প্রসঙ্গ ভূমিকম্পঃ খেই হারানো অনুভূতি

হুমম…

 

সরাসরি আসল কাহিনী বলে ফেলি…

 

সেদিন বড়মামা-ছোটোমামা এসেছিলেন বাসায়। আত্মীয় স্বজনেরা সবাই দূরে থাকায় সাধারণত অনেকদিন পরপর দেখা হয় আমাদের। যাহোক, সন্ধ্যায় বাসার সবাই মিলে মামাদের সাথে গল্প করছি। হটাৎ বিল্ডিংটা দুলে উঠলো। যখন বুঝতে পারলাম কি ঘটেছে, তখন আর কি! যা হবার তাই হল। শান্তি বিনষ্ট হয়ে আতংক ছড়ালো।

 

ভূমিকম্প তখন শেষ, তবুও যদি আবার হয় এই ভয়ে সবাই নিচে নেমে আসলাম।

 

ভয় পেয়েছিলাম? আসলেই? হুমম… তাৎক্ষণিক উত্তরটা যা পেয়েছিলাম, তা ছিল শুধুমাত্র ‘হ্যাঁ’। কিন্ত দিন যতই এগোচ্ছে ততই টের পাচ্ছি, সেদিনের ভয়টা আসলে এতটাই আচমকা আর প্রকট ছিল যে, তা একটা দীর্ঘস্থায়ী প্রভাব আমার ভেতর রেখে গেছে। এক কথায় বললে বলতে পারেন, খুব সম্ভবত ভূমিকম্প আমাকে মানসিক রোগী বানিয়ে ফেলেছে…

 

কিভাবে বুঝলাম?

 

আচ্ছা বলুনতো দেখি? আমরা যখন নড়াচড়া করি তখন কিভাবে টের পাই যে আমরা নড়ছি? এখানে কি জানি অন্তঃকর্ণের অনুভূতি গ্রহণের ব্যাপার-স্যাপার আছে পড়েছিলাম, কিন্ত সেদিকে যাচ্ছি না। বরং একটু পদার্থ বিজ্ঞানের ভাষায় যদি বলি তবে বলতে পারি, যখন আমরা নড়াচড়া করি, তখন আসলে পারিপার্শ্বিকের সাপেক্ষে আমাদের হাত-পা, কান-মাথা ইত্যাদির অবস্থান পরিবর্তন করি যেটা কিনা আমরা সেই অন্তকর্ণের সেন্সর দিয়েই অনুভব করি। যখন আমরা নিজেরা নড়ি, তখন আমরা বুঝতে পারি। কিন্ত যখন পারিপার্শিক নড়ে তখন?

 

হ্যাঁ। ভূমিকম্পে এমনটাই হয়।

 

এতদিন পর্যন্ত আমার ধারণা ছিল যদি পারিপার্শিক নড়ে তবে তা আমাদের ঐ অন্তকর্ণের সেন্সর ধরতে পারবে না, শুধু আমরা নিজেরা নড়লে সেটাই ধরতে পারবে। এজন্য স্বাভাবিকভাবেই আমি আশ্চর্য হতাম সামুরাই-রা কিভাবে চোখ বেঁধে কসরত দেখায়, অন্ধরা কিভাবে পথ চলে। ভূমিকম্পের পর এখন আমার মনে হচ্ছে, হয়তো আমার ধারণাটা ভুল ছিল…

 

অন্তত আমার নিজের এখন তাই বিশ্বাস। কেন জানি একটু মাথা নড়ালেই আমার এখন মনে হয় এই বুঝি ভূমিকম্পে আশপাশটা দুলে উঠলো। প্রায় মাঝেমাঝেই মনে হয় এমনটা। বিছানায় শুয়ে যখন পাশ ফিরি তখন মনে হয় আমি নিজে পাশ ফিরি নাই, ভূমিকম্পে গড়িয়ে পড়লাম… এমনকি যখন হার্ট রক্ত পাম্প করে, তখন মনে হয় রক্তের চাপে হার্টটাই আমার ধাক্কা খেলো…

 

কেন এমন মনে হয় আমার? আমি কি মানসিক রোগী হয়ে পড়লাম?

 

কিসের এত ভয় পেয়েছিলাম সেদিন…?

 

উত্তরটা কি দিতে পারবেন কেউ?

 

আমার কিন্ত একটা জিনিস মনে হয়েছে সেদিন।

 

কি জিনিস?

 

শুনতে চান?

 

ভয় পাবেন নাতো?

 

তবে শুনুন…

 

আমি খুব সম্ভবত সেদিন মরার জন্য প্রস্তুত ছিলাম না…

 

মিথ্যা বলবো না, এখনও নেই। বস্তুত এটি ছিল আমার জীবনের সবচাইতে মূল্যবান শিক্ষার একটা।

 

কি হবে মরার জন্য প্রস্তুত না থাকলে?

 

প্রস্ততিটাই বা কি?

 

আর প্রস্ততি যদি থাকতই, তবে কেন এত ভয় পেলাম সেদিন?

 

আর কিচ্ছু চিন্তা করতে পারছিনা…

 

আসুন দোয়া করি (নিজেরা নিজেদের মত)…

 

আমীন…

 

 

[খাপছাড়া লেখার জন্য দুঃখিত। আসলে সময় নিয়ে ভাল করে লিখবো লিখবো করে লেখাই হয়ে ওঠে না। আজ ৩০ মিনিটের উপস্থিত পরীক্ষা দিবো- এমনটা চিন্তা করেই লিখলাম… ভুলত্রুটি মাফ করবেন তাই…

 

সময় এগিয়ে চলেছে…

 

হাতে এখনও পাঁচ মিনিটের মত আছে…

 

রিভাইজ দিব একবার?

 

টিক টিক টিক…

 

সময়টা কিন্ত এগিয়েই চলেছে…]

এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

22 Responses to প্রসঙ্গ ভূমিকম্পঃ খেই হারানো অনুভূতি

  1. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    কি হবে মরার জন্য প্রস্তুত না থাকলে?

    প্রস্ততিটাই বা কি?

    আর কিচ্ছু চিন্তা করতে পারছিনা…
    :clappinghands:

    • ম্যানীফোল্ড বলেছেনঃ

      আমার প্রথম পাঠক মন্তব্য… 🙂

      পরীক্ষায় কত পেলাম?

      • স্বপ্ন বিলাস বলেছেনঃ

        পরীক্ষায় ভালো নম্বর পেয়েছেন। 🙂
        আপনার কথাগুলো ভাবিয়েছে। কখনো এভাবে ভাবিনি।

        সরবে স্বাগতম আপনাকে :welcome:

        • ম্যানীফোল্ড বলেছেনঃ

          ধন্যবাদ আপনাকে 🙂

          অস্বস্তি লাগছে, এভাবে পাঠক মন্তব্য এতদিন শুধু পড়তাম, প্রত্যুত্তর দেয়াতে ধাতস্ত হই নি এখনো… 🙁

          “ধন্যবাদ আপনাকে” এভাবে কখনো বলিনি কাওকে… 😛

  2. খাপছাড়া বলেছেনঃ

    হুমম…

    আপনার অনুভূতি তো ভয়াবহ…

    আমিতো সেদিন কিছু টের পাইনি 🙁

    • ম্যানীফোল্ড বলেছেনঃ

      ম্যানীফোল্ড অনুভূতি… কিছুটা বিস্মৃতি…

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য… পাঠক মন্তব্য জানতে পারাটা আসলেই অনেক আনন্দের… 🙂

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    ঠিক বলছ!
    আমরা আসলে প্রস্তুত ছিলাম না!

    প্রস্তুতি নেয়া উচিৎ 🙁

    লেখার নাটকীয়তা ভালো লাগল।

  4. সামিরা বলেছেনঃ

    হুম, প্রস্তুত ছিলাম না আমিও। 🙁

  5. প্রজ্ঞা বলেছেনঃ

    প্রস্তুতি ছাড়া তো বেশ ভাল পরীক্ষা দিয়েছেন। আপনার আর রিভাইজ দিতে হচ্ছে না। আমরাই রিভাইজ দিয়ে দিলাম! 😛

    সরবে প্রথম লেখা?!
    স্বাগতম! :welcome:

  6. কিনাদি বলেছেনঃ

    :welcome: :welcome:

  7. শিশিরকণা বলেছেনঃ

    সরবে স্বাগতম আপনাকে :welcome: :welcome:

  8. ফিনিক্স বলেছেনঃ

    মৃত্যুর জন্য আসলে কেউ কি ঠিকমত প্রস্তুত থাকে? 🙁

    লেখা ভাল লাগল। সরবে আপনাকে স্বাগতম। :welcome:

  9. মুবিন বলেছেনঃ

    আমিও প্রস্তুত ছিলাম না।
    তবে এখন যে খুব ভালো প্রস্তুতি নিচ্ছি তাও না।
    সরবে প্রথম লেখা!
    :welcome:

  10. রাইয়্যান বলেছেনঃ

    :welcome:
    আমিও সরবের নয়া সদস্য :ডি
    :yahooo:

  11. ভাবনাগুলো বেয়াড়া ভীষণ! 🙁

  12. মাসরুর বলেছেনঃ

    :welcome: :welcome:

    লেখার নাটকীয়তা ভালো লাগলো..
    :littleangel:

  13. অনাবিল বলেছেনঃ

    স্বাগতম!
    অনেক ভালো লেগেছে…..লখতে থাকুন………. 🙂

    আর, হ্যাঁ, ভালো মতো প্রস্তুতি নেবার কথাটা স্মরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ………..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।