয়ার কিছু নাই, দুইজনকেই আরো কিছু প্রশ্ন করে একটা কমন উত্তর পেয়েছি- আর এটাই ছিল রহস্য। সবসময় বা অধিকাংশ সময় হয় তো পারি না, কিন্তু এই দুই ঘটনার সময়ে আমি তাদের সাথে কথা বলেছিলাম একটু হাসিমুখে, এখান থেকেই তাদের এই আন্তরিকতা। প্রায়ই হয়তো আমরা ভুলে যাই, তারাও মানুষ, তাদেরো আত্মসম্মান আর ডিগনিটি আছে, আর আমাদেরো দায়িত্ব তাদের সেটা দেওয়া, খুব বেশি কিছু করা লাগে না, তা “অবাক হয়েই” বুঝলাম!!

এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to “অবাক হয়েই” বুঝলাম!!

  1. ফিনিক্স বলেছেনঃ

    দারুণ ম্যাসেজ!
    অল্প একটুখানি ভালো ব্যবহার মানুষকে কত বদলে দিতে পারে- এই ঘটনাগুলো তারই প্রমাণ! :beshikhushi:

  2. দুর্ধর্ষ!! ছোট ছোট কাজই পৃথিবীকে পালটে দিতে পারে……

    এই বোধটা জেগে ওঠা খুব জরুরি……আর কিছু না হোক, মানুষ হাসিমুখকে ফিরিয়ে দেয় না কখনো…

  3. সামিরা বলেছেনঃ

    আসলেই দারুণ! শেষটায় আমিও অবাক হলাম, খুব ভালো লাগলো। 🙂

  4. অবন্তিকা বলেছেনঃ

    “ছোট ছোট কাজই পৃথিবীকে পালটে দিতে পারে… আর কিছু না হোক, মানুষ হাসিমুখকে ফিরিয়ে দেয় না কখনো… এই বোধটা জেগে ওঠা খুব জরুরি।” -শৈশবদার সাথে একমত!

  5. হাসান বলেছেনঃ

    ম্যাসেজটা আসলেই ভালো লাগলো …
    আমাদের একটুখানি আন্তরিকতা অনেক বড় অন্তরায় গুলিকেও জয় করতে পারে…

  6. বোহেমিয়ান বলেছেনঃ

    এই রকম ইতিবাচক বিষয় ঘটে বলেই সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে! 😛

    সরব এ স্বাগতম। :welcome:

  7. মুবিন বলেছেনঃ

    কাউকে তার প্রাপ্য সম্মানটুকু না দিয়ে তার কাছ থেকে সম্মান আশা করা বোকামি।
    কিন্তু এই বোকার মত কাজটুকু আমরা প্রায়শ করে থাকি।
    ধন্যবাদ ঘটনা দু’টি শেয়ার করার জন্য।

  8. অনুজ বলেছেনঃ

    ধন্যবাদ, শেয়ার করবার জন্যে… 🙂
    ভাল লাগল… এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র ইতিবাচকতাই বদলে দিতে পারে সবকিছু… এজন্যেই হয়ত বলা হয়, ‘বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়’…
    :welcome:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।